Boro Maa Naihati: 'অনুব্রত মণ্ডলকে...', সাতসকালে নৈহাটির বড়মার মন্দিরে শতাব্দী রায়, পুজো দিতে বললেন...

Last Updated:
Boro Maa Naihati: সকালে নৈহাটি বড়মা মন্দিরে পৌঁছান বীরভূমের সাংসদ। ভক্তিভরে পুজো দেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শতাব্দী জানান, প্রথমবার বড়মার দর্শন পেলাম। এত মানুষের ভিড়, ভক্তি দেখে মন ভরে গেল।
1/6
*নৈহাটির বড় মা কালীর মন্দিরে বাৎসরিক সিনেমা মুক্তির পর, সাফল্য কামনা করে পুজো দিলেন সাংসদ-অভিনেত্রী শতাব্দী রায়।
*নৈহাটির বড় মা কালীর মন্দিরে বাৎসরিক সিনেমা মুক্তির পর, সাফল্য কামনা করে পুজো দিলেন সাংসদ-অভিনেত্রী শতাব্দী রায়।
advertisement
2/6
*রাজনীতিতে প্রবেশের পর থেকেই তিনি এতটাই ব্যস্ত হয়ে পড়েন, যে অভিনয় জগতে আর দেখা যায়নি সেভাবে। চারবারের সাংসদ হওয়ার পরেও থামেনি তাঁর অভিনয় জীবন। বহুদিন পর ফের বড়পর্দায় ফিরলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায়।
*রাজনীতিতে প্রবেশের পর থেকেই তিনি এতটাই ব্যস্ত হয়ে পড়েন, যে অভিনয় জগতে আর দেখা যায়নি সেভাবে। চারবারের সাংসদ হওয়ার পরেও থামেনি তাঁর অভিনয় জীবন। বহুদিন পর ফের বড়পর্দায় ফিরলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায়।
advertisement
3/6
*শুক্রবার মুক্তি পেয়েছে তাঁর অভিনীত থ্রিলার ছবি ‘বাৎসরিক’। এই ছবিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন অভিনেত্রী। তাই মুক্তির পরেই ছবির সাফল্য কামনা করে পুজো দিলেন নৈহাটির বিখ্যাত বড়মা কালী মন্দিরে।
*শুক্রবার মুক্তি পেয়েছে তাঁর অভিনীত থ্রিলার ছবি ‘বাৎসরিক’। এই ছবিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন অভিনেত্রী। তাই মুক্তির পরেই ছবির সাফল্য কামনা করে পুজো দিলেন নৈহাটির বিখ্যাত বড়মা কালী মন্দিরে।
advertisement
4/6
*এদিন সকালে নৈহাটি বড়মা মন্দিরে পৌঁছান বীরভূমের সাংসদ। ভক্তিভরে পুজো দেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শতাব্দী জানান, প্রথমবার বড়মার দর্শন পেলাম। এত মানুষের ভিড়, ভক্তি দেখে মন ভরে গেল। তিনি জানান, নতুন ছবি ‘বাৎসরিক’ মুক্তির পর এই পুজো তাঁর কাছে একান্তই মানসিক শান্তি ও আশীর্বাদ লাভের পর্ব।
*এদিন সকালে নৈহাটি বড়মা মন্দিরে পৌঁছান বীরভূমের সাংসদ। ভক্তিভরে পুজো দেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শতাব্দী জানান, প্রথমবার বড়মার দর্শন পেলাম। এত মানুষের ভিড়, ভক্তি দেখে মন ভরে গেল। তিনি জানান, নতুন ছবি ‘বাৎসরিক’ মুক্তির পর এই পুজো তাঁর কাছে একান্তই মানসিক শান্তি ও আশীর্বাদ লাভের পর্ব।
advertisement
5/6
*ছবির গল্প ঘিরে রয়েছে একটি পরিবারকে কেন্দ্র করে। পারিবারিক টানাপড়েন, দ্বন্দ্ব এবং রহস্যঘন পরিসরেই গড়ে উঠেছে এই থ্রিলার। ছবিতে শতাব্দী রায়ের চরিত্রের নাম ‘স্বপ্না’। তাঁর সঙ্গে রয়েছেন ঋতাভরী চক্রবর্তী, যিনি আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। পারিবারিক আবহে গড়ে ওঠা এই থ্রিলার দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে বলেই আশা প্রকাশ করেন অভিনেত্রী।
*ছবির গল্প ঘিরে রয়েছে একটি পরিবারকে কেন্দ্র করে। পারিবারিক টানাপড়েন, দ্বন্দ্ব এবং রহস্যঘন পরিসরেই গড়ে উঠেছে এই থ্রিলার। ছবিতে শতাব্দী রায়ের চরিত্রের নাম ‘স্বপ্না’। তাঁর সঙ্গে রয়েছেন ঋতাভরী চক্রবর্তী, যিনি আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। পারিবারিক আবহে গড়ে ওঠা এই থ্রিলার দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে বলেই আশা প্রকাশ করেন অভিনেত্রী।
advertisement
6/6
*শতাব্দী রায়কে দেখতে ও ছবি তুলতে মন্দির চত্বরে ভিড় করেন সাধারণ মানুষ। তবে রাজনীতির প্রসঙ্গ উঠতেই অনুব্রত মণ্ডলের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তিনি সংক্ষেপে জানান, এ বিষয়টি নিয়ে যা দেখার দল দেখছে।
*শতাব্দী রায়কে দেখতে ও ছবি তুলতে মন্দির চত্বরে ভিড় করেন সাধারণ মানুষ। তবে রাজনীতির প্রসঙ্গ উঠতেই অনুব্রত মণ্ডলের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তিনি সংক্ষেপে জানান, এ বিষয়টি নিয়ে যা দেখার দল দেখছে।
advertisement
advertisement
advertisement