West Bardhaman News: অণ্ডালে ভয়ঙ্কর কাণ্ড...! রেলস্টেশন থেকে যা উদ্ধার হল, জানলে আঁতকে উঠবেন

Last Updated:
West Bardhaman News: দুর্গাপুরের অণ্ডাল রেলস্টেশন থেকে পাকড়াও ভিন রাজ্যের আগ্নেয়াস্ত্র কারবারি। ধৃতের কাছ থেকে উদ্ধার ১০টি ঝাঁ চকচকে আগ্নেয়াস্ত্র।
1/6
পশ্চিমবঙ্গ স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) এর বিশাল সাফল্য। দুর্গাপুরের অণ্ডাল রেলস্টেশন থেকে পাকড়াও ভিন রাজ্যের আগ্নেয়াস্ত্র কারবারি। ধৃতের কাছ থেকে উদ্ধার ১০টি ঝাঁ চকচকে আগ্নেয়াস্ত্র। ধৃতের নাম আশরাফুল আনসারী ওরফে চানা। তার বাড়ি বিহারে। ( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
পশ্চিমবঙ্গ স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) এর বিশাল সাফল্য। দুর্গাপুরের অণ্ডাল রেলস্টেশন থেকে পাকড়াও ভিন রাজ্যের আগ্নেয়াস্ত্র কারবারি। ধৃতের কাছ থেকে উদ্ধার ১০টি ঝাঁ চকচকে আগ্নেয়াস্ত্র। ধৃতের নাম আশরাফুল আনসারী ওরফে চানা। তার বাড়ি বিহারে। ( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
2/6
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক সপ্তাহ আগেই হানা দেওয়ার কথা ছিল এসটিএফের, অস্ত্র পাচারের খবর নিয়ে তক্কে তক্কে ছিল প্রশাসন। তবে এবার দীর্ঘ কয়েক দিন অপেক্ষার পর টানা নজরদারি চালিয়ে এসটিএফ এর বিশেষ বাহিনী অণ্ডাল থানা এলাকার অণ্ডাল স্টেশন থেকে ওই কারবারিকে গ্রেফতার করে।( ছবি ও তথ্য :দীপিকা সরকার)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক সপ্তাহ আগেই হানা দেওয়ার কথা ছিল এসটিএফের, অস্ত্রপাচারের খবর নিয়ে তক্কে তক্কে ছিল প্রশাসন। তবে এবার দীর্ঘ কয়েকদিন অপেক্ষার পর টানা নজরদারি চালিয়ে এসটিএফ এর বিশেষ বাহিনী অণ্ডাল থানা এলাকার অণ্ডাল স্টেশন থেকে ওই কারবারিকে গ্রেফতার করে।( ছবি ও তথ্য :দীপিকা সরকার)
advertisement
3/6
এসটিএফ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ ১০টি দেশি পিস্তল-সহ পাচারকারী আশরাফুল আনসারীকে হাতেনাতে ধরে ফেলে এসটিএফ। এই সকল আগ্নেয়াস্ত্র অণ্ডালের পথ দিয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়ার কাজ করছিল ওই অস্ত্র কারবারি।( ছবি ও তথ্য :দীপিকা সরকার)
এসটিএফ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ ১০টি দেশি পিস্তল-সহ পাচারকারী আশরাফুল আনসারীকে হাতেনাতে ধরে ফেলে এসটিএফ। এই সকল আগ্নেয়াস্ত্র অণ্ডালের পথ দিয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়ার কাজ করছিল ওই অস্ত্র কারবারি।( ছবি ও তথ্য :দীপিকা সরকার)
advertisement
4/6
সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে অস্ত্র কারবারি আশরাফুল জানায়, অস্ত্রগুলি অণ্ডালের উখড়া এলাকায় পৌঁছানোর কথা ছিল। এই সময় এসটিএফ টানা জিজ্ঞাসাবাদ করছে জানার প্রচেষ্টা চালাচ্ছে কোথা থেকে কি উদ্দেশ্যে এই সকল অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল! ( ছবি ও তথ্য: দীপিকা সরকার)
সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে অস্ত্র কারবারি আশরাফুল জানায়, অস্ত্রগুলি অণ্ডালের উখড়া এলাকায় পৌঁছানোর কথা ছিল। এই সময় এসটিএফ টানা জিজ্ঞাসাবাদ করছে জানার প্রচেষ্টা চালাচ্ছে কোথা থেকে কি উদ্দেশ্যে এই সকল অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল! ( ছবি ও তথ্য: দীপিকা সরকার)
advertisement
5/6
উখড়া এলাকায় কার কাছে এই অস্ত্রগুলি যাচ্ছিল তার অনুসন্ধানেও নামছে এসটিএফ-সহ অণ্ডাল থানার পুলিশ।এসটিএফ এর অতর্কিতে এই অভিযানের জেরে একটা বড়সড় নাশকতার হাত থেকে এলাকা রক্ষা পেল বলেই দাবি করছেন অভিজ্ঞ মহল।( ছবি ও তথ্য: দীপিকা সরকার)
উখড়া এলাকায় কার কাছে এই অস্ত্রগুলি যাচ্ছিল তার অনুসন্ধানেও নামছে এসটিএফ-সহ অণ্ডাল থানার পুলিশ।এসটিএফ এর অতর্কিতে এই অভিযানের জেরে একটা বড়সড় নাশকতার হাত থেকে এলাকা রক্ষা পেল বলেই দাবি করছেন অভিজ্ঞ মহল।( ছবি ও তথ্য: দীপিকা সরকার)
advertisement
6/6
এসটিএফ ধৃতকে হেফাজতে নিয়ে আগ্নেয়াস্ত্র কারবারি চক্রের তল্লাশি শুরু করবে বলে জানা গিয়েছে।(ছবি ও তথ্য দীপিকা সরকার)
এসটিএফ ধৃতকে হেফাজতে নিয়ে আগ্নেয়াস্ত্র কারবারি চক্রের তল্লাশি শুরু করবে বলে জানা গিয়েছে।(ছবি ও তথ্য দীপিকা সরকার)
advertisement
advertisement
advertisement