Auto Driver Turns Crorepati: নেশা নয়, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে করতেন এই কাজ, ভাগ্যের দরজা এক রাতে টক টক আওয়াজ, তারপর...

Last Updated:
Auto Driver Turns Crorepati: ১২০ টাকা দিয়ে লটারি কেটে রাতারাতি কোটিপতি অটোচালক
1/6
নদিয়া: ১২০ টাকা দিয়ে গরিব অটো ড্রাইভার হয়ে গেলেন কোটিপতি৷  গরিব অটো ড্রাইভার থেকে রাতারাতি কোটিপতি হয়েও তাঁর বক্তব্য, ভাগ্য পরীক্ষা করার জন্যে লটারি টিকিট কাটা যেতে পারে  কিন্তু কখনই তা যেন আসক্তিতে পরিণত না হয়৷ Photo- Representative 
নদিয়া: ১২০ টাকা দিয়ে গরিব অটো ড্রাইভার হয়ে গেলেন কোটিপতি৷  গরিব অটো ড্রাইভার থেকে রাতারাতি কোটিপতি হয়েও তাঁর বক্তব্য, ভাগ্য পরীক্ষা করার জন্যে লটারি টিকিট কাটা যেতে পারে  কিন্তু কখনই তা যেন আসক্তিতে পরিণত না হয়৷ Photo- Representative
advertisement
2/6
নিরাপত্তার কারণে রাত কাটলেন থানায়। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকার ঘটনা। কারণ আর কিছুই নয়, যেহেতু এত বড় টাকার প্রাইজ জিতলে থানায় জানাতেই হয়, যাতে অন্য কেউ তাঁকে ভয় দেখিয়ে টিকিট কেড়ে নিতে না পারে তাই এই ব্যবস্থা৷ Photo- Representative
নিরাপত্তার কারণে রাত কাটলেন থানায়। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকার ঘটনা। কারণ আর কিছুই নয়, যেহেতু এত বড় টাকার প্রাইজ জিতলে থানায় জানাতেই হয়, যাতে অন্য কেউ তাঁকে ভয় দেখিয়ে টিকিট কেড়ে নিতে না পারে তাই এই ব্যবস্থা৷ Photo- Representative
advertisement
3/6
জানা যায় লক্ষণপাল,  তিনি পেশায় অটো চালক। প্রতিদিন না হলেও দু বছর ধরে মাঝে মধ্যেই টিকিট কাটেন এই লক্ষণবাবু। সেই রকম গতকালও তিনি ১২০ টাকা দিয়ে টিকিট কেটে ছিলেন। কিন্তু আশা  করেননি যে তাঁর টিকিটেই এক কোটি টাকার পুরস্কার উঠবে এই লটারিতে।
জানা যায় লক্ষণপাল,  তিনি পেশায় অটো চালক। প্রতিদিন না হলেও দু বছর ধরে মাঝে মধ্যেই টিকিট কাটেন এই লক্ষণবাবু। সেই রকম গতকালও তিনি ১২০ টাকা দিয়ে টিকিট কেটে ছিলেন। কিন্তু আশা  করেননি যে তাঁর টিকিটেই এক কোটি টাকার পুরস্কার উঠবে এই লটারিতে।
advertisement
4/6
শনিবারও প্রতিদিনের মতো লটারির রেজাল্ট মেলালে চক্ষু চড়কগাছ হয় তাঁর। তিনি দেখতে পান যে তাঁর কাছে যে টিকিটটি রয়েছে তাতে প্রথম পুরস্কার অর্থাৎ এক কেটি টাকা জেতা হয়েছে। এরপরেই আর দেরি না করে নিরাপত্তার জন্য সেই টিকিট নিয়ে এবং এক বন্ধুকে নিয়ে চলে যায় কৃষ্ণগঞ্জ থানায়। Photo- Repe
শনিবারও প্রতিদিনের মতো লটারির রেজাল্ট মেলালে চক্ষু চড়কগাছ হয় তাঁর। তিনি দেখতে পান যে তাঁর কাছে যে টিকিটটি রয়েছে তাতে প্রথম পুরস্কার অর্থাৎ এক কেটি টাকা জেতা হয়েছে। এরপরেই আর দেরি না করে নিরাপত্তার জন্য সেই টিকিট নিয়ে এবং এক বন্ধুকে নিয়ে চলে যায় কৃষ্ণগঞ্জ থানায়।
advertisement
5/6
রবিবার সকালে পুলিশি নিরাপত্তায় ব্যাঙ্কে সেই টিকিটটি জমা দিতে যান লক্ষণবাবু । তিনি জানান এই টিকিটের টাকা দিয়ে তাঁর যে লোন নেওয়া আছে তা শোধ করবেন , একটি বাড়ি করবেন এবং কিছু টাকা মেয়ের ভবিষ্যতের জন্য রাখবেন । Photo- Representative
রবিবার সকালে পুলিশি নিরাপত্তায় ব্যাঙ্কে সেই টিকিটটি জমা দিতে যান লক্ষণবাবু । তিনি জানান এই টিকিটের টাকা দিয়ে তাঁর যে লোন নেওয়া আছে তা শোধ করবেন , একটি বাড়ি করবেন এবং কিছু টাকা মেয়ের ভবিষ্যতের জন্য রাখবেন । Photo- Representative
advertisement
6/6
তবে ভাগ্য পরীক্ষা করার জন্য মাঝেমধ্যে টিকিট কাটা যেতেই পারে কিন্তু কোনভাবেই কষ্টার্জিত অর্থ দিয়ে লটারি কাটার আসক্তি যেন না তৈরি হয়ে যায় তিনি এই বার্তাই দিয়েছেন সকলের উদ্দেশ্যে। Input Mainak Debnath
তবে ভাগ্য পরীক্ষা করার জন্য মাঝেমধ্যে টিকিট কাটা যেতেই পারে কিন্তু কোনভাবেই কষ্টার্জিত অর্থ দিয়ে লটারি কাটার আসক্তি যেন না তৈরি হয়ে যায় তিনি এই বার্তাই দিয়েছেন সকলের উদ্দেশ্যে। Input Mainak Debnath
advertisement
advertisement
advertisement