School : পরীক্ষা চলছিল স্কুলে, তখনই বিকট শব্দ! অল্পের জন্য প্রাণে বাঁচলেন শিক্ষক! আতঙ্কিত পড়ুয়ারা

Last Updated:
Schools- বিদ্যালয়ের সহ-শিক্ষক শেখ আসগর আলি জানান, আজ পরীক্ষা চলাকালীন চাঙর ভেঙে পড়ে । চেয়ারের উপর পড়েছে, আমি সেই সময় ছাত্র-ছাত্রীদের খাতা দিচ্ছিলাম। তাই অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। বর্ধমান ১ নং ব্লকের বিডিও রজনীশ কুমার যাদব জানান, স্কুলের কিছু কাজ করা হয়েছে, বাকি কাজ খুব তাড়াতাড়ি করা হবে।
1/5
পরীক্ষা চলাকালীন চুপচাপ ক্লাসে হঠাৎ বিকট শব্দ!বরাতজোরে রক্ষা শিক্ষক থেকে ছাত্র-ছাত্রীদের।তৃতীয় শ্রেণীর পরীক্ষা চলাকালীন ভেঙে পড়লো ছাদের চাঙর,ঘটনায় একপ্রকার আতঙ্কিত শিক্ষক থেকে ছাত্রছাত্রীরা।আতঙ্কে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
পরীক্ষা চলাকালীন সব চুপচাপ। ক্লাসে হঠাৎ বিকট শব্দ! বরাতজোরে রক্ষা শিক্ষক থেকে ছাত্র-ছাত্রীদের। তৃতীয় শ্রেণীর পরীক্ষা চলাকালীন ভেঙে পড়ল ছাদের চাঙর, ঘটনায় একপ্রকার আতঙ্কিত শিক্ষক থেকে ছাত্রছাত্রীরা। আতঙ্কে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
advertisement
2/5
ক্লাসরুমের ভিতরে ছাদের বেহাল অবস্থা। মাঝেমধ্যে খসে পড়ছে ছাদের চাঙর।জায়গায় জায়গায় পলেস্তারা খসে পরেছে।তারই মধ্যেই চলে পঠন-পাঠন । বৃহস্পতিবার ক্লাসে পরীক্ষা চকাকালীন খসে পরে চাঙর।
ক্লাসরুমের ভিতরে ছাদের বেহাল অবস্থা। মাঝে মধ্যেই খসে পড়ছে ছাদের চাঙর। জায়গায় জায়গায় পলেস্তারা খসে পড়েছে। তারই মধ্যেই চলে পঠন-পাঠন। বৃহস্পতিবার ক্লাসে পরীক্ষা চকাকালীন খসে পরে চাঙর।
advertisement
3/5
অভিভাবকদের অভিযোগ,ছেলেমেয়েদের স্কুলে পাঠিয়ে আতঙ্কে থাকি। জয়শ্রী বারি বলেন, অনেকদিনকার পুরনো স্কুল পরীক্ষা চলাকালীন আজ স্কুলের ছাদের চাঙর ছেড়ে পরেছে। আমরা আতঙ্কিত। ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে ইচ্ছাও করছে না আর ওরাও স্কুলে যেতে চাইছে না ভয়। গ্রামে এই একটি প্রাইমারি স্কুল, অন্য স্কুল আছে কিন্তু সেটি অন্য গ্রামে।
অভিভাবকদের অভিযোগ, ছেলেমেয়েদের স্কুলে পাঠিয়ে আতঙ্কে থাকি। জয়শ্রী বারি বলেন, অনেকদিন পর পুরনো স্কুলে পরীক্ষা চলাকালীন আজ স্কুলের ছাদের চাঙর ভেঙে পড়েছে। আমরা আতঙ্কিত। ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে ইচ্ছেও করছে না। আর ওরাও স্কুলে যেতে চাইছে না ভয়ে। গ্রামে এই একটি প্রাইমারি স্কুল, অন্য স্কুল আছে, কিন্তু সেটি অন্য গ্রামে।
advertisement
4/5
বর্ধমান ১ নং ব্লকের সদর পশ্চিমচক্রের জিয়াড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা।বেহাল অবস্থার কথা বিভিন্নস্তরে জানিয়েও হাল ফেরেনি স্কুলের দাবী শিক্ষকদের।বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলছে পঠনপাঠন।বিদ্যালয় সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার বিদ্যালয়ে পরীক্ষা ছিল।তৃতীয় শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের পরীক্ষা চলাকালীন ভেঙে পড়ে শ্রেণী কক্ষের ছাদের চাঙর।
বর্ধমান ১ নং ব্লকের সদর পশ্চিমচক্রের জিয়াড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। বেহাল অবস্থার কথা বিভিন্ন স্তরে জানিয়েও হাল ফেরেনি স্কুলের, দাবী শিক্ষকদের। বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলছে পঠনপাঠন। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিদ্যালয়ে পরীক্ষা ছিল। তৃতীয় শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের পরীক্ষা চলাকালীন ভেঙে পড়ে শ্রেণী কক্ষের ছাদের চাঙর।
advertisement
5/5
বিদ্যালয়ের সহ শিক্ষক শেখ আসগর আলি জানান, আজকে ছেলেদের পরীক্ষা চলছিল পরীক্ষা চলাকালীন ছাদ থেকে চাঙ্গর ভেঙ্গে পড়ে। ভেঙ্গে আমার চেয়ারের উপরে পড়েছে আমি সেই সময় ছাত্র-ছাত্রীদের খাতা দিচ্ছিলাম তাই অল্পের জন্য বেঁচে গেছি।বর্ধমান ১ নং ব্লকের বিডিও রজনীশ কুমার যাদব জানান,স্কুলের কিছু কাজ করা হয়েছে,বাকী কাজ খুব তাড়াতাড়ি করা হবে। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
বিদ্যালয়ের সহ-শিক্ষক শেখ আসগর আলি জানান, আজ পরীক্ষা চলাকালীন চাঙর ভেঙে পড়ে । চেয়ারের উপর পড়েছে, আমি সেই সময় ছাত্র-ছাত্রীদের খাতা দিচ্ছিলাম। তাই অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। বর্ধমান ১ নং ব্লকের বিডিও রজনীশ কুমার যাদব জানান, স্কুলের কিছু কাজ করা হয়েছে, বাকি কাজ খুব তাড়াতাড়ি করা হবে। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
advertisement
advertisement
advertisement