

এই মুহূর্তটির দিকেই তাকিয়ে ছিলেন গোটা রাজ্যের মানুষ৷ মেদিনীপুরের কলেজ ময়দানে সকাল থেকে জমছিল অসংখ্য মানুষের ভিড়৷ বেলা পৌনে তিনটে নাগাদ অবশেষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত থেকে বিজেপি-র পতাকা তুলে নিলেন শুভেন্দু অধিকারী৷


এ দিন বেলা ২ টোর কিছু পরে মেদিনীপুরের সভাস্থলে পৌঁছন শুভেন্দু অধিকারী৷ প্রায় একই সময়ে এসে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ মঞ্চে ওঠার আগে কয়েক মিনিট দু' জনের মধ্যে কথাও হয়৷


একসঙ্গে মঞ্চে উঠে শুভেন্দু হাত ধরে জনতার সামনে আসেন অমিত শাহ৷ শুভেন্দুও প্রণাম করেন অমিত শাহকে৷ শুভেন্দুকে বুকে জড়িয়ে ধরেন অমিত শাহ৷


শুভেন্দু বলেন, অমিত শাহের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক তাঁর৷ অমিত শাহকে বড় ভাই বলে সম্বোধন করেন তিনি৷ তিনি আরও বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার অমিত শাহই তাঁর খোঁজ নিয়েছিলেন৷ তাঁর পুরোন দল তৃণমূলের কেউ খোঁজ নেয়নি৷