মরশুমের শীতলতম দিন, জমে গেল উইকএন্ড

Last Updated:
1/5
কুয়াশার চাদরে মুড়েছে কলকাতা ৷ ময়দান চত্বরের এই ছবিটাই বলে দিচ্ছে আসছে শীত ৷
কুয়াশার চাদরে মুড়েছে কলকাতা ৷ ময়দান চত্বরের এই ছবিটাই বলে দিচ্ছে আসছে শীত ৷
advertisement
2/5
হালকা চাদরটা টেনে নিয়ে ভোরবেলা মনে হল না ঠিক শানাচ্ছে না ৷ তাহলে একদম ঠিকই মনে হচ্ছে এই উইকএন্ডে কলকাতা কাঁপবে যে পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর তা মিলে গেল অক্ষরে অক্ষরে ৷
হালকা চাদরটা টেনে নিয়ে ভোরবেলা মনে হল না ঠিক শানাচ্ছে না ৷ তাহলে একদম ঠিকই মনে হচ্ছে এই উইকএন্ডে কলকাতা কাঁপবে যে পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর তা মিলে গেল অক্ষরে অক্ষরে ৷
advertisement
3/5
ঠান্ডা পড়ছে না ঠিক করে বলে যে কথা শোনা যাচ্ছিল কলকাতার শনিবারের তাপমাত্রা এক ঝটকায় সেখানে নেমে কথাটা মিথ্যে করে দিল ৷ একবছর আগে এই দিনে যে তাপমাত্রার পারদ ছিল এদিন তার থেকেও নেমে যায় পারদ ৷
ঠান্ডা পড়ছে না ঠিক করে বলে যে কথা শোনা যাচ্ছিল কলকাতার শনিবারের তাপমাত্রা এক ঝটকায় সেখানে নেমে কথাটা মিথ্যে করে দিল ৷ একবছর আগে এই দিনে যে তাপমাত্রার পারদ ছিল এদিন তার থেকেও নেমে যায় পারদ ৷
advertisement
4/5
কলকাতায় আজ মরশুমের শীতলতম দিন৷ পারদ নামল ১৫ ডিগ্রির নিচে৷ আজ কলকাতার তাপমাত্রা ১৪.৯ ডিগ্রি ৷
কলকাতায় আজ মরশুমের শীতলতম দিন৷ পারদ নামল ১৫ ডিগ্রির নিচে৷ আজ কলকাতার তাপমাত্রা ১৪.৯ ডিগ্রি ৷
advertisement
5/5
জেলাগুলিতেও নামছে পারদ ৷ রবিরার সকালে আরও কমবে তাপমাত্রা৷ তবে এখনই শীত দীর্ঘস্থায়ী হবে না ৷ কারণ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ ৷ যার জেরে মঙ্গলবার থেক ফের বাড়বে তাপমাত্রা ৷
জেলাগুলিতেও নামছে পারদ ৷ রবিরার সকালে আরও কমবে তাপমাত্রা৷ তবে এখনই শীত দীর্ঘস্থায়ী হবে না ৷ কারণ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ ৷ যার জেরে মঙ্গলবার থেক ফের বাড়বে তাপমাত্রা ৷
advertisement
advertisement
advertisement