West Bengal Weather: দোলের পরেই বাংলার বিভিন্ন জায়গায় ঝমঝমিয়ে বৃষ্টি! বড় বদল একদিনের মধ্যে, কী বলছে হাওয়া অফিস
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
West Bengal Weather: ভোর ও রাতের দিকে ঠান্ডা আবহাওয়া। কিন্তু দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গরমে নাজেহাল সাধারণ মানুষ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী গরম থেকে স্বস্তি পাবে মানুষ। দোলযাত্রার পরের দিন বৃষ্টির সম্ভাবনা।
advertisement
রোদ উঠলেই চড়চড়িয়ে বাড়ছে গরম। দিঘা-সহ জেলার সর্বত্রই বাড়ছে সর্বোচ্চ তাপমাত্রা। ভোর ও রাতের দিকে ঠান্ডা আবহাওয়া। কিন্তু দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গরমে নাজেহাল সাধারণ মানুষ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী গরম থেকে স্বস্তি পাবে মানুষ। দোলযাত্রার পরের দিন বৃষ্টির সম্ভাবনা। (Reporter: Saikat Shee)
advertisement
আবহাওয়া দফতরের ওয়েবসাইট থেকে পাওয়া যায় দিঘার শেষ ২৪ ঘণ্টায় আবহাওয়ার খবর। সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন অর্থাৎ ৭ মার্চ মঙ্গলবার দিঘার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৭ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। (Reporter: Saikat Shee)
advertisement
advertisement
পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকে শহরের সর্বোচ্চ তাপমাত্রাও কিছুটা বাড়ল। এদিন ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস হয়েছে, যা স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬৯ শতাংশ। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। (Reporter: Saikat Shee)
advertisement
পূর্ব মেদিনীপুর জেলার শিল্পাঞ্চল শহর হলদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। হলদিয়ার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬৫ শতাংশ। হলদিয়াতেও বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় বাড়বে হলদিয়ার তাপমাত্রা। তমলুকের মতো হলদিয়াতে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা। (Reporter: Saikat Shee)
advertisement
advertisement
পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের তাপমাত্রা সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় চড়চড়িয়ে তাপমাত্রা বাড়লেও রাতে কমছে তাপমাত্রার পারদ। ফলে নাজেহাল জেলাবাসী। দোল যাত্রার বিকেল থেকেই আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। গরম থেকে স্বস্তি পেতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানাল হাওয়া অফিস। (Reporter: Saikat Shee)