Boro Maa Naihati: 'অনুব্রত মণ্ডলকে...', সাতসকালে নৈহাটির বড়মার মন্দিরে শতাব্দী রায়, পুজো দিতে বললেন...
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Boro Maa Naihati: সকালে নৈহাটি বড়মা মন্দিরে পৌঁছান বীরভূমের সাংসদ। ভক্তিভরে পুজো দেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শতাব্দী জানান, প্রথমবার বড়মার দর্শন পেলাম। এত মানুষের ভিড়, ভক্তি দেখে মন ভরে গেল।
advertisement
advertisement
advertisement
*এদিন সকালে নৈহাটি বড়মা মন্দিরে পৌঁছান বীরভূমের সাংসদ। ভক্তিভরে পুজো দেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শতাব্দী জানান, প্রথমবার বড়মার দর্শন পেলাম। এত মানুষের ভিড়, ভক্তি দেখে মন ভরে গেল। তিনি জানান, নতুন ছবি ‘বাৎসরিক’ মুক্তির পর এই পুজো তাঁর কাছে একান্তই মানসিক শান্তি ও আশীর্বাদ লাভের পর্ব।
advertisement
*ছবির গল্প ঘিরে রয়েছে একটি পরিবারকে কেন্দ্র করে। পারিবারিক টানাপড়েন, দ্বন্দ্ব এবং রহস্যঘন পরিসরেই গড়ে উঠেছে এই থ্রিলার। ছবিতে শতাব্দী রায়ের চরিত্রের নাম ‘স্বপ্না’। তাঁর সঙ্গে রয়েছেন ঋতাভরী চক্রবর্তী, যিনি আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। পারিবারিক আবহে গড়ে ওঠা এই থ্রিলার দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে বলেই আশা প্রকাশ করেন অভিনেত্রী।
advertisement