৩৬ ফুটের বিশালাকার তিমি দেখতে মন্দারমণির সৈকতে উপচে পড়ল ভিড় !

Last Updated:
মৃত তিমিটি ঠিক কত ফুট লম্বা আর সেটির ওজন কত তা জানতে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন।
1/4
মন্দারমণির সমুদ্র সৈকতে উদ্ধার বিশালাকৃতির তিমি মাছের দেহ৷ ছোটখাটো হাতির মতো চেহারা সম্পন্ন তিমিটি প্রায় ৩৬ ফুট লম্বা!
মন্দারমণির সমুদ্র সৈকতে উদ্ধার বিশালাকৃতির তিমি মাছের দেহ৷ ছোটখাটো হাতির মতো চেহারা সম্পন্ন তিমিটি প্রায় ৩৬ ফুট লম্বা!
advertisement
2/4
রীতিমতো চমকে যাওয়ার মতোই চেহারা ৷ যেমন লম্বা, তেমনই চওড়া তিমি মাছটির ওজনও বিপুল। আজ, সোমবার সাত সকালে মন্দারমণির সৈকতে বিশালাকৃতির সামুদ্রিক তিমি মাছ দেখে চমকে গিয়েছেন সকলেই!
রীতিমতো চমকে যাওয়ার মতোই চেহারা ৷ যেমন লম্বা, তেমনই চওড়া তিমি মাছটির ওজনও বিপুল। আজ, সোমবার সাত সকালে মন্দারমণির সৈকতে বিশালাকৃতির সামুদ্রিক তিমি মাছ দেখে চমকে গিয়েছেন সকলেই!
advertisement
3/4
ইয়া লম্বা তিমি মাছটিকে সমুদ্র সৈকতের উপরেই মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। যার ওজন কয়েক কুইন্টাল হবে। মৃত তিমিটি ঠিক কত ফুট লম্বা আর সেটির ওজন কত তা জানতে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
ইয়া লম্বা তিমি মাছটিকে সমুদ্র সৈকতের উপরেই মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। যার ওজন কয়েক কুইন্টাল হবে। মৃত তিমিটি ঠিক কত ফুট লম্বা আর সেটির ওজন কত তা জানতে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
advertisement
4/4
তাঁদের বক্তব্য, এরকম বিশাল চেহারার তিমি মাছের দর্শন দিঘা-মন্দারমণিতে এর আগে হয়নি। যা দেখে রীতিমতো হইচই শুরু হয়েছে সৈকত শহরে।
তাঁদের বক্তব্য, এরকম বিশাল চেহারার তিমি মাছের দর্শন দিঘা-মন্দারমণিতে এর আগে হয়নি। যা দেখে রীতিমতো হইচই শুরু হয়েছে সৈকত শহরে।
advertisement
advertisement
advertisement