পুরুলিয়া : অনেকটাই পরিবর্তন হয়েছে আবহাওয়ার। ভ্যাপসা গরম থেকে অনেকখানি রেহাই পেয়েছে বঙ্গবাসী। রবিবার কলকাতা শহর সহ শহরতলির আশেপাশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। অনেকটাই কমেছে তাপমাত্রা পারদ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আশেপাশে এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকছে।
2/ 7
উত্তরবঙ্গের জেলাগুলি যেমন জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আপাতত দিন পাঁচেক উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।
3/ 7
দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে আগেই। প্রায় সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে সবকটি জেলাতেই ঘণ্টায় ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।
4/ 7
কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আগামী দু থেকে চার দিন এইভাবেই চলবে বলে ওয়েদার আপডেট জানিয়েছে হাওয়া অফিস।
5/ 7
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির মতোই পুরুলিয়া জেলাতেও মাঝে মধ্যেই মেঘলা আকাশ দেখা যাচ্ছে। পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২২ ডিগ্ৰি সেলসিয়াস।
6/ 7
মাঝেমধ্যেই হালকা বৃষ্টি হতে দেখা যাচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে। তীব্র গরমের হাত থেকে অনেকটাই রেহাই পেয়েছে গোটা জেলার মানুষ। তবে এই স্বস্তি যে বেশিদিন থাকবে না তারও পূর্বাভাস মিলেছে।
7/ 7
আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া এমনই থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এই মুহূর্তে তাপপ্রবাহের সতর্কতা নেই। তবে তাপমাত্রার পারদ আবারও চড়বে মে মাসের মাঝামাঝি সময় থেকে বলে জানা গিয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। Input- Sarmistha Banerjee
পুরুলিয়া : অনেকটাই পরিবর্তন হয়েছে আবহাওয়ার। ভ্যাপসা গরম থেকে অনেকখানি রেহাই পেয়েছে বঙ্গবাসী। রবিবার কলকাতা শহর সহ শহরতলির আশেপাশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। অনেকটাই কমেছে তাপমাত্রা পারদ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আশেপাশে এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকছে।
উত্তরবঙ্গের জেলাগুলি যেমন জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আপাতত দিন পাঁচেক উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির মতোই পুরুলিয়া জেলাতেও মাঝে মধ্যেই মেঘলা আকাশ দেখা যাচ্ছে। পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২২ ডিগ্ৰি সেলসিয়াস।
মাঝেমধ্যেই হালকা বৃষ্টি হতে দেখা যাচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে। তীব্র গরমের হাত থেকে অনেকটাই রেহাই পেয়েছে গোটা জেলার মানুষ। তবে এই স্বস্তি যে বেশিদিন থাকবে না তারও পূর্বাভাস মিলেছে।
আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া এমনই থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এই মুহূর্তে তাপপ্রবাহের সতর্কতা নেই। তবে তাপমাত্রার পারদ আবারও চড়বে মে মাসের মাঝামাঝি সময় থেকে বলে জানা গিয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। Input- Sarmistha Banerjee