জলে নেমে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললেন। এলাকার বাসিন্দারা বিধায়ককে হাতের কাছে পেয়ে জল নিকাশি ব্যবস্থা উন্নত করার দাবি জানান। অনেক জায়গাতেই ড্রেনেজ সিস্টেম নেই বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। আপাতত বিভিন্ন জায়গায় পাম্প বসিয়ে জল নামানোর চেষ্টা করা হচ্ছে পুরসভার পক্ষ থেকে।
এর ফলে উপকৃত হবেন এই এলাকার বয়স্ক মানুষজন। প্রকল্পের প্রাথমিক লক্ষ্য হিসেবে সোনারপুরের পুর ও গ্রামীণ এলাকার বৃদ্ধাশ্রমগুলিতে গিয়ে ভ্যাকসিন দেওয়া হয়। এলাকার ১০টি বৃদ্ধাশ্রমের ২০০ জন আবাসিককে প্রথম দিনেই ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে আবেদনের ভিত্তিতে এলাকাভিত্তিক বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন নেওয়ার কাজ হবে বলে জানান বিধায়ক। শুধুমাত্র বয়স্করাই পাবেন এই পরিষেবা।