Shiva Idol: পর্যটকদের জন্য বাড়তি পাওনা! এবার নবদ্বীপধাম ঘুরতে এলে দেখা মিলবে ৮০ ফুটের মহাদেবের

Last Updated:
মন্দির নগরী চৈতন্য ভূমি নবদ্বীপ ধামে পর্যটকদের জন্য আরও একটি দর্শনীয় স্থান সংযোজন। তৈরি হল জেলার সর্ববৃহৎ শিবের মূর্তি!
1/6
মন্দির নগরী চৈতন্য ভূমি নবদ্বীপ ধামে পর্যটকদের জন্য আরও একটি দর্শনীয় স্থান সংযোজন। তৈরি হল রাজ্যের সর্ববৃহৎ শিবের মূর্তি! যা দেখতে ইতোমধ্যেই সাধারণ মানুষের উপচে পড়া ভিড়! (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
মন্দির নগরী চৈতন্য ভূমি নবদ্বীপ ধামে পর্যটকদের জন্য আরও একটি দর্শনীয় স্থান সংযোজন। তৈরি হল জেলার সর্ববৃহৎ শিবের মূর্তি! যা দেখতে ইতিমধ্যেই সাধারণ মানুষের উপচে পড়া ভিড়! (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
2/6
নবদ্বীপ শহরের মনিপুর ঘাট রোড এলাকার এক পাশ দিয়ে বয়ে যাওয়া ভাগীরথী নদীর তীরবর্তী এলাকাটি এখানেই শ্রীশ্রী ১০৮ তিনকরি গোস্বামীর সমাধিস্থল বা গৌরাঙ্গ বিহার- এ তিন করি গোস্বামী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠানিকভাবে উন্মোচন হল রাজ্যের মধ্যে এই প্রথম সর্ববৃহৎ মাটি থেকে আনুমানিক ৮০ ফুট উচ্চতার শিব মূর্তি।
নবদ্বীপ শহরের মনিপুর ঘাট রোড এলাকার এক পাশ দিয়ে বয়ে যাওয়া ভাগীরথী নদীর তীরবর্তী এলাকাটি এখানেই শ্রী শ্রী ১০৮ তিনকরি গোস্বামীর সমাধিস্থল বা গৌরাঙ্গ বিহার-এ তিনকরি গোস্বামী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠানিকভাবে উন্মোচন হল জেলার মধ্যে এই প্রথম সর্ববৃহৎ মাটি থেকে আনুমানিক ৮০ ফুট উচ্চতার শিব মূর্তি।
advertisement
3/6
এই শিব মূর্তির উদ্বোধন করেন শ্রী শ্রী বিনোদবিহারী দাস মহারাজ। এছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপের বহু বিশিষ্ট ব্যক্তিগণ বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্ত সহ বিশিষ্টজনেরা।
এই শিব মূর্তির উদ্বোধন করেন শ্রী শ্রী বিনোদবিহারী দাস মহারাজ। এছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপের বহু বিশিষ্ট ব্যক্তিগণ বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্ত সহ বিশিষ্টজনেরা।
advertisement
4/6
ইতিমধ্যেই বিশালাকৃতির শিবমূর্তি দর্শন করতে দেশের দূরান্ত থেকে অগণিত দর্শনার্থীরা ছুটে আসছেন নবদ্বীপ ধামে। রাতে আলোকসজ্জায় মূর্তির দৃশ্যায়মান হয় আরও সুন্দর।
ইতিমধ্যেই বিশালাকৃতির শিবমূর্তি দর্শন করতে দেশের দূরান্ত থেকে অগণিত দর্শনার্থীরা ছুটে আসছেন নবদ্বীপ ধামে। রাতে আলোকসজ্জায় মূর্তির দৃশ্যায়মান হয় আরও সুন্দর।
advertisement
5/6
এ প্রসঙ্গে তিনকরি গোস্বামীর উত্তরাধিকারী গিরিগোপাল গোস্বামী জানান, তিনকরি গোস্বামীর সমাধিস্থল গৌরাঙ্গ বিহার নামে পরিচিত ওই স্থানে রাজ্যের সর্ববৃহৎ এই শিব বিগ্রহের উদ্বোধন হল।
এ প্রসঙ্গে তিনকরি গোস্বামীর উত্তরাধিকারী গিরিগোপাল গোস্বামী জানান, তিনকরি গোস্বামীর সমাধিস্থল গৌরাঙ্গ বিহার নামে পরিচিত ওই স্থানে জেলার সর্ববৃহৎ এই শিব বিগ্রহের উদ্বোধন হল।
advertisement
6/6
এছাড়াও পরবর্তীকালে ওখানেই আরও একটি রাধামাধবের মন্দির তৈরি করা হবে বলে তিনি জানান। পাশাপাশি এখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এবং উদ্বোধনের দিন এখানে পুজো পাট ও বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সহ অভিষেক অনুষ্ঠিত হয় বলে জন্য যাচ্ছে।
এছাড়াও পরবর্তীকালে ওখানেই আরও একটি রাধামাধবের মন্দির তৈরি করা হবে বলে তিনি জানান। পাশাপাশি এখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এবং উদ্বোধনের দিন এখানে পুজোপাঠ ও বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সহ অভিষেক অনুষ্ঠিত হয় বলে জন্য যাচ্ছে।
advertisement
advertisement
advertisement