East Bardhaman Tourism: ইতিহাসের গন্ধ মাখা বর্ধমান ঘুরতে যাওয়ার আনন্দ বাড়বে কয়েকগুণ! হাতে এল জমি, বিপ্লবী রাসবিহারী বসুকে নিয়ে বড় পরিকল্পনা প্রশাসনের
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
অবশেষে প্রশাসনের হাতে এল বিপ্লবী রাসবিহারী ঘোষের বসবতবাড়ি সহ সাড়ে এগারো কাঠা সম্পত্তি। দীর্ঘদিনের চেষ্টার পর অবশেষে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজ্যপালের নামে খণ্ডঘোষের তোড়কোনা গ্রামের বিপ্লবী রাসবিহারী ঘোষের সম্পত্তির একাংশকে তুলে দেওয়া হল।
অবশেষে প্রশাসনের হাতে এল বিপ্লবী রাসবিহারী ঘোষের বসবতবাড়ি সহ সাড়ে ১১ কাঠা সম্পত্তি। দীর্ঘদিনের চেষ্টার পর অবশেষে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজ্যপালের নামে খণ্ডঘোষের তোড়কোনা গ্রামের বিপ্লবী রাসবিহারী ঘোষের সম্পত্তির একাংশকে তুলে দেওয়া হল। আনুষ্ঠানিকভাবে এদিন রাসবিহীরা ঘোষ ট্রাষ্ট কমিটির পক্ষে সেবাইত পঞ্চানন দত্ত প্রায় সাড়ে ১১ কাঠা জায়গা সহ রাসবিহারী ঘোষের বাড়ির দলিল তুলে দিলেন রাজ্যপালের পক্ষে জেলাশাসক আয়েষা রাণী এ.-র হাতে। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
advertisement
এদিন পঞ্চানন দত্ত জানিয়েছেন, ১৯৮৩ সাল থেকে তাঁরা চেষ্টা করে আসছিলেন সরকারের হাতে এই জমি তুলে দিয়ে তা সংরক্ষণ করার জন্য। অবশেষে অনেক দেরি হলেও কিছুটা তাঁরা এদিন করতে পারলেন। রাসবিহারী ঘোষের প্রায় ২০০০ বিঘে সম্পত্তি ছিল। সেই সম্পত্তির অনেকটাই বেদখল হয়ে গেছে। অনেক লড়াই সংগ্রাম করে তাঁরা এই অংশটুকু আগলে রাখতে পেরেছিলেন।
advertisement
advertisement
এদিন জেলাশাসক জানিয়েছেন, ইতিমধ্যেই আর্কেলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এবং রাজ্য সরকারের হেরিটেজ কমিশনের প্যানেলভুক্ত আর্কিটেকচাররা এই বাড়ি দেখে গেছেন। তাঁদের পরামর্শ মত কীভাবে ওই বাড়িটিকে সংরক্ষণ করা যায় তার উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে রাসবিহারী ঘোষের ইতিহাস নিয়ে করা হবে মিউজিয়াম বা সংগ্রশালা। ভবিষ্যত প্রজন্মের কাছে রাসবিহারী ঘোষের ইতিহাস তুলে ধরার লক্ষ্য নিয়ে সাজিয়ে তোলা হবে গোটা এলাকা।
advertisement
বেদখল বা জবরদখল হওয়া সম্পত্তির বিষয়ে জেলাশাসক জানিয়েছেন, প্রয়োজনীয় নথির খোঁজখবর চলছে, এব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু পেলেই তাঁরা ব্যবস্থা নেবেন। এরই পাশাপাশি জেলার আরও যে সমস্ত বিপ্লবী বা মনীষীদের সম্পত্তি বেদখল হয়ে গেছে সেগুলি পুনরুদ্ধারের প্রশ্নেও এদিন জেলাশাসক জানিয়েছেন, সঠিক তথ্য পেলেই তাঁরা ব্যবস্থা নেবেন। এদিন এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খণ্ডঘোষের বিধায়ক নবীন বাগ, অতিরিক্ত জেলাশাসক (পর্যটন) প্রতীক কুমার সিং, জেলা পুলিশ সুপার সায়ক দাস প্রমুখরাও। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)