Bankura News: রহস্যময় এই শিবমন্দির থেকেই জেলার নাম ‘বাঁকুড়া’? জেনে নিন বিশেষজ্ঞরা কী বলছেন

Last Updated:
Bankura News:জৈন স্থাপত্য নিয়ে যারা নাড়া চাড়া করেন তারাই একমাত্র বলতে পারবেন এই মন্দিরের সঙ্গে জৈন স্থাপত্য এবং ভাস্কর্যের মিল। কিন্তু এক্তেশ্বর এর মন্দিরের গঠনের জ্যামিতি লক্ষ্য করলেই বোঝা যাবে একটি উচ্চ ভিত্তি ভূমি থেকে ধীরে ধীরে নিচে নামছে মূল উপাসনা গৃহ এবং এই মন্দির মূলত পশ্চিম মুখী।
1/6
আপনি যদি বাঁকুড়াবাসী হন তাহলে এক্তেশ্বরের মন্দির নিশ্চই এসেছেন। কিন্তু জানেন কি, এই মন্দিরের সঙ্গে মিল রয়েছে জৈন উপাসনা কক্ষের? জৈন আদলেই নাকি তৈরি এই মন্দির, বিশ্বাস ঐতিহাসিকদের। ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
আপনি যদি বাঁকুড়াবাসী হন তাহলে এক্তেশ্বরের মন্দির নিশ্চই এসেছেন। কিন্তু জানেন কি, এই মন্দিরের সঙ্গে মিল রয়েছে জৈন উপাসনা কক্ষের? জৈন আদলেই নাকি তৈরি এই মন্দির, বিশ্বাস ঐতিহাসিকদের। ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
2/6
বাঁকুড়া শহর থেকে তিন কিলোমিটার দূরে দ্বারকেশ্বর নদের তীরে বাংলার অন্যতম প্রাচীন শিবমন্দির অবস্থান করছে। এই মন্দির বিশেষভাবে পরিচিত এক্তেশ্বরের মন্দির নামেই। ল্যাটেরাইট এবং বেলেপাথর দিয়ে তৈরি সুগঠিত এই মন্দিরের উচ্চতা প্রায় ৪৫ ফিট।রয়েছে মন্দিরের গায়ে খোদাই করা দেব দেবীর অসাধারণ সব মূর্তি । চারিদিকে ছড়ানো ছেটানো বহু শিবলিঙ্গ। ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
বাঁকুড়া শহর থেকে তিন কিলোমিটার দূরে দ্বারকেশ্বর নদের তীরে বাংলার অন্যতম প্রাচীন শিবমন্দির অবস্থান করছে। এই মন্দির বিশেষভাবে পরিচিত এক্তেশ্বরের মন্দির নামেই। ল্যাটেরাইট এবং বেলেপাথর দিয়ে তৈরি সুগঠিত এই মন্দিরের উচ্চতা প্রায় ৪৫ ফিট।রয়েছে মন্দিরের গায়ে খোদাই করা দেব দেবীর অসাধারণ সব মূর্তি । চারিদিকে ছড়ানো ছেটানো বহু শিবলিঙ্গ। ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
3/6
জৈন স্থাপত্য নিয়ে যারা নাড়া চাড়া করেন তারাই একমাত্র বলতে পারবেন এই মন্দিরের সঙ্গে জৈন স্থাপত্য এবং ভাস্কর্যের মিল। কিন্তু এক্তেশ্বর এর মন্দিরের গঠনের জ্যামিতি লক্ষ্য করলেই বোঝা যাবে একটি উচ্চ ভিত্তি ভূমি থেকে ধীরে ধীরে নিচে নামছে মূল উপাসনা গৃহ এবং এই মন্দির মূলত পশ্চিম মুখী। ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
জৈন স্থাপত্য নিয়ে যারা নাড়া চাড়া করেন তারাই একমাত্র বলতে পারবেন এই মন্দিরের সঙ্গে জৈন স্থাপত্য এবং ভাস্কর্যের মিল। কিন্তু এক্তেশ্বর এর মন্দিরের গঠনের জ্যামিতি লক্ষ্য করলেই বোঝা যাবে একটি উচ্চ ভিত্তি ভূমি থেকে ধীরে ধীরে নিচে নামছে মূল উপাসনা গৃহ এবং এই মন্দির মূলত পশ্চিম মুখী। ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
4/6
ইতিহাস গবেষক সুকুমার বন্দ্যোপাধ্যায় বলেন পর্যবেক্ষণের মাধ্যমে বেরিয়ে এসেছে সম্ভাব্য সঠিক চাঞ্চল্যকর অনুমান। বদ্ধ ধারণা এটাই যে এক সময় জৈন মন্দির বা
ইতিহাস গবেষক সুকুমার বন্দ্যোপাধ্যায় বলেন পর্যবেক্ষণের মাধ্যমে বেরিয়ে এসেছে সম্ভাব্য সঠিক চাঞ্চল্যকর অনুমান। বদ্ধ ধারণা এটাই যে এক সময় জৈন মন্দির বা "দেউল" ছিল এই দিকে দিকে বিখ্যাত, মহা জাগ্রত এক্তেশ্বরের শিব মন্দির। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
5/6
সম্ভাবনা, অনুমান এবং পর্যবেক্ষণের উপর ভর করে দাঁড়িয়ে আছে ইতিহাস। তাই এই বিষয়ে সম্পূর্ণভাবে সত্যতা যাচাই করা অসম্ভব। তবুও জৈন স্থাপত্য নির্মাণ শৈলী ফুটে উঠেছে বাঁকুড়ার উপকন্ঠে অবস্থিত এক্তেশ্বরের মন্দিরে। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
সম্ভাবনা, অনুমান এবং পর্যবেক্ষণের উপর ভর করে দাঁড়িয়ে আছে ইতিহাস। তাই এই বিষয়ে সম্পূর্ণভাবে সত্যতা যাচাই করা অসম্ভব। তবুও জৈন স্থাপত্য নির্মাণ শৈলী ফুটে উঠেছে বাঁকুড়ার উপকন্ঠে অবস্থিত এক্তেশ্বরের মন্দিরে। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
6/6
মন্দিরে বর্তমানে বাম দিক চেপে অধিষ্ঠান করছেন দেবাধিদেব মহাদেব। কিন্তু জানেন কি ? বাম দিক চেপে অধিষ্ঠান করছেন বলেই হয়ত এই জেলার নাম হয়েছে
মন্দিরে বর্তমানে বাম দিক চেপে অধিষ্ঠান করছেন দেবাধিদেব মহাদেব। কিন্তু জানেন কি ? বাম দিক চেপে অধিষ্ঠান করছেন বলেই হয়ত এই জেলার নাম হয়েছে "বাঁকুড়া"। হ্যাঁ, এমনটাই মনে করতেন বিদ্যানিধি মহাশয়। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
advertisement
advertisement