Durga Puja 2025: বাইক নিয়ে পুজোয় ঘুরবেন? সাবধান! 'এমন জিনিস' বাইকে লাগানো থাকলেই এবার ধরবে পুলিশ!
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
Bikes : আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বাইকে মডিফায়েড সাইলেন্সার লাগিয়েছেন? এবার আপনার বাইকও আটক করতে পারে পুলিশ। দুর্গা পুজোর আগে সাবধান।
আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মডিফায়েড সাইলেন্সার লাগানো বাইক চালাচ্ছেন? আবার সেই বাইক নিয়ে পুজো দেখার প্ল্যান করছেন? তাহলে সতর্ক থাকুন, আপনার বাইকও আটক করতে পারে পুলিশ। পুজোর আগে একদল যুবক বিকট শব্দের সাইলেন্সার লাগিয়ে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। এবার বিষয়টিকে গুরুত্ব দিয়ে কঠোর পদক্ষেপ পুলিশের। অভিযান চালিয়ে এই ধরনের বাইকগুলো আটক করা হচ্ছে।
advertisement
দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের রামনগর থানা এলাকায় সবচেয়ে বেশি করে অভিযান চালানো হচ্ছে। বিকট শব্দযুক্ত মডিফায়েড সাইলেন্সারযুক্ত বাইক দেখলেই আটক করা হচ্ছে। শুধু দিঘার রাস্তায় নয়, জেলা জুড়েও এই অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পর্যটক ও স্থানীয়দের সুবিধার জন্য বিশেষ অভিযান চালানো হচ্ছে। চালকরা সতর্ক না হলে কঠোর ব্যবস্থা না হবে বলে জানা গেছে।
advertisement
নিয়মানুযায়ী মোটরবাইকের সাইলেন্সারের শব্দ সর্বোচ্চ ৮০ ডেসিবেল হতে পারে। সম্প্রতি দেখা যাচ্ছে, অনেক বাইক চালক কোম্পানির দেওয়া সাইলেন্সার খুলে বিকট শব্দের সাইলেন্সার বসাচ্ছেন। কাঁথি থেকে দিঘা পর্যন্ত রামনগর থানা এলাকায় এই ধরনের বাইক বেশি দেখা যাচ্ছে। এটা তাদের কাছে শক্তি আর ক্ষমতা প্রদর্শনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। প্রতিবাদ করলে উন্মুক্ত এই যুবক দল তাদের সঙ্গে শুরু করছে বাদানুবাদ, হাতাহাতি।
advertisement
রামনগর থানার এলাকায় সবচেয়ে বেশি মডিফায়েড সাইলেন্সার ব্যবহার হচ্ছে। শোরুম থেকে বাইক কেনার পর সংশ্লিষ্ট কোম্পানির সাইলেন্সার খুলে বিকট আওয়াজের সাইলেন্সার লাগানো হচ্ছে। যুবকেরা এটি শক্তি এবং ক্ষমতা প্রদর্শনের জন্য ব্যবহার করছেন। পুলিশ সূত্রে জানা গেছে, এই অভিযান লাগাতার চলবে। যারা এইসব বাইক নিয়ে দিঘা আসছেন বা পুজো দেখার প্ল্যান করছেন তাদের বাইকও আটক করা হতে পারে।
advertisement
কিছুদিন ধরেই পুলিশের কাছে অভিযোগ আসছিল। অভিযোগ পাওয়ার পর এক সপ্তাহ ধরে ট্রাফিক পুলিশ অভিযান চালিয়েছে। এখন পর্যন্ত আটটি মোটরবাইক আটক করেছে রামনগর থানার ট্রাফিক পুলিশ। আটক বাইক থেকে বিকট আওয়াজযুক্ত সাইলেন্সার খুলে সঠিক শব্দযুক্ত সাইলেন্সার বসানো হয়েছে। চালকদের সচেতন করে মুচলেখাও নেওয়া হয়েছে। পরবর্তীতে একই ধরনের লঙ্ঘন হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) শ্যামল মণ্ডল বলেন, "সবচেয়ে বেশি মডিফায়েড সাইলেন্সার ব্যবহার করা হচ্ছে রামনগরে। চালকদের সতর্ক করে সাইলেন্সার খুলে নেওয়া হয়েছে। সঠিক সাইলেন্সার লাগানোর পর বাইক গুলি পুনরায় চালকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। মুচলেখাও না হচ্ছে। তাঁদের বলা হচ্ছে, পরবর্তীকালে আবার একই দোষ করলে আইনি পদক্ষেপ করা হবে। এবার পুজোয় এই অভিযান টানা চলবে।”
advertisement
নিয়ম অনুয়ায়ী, কেন্দ্রীয় মোটর-যান বিধিমালা (সিএমভিআর) দ্বারা নির্ধারিত শব্দের মাত্রা ৮০ ডেসিবলের (এ) বেশি হতে পারে না। শুধুমাত্র মোটরবাইকের সঙ্গে থাকা 'স্টক সাইলেন্সার'ই বৈধ। পরিবর্তিত সাইলেন্সার প্রায়ই ৮০ ডেসিবেলের বেশি শব্দ করে, যা অবৈধ। মোটরসাইকেলে শব্দের মাত্রা বাড়ালে বা সাইলেন্সার পরিবর্তন করলে ভারতীয় মোটরযান আইন, ১৯৮৮ এর ধারা ১৯০ (২) অনুযায়ী ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।