Bankura News: রহস্যময় এই শিবমন্দির থেকেই জেলার নাম ‘বাঁকুড়া’? জেনে নিন বিশেষজ্ঞরা কী বলছেন
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Bankura News:জৈন স্থাপত্য নিয়ে যারা নাড়া চাড়া করেন তারাই একমাত্র বলতে পারবেন এই মন্দিরের সঙ্গে জৈন স্থাপত্য এবং ভাস্কর্যের মিল। কিন্তু এক্তেশ্বর এর মন্দিরের গঠনের জ্যামিতি লক্ষ্য করলেই বোঝা যাবে একটি উচ্চ ভিত্তি ভূমি থেকে ধীরে ধীরে নিচে নামছে মূল উপাসনা গৃহ এবং এই মন্দির মূলত পশ্চিম মুখী।
advertisement
বাঁকুড়া শহর থেকে তিন কিলোমিটার দূরে দ্বারকেশ্বর নদের তীরে বাংলার অন্যতম প্রাচীন শিবমন্দির অবস্থান করছে। এই মন্দির বিশেষভাবে পরিচিত এক্তেশ্বরের মন্দির নামেই। ল্যাটেরাইট এবং বেলেপাথর দিয়ে তৈরি সুগঠিত এই মন্দিরের উচ্চতা প্রায় ৪৫ ফিট।রয়েছে মন্দিরের গায়ে খোদাই করা দেব দেবীর অসাধারণ সব মূর্তি । চারিদিকে ছড়ানো ছেটানো বহু শিবলিঙ্গ। ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
জৈন স্থাপত্য নিয়ে যারা নাড়া চাড়া করেন তারাই একমাত্র বলতে পারবেন এই মন্দিরের সঙ্গে জৈন স্থাপত্য এবং ভাস্কর্যের মিল। কিন্তু এক্তেশ্বর এর মন্দিরের গঠনের জ্যামিতি লক্ষ্য করলেই বোঝা যাবে একটি উচ্চ ভিত্তি ভূমি থেকে ধীরে ধীরে নিচে নামছে মূল উপাসনা গৃহ এবং এই মন্দির মূলত পশ্চিম মুখী। ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
advertisement
advertisement