Durga Puja Travel: পুজোর ছুটি কাটুক মৌসুনি দ্বীপে! সমুদ্রের খোলা হাওয়া! টেন্ট হাউস! খরচ নাম-মাত্র!

Last Updated:
Durga Puja Travel: হাতে খুবই কম সময়। পুজোর ছুটিতে গোয়া কিংবা আন্দামানে যাওয়ার মত সময় নেই! চিন্তার কিছু নেই! খুব কম খরচে পৌঁছে যান মৌসুনি দ্বীপে। থাকুন টেন্টে! সমুদ্র ছুঁয়ে যাবে পা! রইল বিস্তারিত
1/6
 হাতে খুবই কম সময়। পুজোর ছুটিতে গোয়া কিংবা আন্দামানে যাওয়ার মত সময় বের করতে পারছেন না! তাহলে চলে আসুন মৌসুনি দ্বীপে। উপভোগ করে যান এই নির্জন দ্বীপকে‌।   (লেখা ও ছবি : নবাব মল্লিক)
হাতে খুবই কম সময়। পুজোর ছুটিতে গোয়া কিংবা আন্দামানে যাওয়ার মত সময় বের করতে পারছেন না! তাহলে চলে আসুন মৌসুনি দ্বীপে। উপভোগ করে যান এই নির্জন দ্বীপকে‌। (লেখা ও ছবি : নবাব মল্লিক)
advertisement
2/6
এই দ্বীপে পৌঁছাতে হলে আপনাকে প্রথমে আসতে হবে নামখানাতে। শিয়ালদহ থেকে নামখানা ভাড়া ২৫ টাকা। এরপর সেখান থেকে আপনাকে আসতে হবে সাতমাইল বাজার। সেজন‍্য নামখানা বাসস্ট‍্যান্ড থেকে একাধিক গাড়ি পেয়ে যাবেন আপনি। সময় লাগবে ৩০ মিনিট।  এরপর মৌসুনীতে পৌঁছাতে হলে আপনাকে চিনাই নদী পের হতে হবে। দুটি খেয়াঘাট থেকে আপনি যেতে পারেন মৌসুনিতে। বাগডাঙ্গা ও হুজ্জুতের ঘাট পার করলেই আপনি পা রাখবেন মৌসুনিতে। নৌকাভাড়া মাত্র ৩ টাকা।   (লেখা ও ছবি : নবাব মল্লিক)
এই দ্বীপে পৌঁছাতে হলে আপনাকে প্রথমে আসতে হবে নামখানাতে। শিয়ালদহ থেকে নামখানা ভাড়া ২৫ টাকা। এরপর সেখান থেকে আপনাকে আসতে হবে সাতমাইল বাজার। সেজন‍্য নামখানা বাসস্ট‍্যান্ড থেকে একাধিক গাড়ি পেয়ে যাবেন আপনি। সময় লাগবে ৩০ মিনিট। এরপর মৌসুনীতে পৌঁছাতে হলে আপনাকে চিনাই নদী পের হতে হবে। দুটি খেয়াঘাট থেকে আপনি যেতে পারেন মৌসুনিতে। বাগডাঙ্গা ও হুজ্জুতের ঘাট পার করলেই আপনি পা রাখবেন মৌসুনিতে। নৌকাভাড়া মাত্র ৩ টাকা। (লেখা ও ছবি : নবাব মল্লিক)
advertisement
3/6
এরপর সেখান থেকে সোজা টোটোতে চেপে সি বিচ। টোটো ভাড়া আপনার লাগতে পারে ৩০ থেকে ৫০ টাকা। এখানে আসলে আপনি উপভোগ করতে পারেন নির্জন সমুদ্র সৈকত। (লেখা ও ছবি : নবাব মল্লিক)
এরপর সেখান থেকে সোজা টোটোতে চেপে সি বিচ। টোটো ভাড়া আপনার লাগতে পারে ৩০ থেকে ৫০ টাকা। এখানে আসলে আপনি উপভোগ করতে পারেন নির্জন সমুদ্র সৈকত। (লেখা ও ছবি : নবাব মল্লিক)
advertisement
4/6
এছাড়াও আপনি সমুদ্র সৈকতে টেন্টে থাকতে পারবেন।   তবে এখনে আসার আগে আপনাকে সপ্তাহ খানেক আগে থেকেই ক‍্যম্প অথবা রিসর্ট বুকিং করতে হবে। ভাড়া পড়বে মাথাপিছু ১৪০০ থেকে ১৬০০ টাকা। (লেখা ও ছবি : নবাব মল্লিক)
এছাড়াও আপনি সমুদ্র সৈকতে টেন্টে থাকতে পারবেন। তবে এখনে আসার আগে আপনাকে সপ্তাহ খানেক আগে থেকেই ক‍্যম্প অথবা রিসর্ট বুকিং করতে হবে। ভাড়া পড়বে মাথাপিছু ১৪০০ থেকে ১৬০০ টাকা। (লেখা ও ছবি : নবাব মল্লিক)
advertisement
5/6
এখানে আসার আগে থেকে বুকিং না করলে সমস‍্যায় পড়তে পারেন আপনি। ‌  এই বুকিং প‍্যাকেজের মধ‍্যে আপনাকে প্রথমে দেওয়া হবে ওয়েলকাম ড্রিংকস ডাবের জল। দুপেরর লাঞ্চ। বিকাল এবং সন্ধ্যায় স্নাকস। রাত্রে থাকবে ডিনার। আপনাকে আর আলাদা করে কোনো কিছুই করতে হবে না।  তাহলে এবারের পুজোয় আপনি চলে আসুন মৌসুনি দ্বীপে। (লেখা ও ছবি : নবাব মল্লিক)
এখানে আসার আগে থেকে বুকিং না করলে সমস‍্যায় পড়তে পারেন আপনি। ‌ এই বুকিং প‍্যাকেজের মধ‍্যে আপনাকে প্রথমে দেওয়া হবে ওয়েলকাম ড্রিংকস ডাবের জল। দুপেরর লাঞ্চ। বিকাল এবং সন্ধ্যায় স্নাকস। রাত্রে থাকবে ডিনার। আপনাকে আর আলাদা করে কোনো কিছুই করতে হবে না। তাহলে এবারের পুজোয় আপনি চলে আসুন মৌসুনি দ্বীপে। (লেখা ও ছবি : নবাব মল্লিক)
advertisement
6/6
এখান থেকে আপনি কাছাকাছি জম্বুদ্বীপে যেতে পারেন। মৌসুনি দ্বীপে যাওয়ার জন‍্য উপযুক্ত সময় অক্টোবর থেকে মার্চ।   তাহলে এবার পুজোয় আর দেরি না করে চলে আসুন মৌসুনিতে। পুজোর ছুটি কাটানোর একেবারে উপযুক্ত যায়গা এই দ্বীপ আপনাকে নিরাশ করবে না।  ঠিকানা : মৌসুনী দ্বীপ, বালিয়াড়া, নামখানা। পিন - ৭৪৩৩৫৭  (লেখা ও ছবি : নবাব মল্লিক)
এখান থেকে আপনি কাছাকাছি জম্বুদ্বীপে যেতে পারেন। মৌসুনি দ্বীপে যাওয়ার জন‍্য উপযুক্ত সময় অক্টোবর থেকে মার্চ। তাহলে এবার পুজোয় আর দেরি না করে চলে আসুন মৌসুনিতে। পুজোর ছুটি কাটানোর একেবারে উপযুক্ত যায়গা এই দ্বীপ আপনাকে নিরাশ করবে না। ঠিকানা : মৌসুনী দ্বীপ, বালিয়াড়া, নামখানা। পিন - ৭৪৩৩৫৭ (লেখা ও ছবি : নবাব মল্লিক)
advertisement
advertisement
advertisement