Bagha Katla: টকটকে লাল কানকো, লাফাচ্ছে ২০ কেজির জ্যান্ত কাতলা, ইলিশ নেই তো কী মালামাল জেলে
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Bagha Katla: ইলিশ ধরা জালে ও কী! ২০ কেজির কাতলা দেখে চক্ষু চড়কগাছ, দাম উঠল তরতরিয়ে
advertisement
advertisement
advertisement
এখন গঙ্গায় ইলিশের দেখা নেই বললেই চলে। তাও কোন কোন সময়ে মাঝিদের জালে ইলিশ ধরা পড়ছে। সেই ইলিশের আশায় ডিঙ্গি নিয়ে গঙ্গায় চোষে বেড়াচ্ছে মাঝিরা। কিন্তু ইলিশের দেখা নেই বললেই চলে। তবে ইলিশের বদলে জালে ধরা পড়ছে ১০, ১৫, ২০ কেজির ওজনের বিশাল বিশাল কাতলা মাছ। সেই জ্যান্ত কাতলা মাছের খবর ছড়িয়ে পড়তেই খদ্দের সেজে গঙ্গা পারে মাছ কেনার আশায় ভিড় জমাচ্ছেন এলাকার উৎসুক সাধারণ মানুষ।
advertisement
advertisement
advertisement
অজয় বিশ্বাস নামে এক মাছ ব্যবসায়ী জানালেন, এখন গঙ্গায় ইলিশ নেই, সেই জায়গায় এখন প্রায় সময় ইলিশের জালে ১০ থেকে ১৫ এমনকি ২০ কেজি ওজনের কাতলা মাছ ধরা পড়ছে। এরপরে আস্তে আস্তে বড় বড় কাতলা এবং বাঘাল মাছ জালে ধরা পড়বে। সেই কাতলা মাছ এখন বাজারে ৬০০ থেকে ৬৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে বলে জানালেন তিনি। Input- Kaushik Adhikary






