School : পরীক্ষা চলছিল স্কুলে, তখনই বিকট শব্দ! অল্পের জন্য প্রাণে বাঁচলেন শিক্ষক! আতঙ্কিত পড়ুয়ারা
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
Schools- বিদ্যালয়ের সহ-শিক্ষক শেখ আসগর আলি জানান, আজ পরীক্ষা চলাকালীন চাঙর ভেঙে পড়ে । চেয়ারের উপর পড়েছে, আমি সেই সময় ছাত্র-ছাত্রীদের খাতা দিচ্ছিলাম। তাই অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। বর্ধমান ১ নং ব্লকের বিডিও রজনীশ কুমার যাদব জানান, স্কুলের কিছু কাজ করা হয়েছে, বাকি কাজ খুব তাড়াতাড়ি করা হবে।
advertisement
advertisement
অভিভাবকদের অভিযোগ, ছেলেমেয়েদের স্কুলে পাঠিয়ে আতঙ্কে থাকি। জয়শ্রী বারি বলেন, অনেকদিন পর পুরনো স্কুলে পরীক্ষা চলাকালীন আজ স্কুলের ছাদের চাঙর ভেঙে পড়েছে। আমরা আতঙ্কিত। ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে ইচ্ছেও করছে না। আর ওরাও স্কুলে যেতে চাইছে না ভয়ে। গ্রামে এই একটি প্রাইমারি স্কুল, অন্য স্কুল আছে, কিন্তু সেটি অন্য গ্রামে।
advertisement
বর্ধমান ১ নং ব্লকের সদর পশ্চিমচক্রের জিয়াড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। বেহাল অবস্থার কথা বিভিন্ন স্তরে জানিয়েও হাল ফেরেনি স্কুলের, দাবী শিক্ষকদের। বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলছে পঠনপাঠন। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিদ্যালয়ে পরীক্ষা ছিল। তৃতীয় শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের পরীক্ষা চলাকালীন ভেঙে পড়ে শ্রেণী কক্ষের ছাদের চাঙর।
advertisement
বিদ্যালয়ের সহ-শিক্ষক শেখ আসগর আলি জানান, আজ পরীক্ষা চলাকালীন চাঙর ভেঙে পড়ে । চেয়ারের উপর পড়েছে, আমি সেই সময় ছাত্র-ছাত্রীদের খাতা দিচ্ছিলাম। তাই অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। বর্ধমান ১ নং ব্লকের বিডিও রজনীশ কুমার যাদব জানান, স্কুলের কিছু কাজ করা হয়েছে, বাকি কাজ খুব তাড়াতাড়ি করা হবে। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)