Cyclone Mocha Rain Alert: ২১০কিমি ঘণ্টা গাস্টিং স্পিডে ল্যান্ডফল মোকার, বাংলাতেও প্রবল ঝড় বৃষ্টি
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
বেশ কিছু জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা, গরমের মধ্যেই হবে তাণ্ডব, রইল লিস্ট, উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই আগামী দু থেকে তিন দিনের মধ্যে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
advertisement
advertisement
advertisement
advertisement
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার মতোই ক্রমাগত পরিবর্তন হচ্ছে পুরুলিয়া জেলার আবহাওয়ার। মাঝে দু থেকে তিন দিন কিছুটা হলেও কমেছিল তাপমাত্রার পারদ রবিবার থেকে ফের আবারও বেড়েছে তাপমাত্রার পারদ। রবিবার পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে হাওয়া অফিস।
advertisement
মাঝে বেশ কিছুদিন ঝড় বৃষ্টির ফলে তীব্র গরমের হাত থেকে অনেকটাই রেহাই পেয়েছিল জেলার মানুষ। সেই স্বস্তির দিন কাটিয়ে পুনরায় তাপ প্রবাহ বইতে শুরু করেছে জেলা জুড়ে। গত দু থেকে তিন দিন তাপ প্রবাহ থেকে একটু রেহাই মিললেও ফের পুনরায় বাড়ছে তাপমাত্রার পারদ। পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানালেও পুরুলিয়া নিয়ে এখন অব্দি কোনও স্বস্তির খবর দিতে পারেনি হাওয়া অফিস।
advertisement
উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই আগামী দু থেকে তিন দিনের মধ্যে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের খবর পাওয়ার পর থেকেই অনেকটাই স্বস্তিতে রয়েছে উত্তরবঙ্গের বাসিন্দারা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও অনেক জেলাই সেই তালিকা থেকে বাদ রয়েছে। কবে গোটা বঙ্গের মানুষ একটু স্বস্তি পাবে সেই দিনের আশায় দিন গুনছে তারা। Input- Sarmistha Banerjee