Satipeeth Bakreshwar: কথা বলে ইতিহাস, ৫১ সতীপীঠের অন্যতম তীর্থস্থান বক্রেশ্বরের ঐতিহ্য সমৃদ্ধ ও স্মরণীয়

Last Updated:
Satipeeth Bakreshwar:বাঙালি শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো ছাড়াও বছরের বিভিন্ন সময়ে বক্রেশ্বরে কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে। আর এই বীরভূমের মধ্যে অবস্থিত বক্রনাথের পাশের মন্দিরেই অধিষ্ঠিত মহিষমর্দিনী মা দুর্গা। এখানে অষ্টধাতুর মূর্তিতে দেবী দুর্গার আরাধনা করা হয়ে থাকে।
1/5
বীরভূম,সৌভিক রায়: হিন্দু পুরাণ মতে, মোট ৫১টি জায়গায় সতীর দেহাংশ পড়েছিল। সেই জায়গাগুলোই বর্তমানে সতীপীঠ হিসেবে পরিচিতি লাভ করে। তবে বীরভূমের মধ্যে ৫১টি সতীপীঠের মধ্যে মোট ৫ টি সতীপীঠ রয়েছে।আর এই ৫ টি সতীপীঠ এর মধ্যে অন্যতম হলও বীরভূমের বক্রেশ্বর। কারণ এখানে মহিষমর্দিনী দুর্গা হিসেবে পুজিত হন।
হিন্দু পুরাণ মতে, মোট ৫১টি জায়গায় সতীর দেহাংশ পড়েছিল। সেই জায়গাগুলোই বর্তমানে সতীপীঠ হিসেবে পরিচিতি লাভ করে। তবে বীরভূমের মধ্যে ৫১টি সতীপীঠের মধ্যে মোট ৫ টি সতীপীঠ রয়েছে।আর এই ৫ টি সতীপীঠ এর মধ্যে অন্যতম হলও বীরভূমের বক্রেশ্বর। কারণ এখানে মহিষমর্দিনী দুর্গা হিসেবে পুজিত হন।
ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
2/5
আর এই বক্রেশ্বর একদিকে পুণ্যভূমি যেমন অন্যদিকে সতীপীঠ, তেমনই শৈবপীঠের পাশাপাশি সাধনক্ষেত্রও বটে। বাঙালি শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো ছাড়াও বছরের বিভিন্ন সময়ে বক্রেশ্বরে কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে। আর এই বীরভূমের মধ্যে অবস্থিত বক্রনাথের পাশের মন্দিরেই অধিষ্ঠিত মহিষমর্দিনী মা দুর্গা। এখানে অষ্টধাতুর মূর্তিতে দেবী দুর্গার আরাধনা করা হয়ে থাকে।
আর এই বক্রেশ্বর একদিকে পুণ্যভূমি যেমন অন্যদিকে সতীপীঠ, তেমনই শৈবপীঠের পাশাপাশি সাধনক্ষেত্রও বটে। বাঙালি শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো ছাড়াও বছরের বিভিন্ন সময়ে বক্রেশ্বরে কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে। আর এই বীরভূমের মধ্যে অবস্থিত বক্রনাথের পাশের মন্দিরেই অধিষ্ঠিত মহিষমর্দিনী মা দুর্গা। এখানে অষ্টধাতুর মূর্তিতে দেবী দুর্গার আরাধনা করা হয়ে থাকে।
ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
3/5
লোকেদের মুখে শোনা যায়, মূর্তির নীচেই রয়েছে একটি বেদি। আর সেই বেদির উপরে রয়েছে অধিষ্ঠিত রয়েছে একটি কালো পাথর। মনে করা হয় সেখানেই সতীর খণ্ডিত দেহাংশ রয়েছে। কথিত রয়েছে, খাকি বাবা এখানে সতীর দেহাংশ রেখে প্রথম মহিষাসুরমর্দিনীর পুজো শুরু করেছিলেন। তাই অন্য পীঠস্থানগুলিতে দেবী শিলামূর্তিতে পূজিত হলেও বক্রেশ্বরে মহিষাসুরমর্দিনী রূপেই পুজিত হয়ে থাকেন।
লোকেদের মুখে শোনা যায়, মূর্তির নীচেই রয়েছে একটি বেদি। আর সেই বেদির উপরে রয়েছে অধিষ্ঠিত রয়েছে একটি কালো পাথর। মনে করা হয় সেখানেই সতীর খণ্ডিত দেহাংশ রয়েছে। কথিত রয়েছে, খাকি বাবা এখানে সতীর দেহাংশ রেখে প্রথম মহিষাসুরমর্দিনীর পুজো শুরু করেছিলেন। তাই অন্য পীঠস্থানগুলিতে দেবী শিলামূর্তিতে পূজিত হলেও বক্রেশ্বরে মহিষাসুরমর্দিনী রূপেই পুজিত হয়ে থাকেন।
ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
4/5
৫১ টি সতীপীঠের মধ্যে বক্রেশ্বরেই সতীকে কালী রূপে নয়, বরং দুর্গা রূপে পুজো করা হয়। প্রতি বছর এই পুজো উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে ভিড় করেন। দেশ ছাড়িয়ে বিদেশের বহু পর্যটকেরা এখানে পুজো দেওয়ার জন্য ছুটে আসেন। তবে এই বছর যেভাবে লাগামছাড়া বৃষ্টি হচ্ছে তাতে কিছুটা হলেও ভয় ধরিয়েছে মন্দিরের সেবায়েতদের।ছবি ও তথ্য: সৌভিক রায়
৫১ টি সতীপীঠের মধ্যে বক্রেশ্বরেই সতীকে কালী রূপে নয়, বরং দুর্গা রূপে পুজো করা হয়। প্রতি বছর এই পুজো উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে ভিড় করেন। দেশ ছাড়িয়ে বিদেশের বহু পর্যটকেরা এখানে পুজো দেওয়ার জন্য ছুটে আসেন। তবে এই বছর যেভাবে লাগামছাড়া বৃষ্টি হচ্ছে তাতে কিছুটা হলেও ভয় ধরিয়েছে মন্দিরের সেবায়েতদের।
ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
5/5
৫১টি সতীপীঠের মধ্যে এখানে সতীকে দুর্গার রূপে বিশেষ সাজে সাজিয়ে রাজ রাজেশ্বরী রূপে পুজো করা হয় থাকে। অন্যান্য জায়গার মতো এখানেও ষষ্ঠীর দিন থেকে মায়ের পুজো শুরু হয়। সপ্তমীতে প্রথা মেনে ঘট আনা হয়। অষ্টমীতে সন্ধিপুজো ও বলিদান। নবমীতে বলিদানের পাশাপাশি প্রায় ৬ হাজার ভক্তকে ভোগ খাওয়ানো হয়। তাই আপনি চাইলেও এই বছর দুর্গাপুজোর সময় ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে। ছবি ও তথ্য: সৌভিক রায়
৫১টি সতীপীঠের মধ্যে এখানে সতীকে দুর্গার রূপে বিশেষ সাজে সাজিয়ে রাজ রাজেশ্বরী রূপে পুজো করা হয় থাকে। অন্যান্য জায়গার মতো এখানেও ষষ্ঠীর দিন থেকে মায়ের পুজো শুরু হয়। সপ্তমীতে প্রথা মেনে ঘট আনা হয়। অষ্টমীতে সন্ধিপুজো ও বলিদান। নবমীতে বলিদানের পাশাপাশি প্রায় ৬ হাজার ভক্তকে ভোগ খাওয়ানো হয়। তাই আপনি চাইলেও এই বছর দুর্গাপুজোর সময় ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে। ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
advertisement
advertisement