Drowning incident: আমতায় দুর্ঘটনা! কাজ সেরে বাড়ি ফেরার পথে জলের তোড়ে ভেসে গেল যুবক

Last Updated:
West Bengal news: হাওড়ার আমতায় বড় দুর্ঘটানা। কাজ থেকে বাড়ি ফেরার পথে জলের তোড়ে ভেসে গেলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে।
1/4
বিভিন্ন বাঁধ থেকে জল ছেড়ে দেওয়ায় প্লাবিত হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তারমধ্যে রয়েছে হাওড়া জেলার কিছু অংশও। প্রতীকী ছবি।
বিভিন্ন বাঁধ থেকে জল ছেড়ে দেওয়ায় প্লাবিত হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তারমধ্যে রয়েছে হাওড়া জেলার কিছু অংশও। প্রতীকী ছবি।
advertisement
2/4
হাওড়া জেলার আমতা ব্লকের ঝিকিরার নকুপাড়া এলাকায় কাজ সেরে বাড়ি ফিরছিলেন সমর মাইতি নামের এক যুবক।
হাওড়া জেলার আমতা ব্লকের ঝিকিরার নকুপাড়া এলাকায় কাজ সেরে বাড়ি ফিরছিলেন সমর মাইতি নামের এক যুবক।
advertisement
3/4
সেই সময়েই জলের তোড়ে টাল সামলাতে না পেরে ভেসে তিনি। যদিও এখন ও মৃতদেহের খোঁজ মেলেনি। কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা দল ভেসে যাওয়া যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিভিন্ন এলাকায়। প্রতীকী ছবি৷
সেই সময়েই জলের তোড়ে টাল সামলাতে না পেরে ভেসে তিনি। যদিও এখন ও মৃতদেহের খোঁজ মেলেনি। কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা দল ভেসে যাওয়া যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিভিন্ন এলাকায়। প্রতীকী ছবি৷
advertisement
4/4
জানা গিয়েছে, নিঁখোজ যুবক কলকাতা থেকে আমতা জয়পুর রোড় ধরে পায়ে হেঁটে জল পেড়িয়ে মহাকালপুরে বাড়ি ফিরছিল। সেই সময়েই জলের তোড়ে ভেসে যায় ওই যুবক। প্রতীকী ছবি।
জানা গিয়েছে, নিঁখোজ যুবক কলকাতা থেকে আমতা জয়পুর রোড় ধরে পায়ে হেঁটে জল পেড়িয়ে মহাকালপুরে বাড়ি ফিরছিল। সেই সময়েই জলের তোড়ে ভেসে যায় ওই যুবক। প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement