Weather Alert: বঙ্গোপসাগরে ফুঁসছে দুটি সাইক্লোনিক সার্কুলেশন, আজও উত্তর থেকে দক্ষিণে আবহাওয়ার তুলকালাম
- Reported by:SAIKAT SHEE
- Published by:Debalina Datta
Last Updated:
Weather Alert: মে মাসের ৪ তারিখ পর্যন্ত একই রকম থাকবে আবহাওয়া। বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ নিম্নমুখী। দিঘা সহ জেলার সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।
advertisement
৫ তারিখ থেকে তাপমাত্রা বাড়বে পূর্বাভাস হাওয়া অফিসের শেষ ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই কমবেশি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়েছে। মে মাসে ৪ তারিখ পর্যন্ত খুব বজ্রবিদ্যুত সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সবকটি জেলায়। দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় মূলত মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা। এদিনের তাপমাত্রাটা অনেকটাই কম থাকবে স্বাভাবিকের নিচে গিয়ে দাঁড়াবে।
advertisement
advertisement
দিঘা সহ তার সংলগ্ন এলাকায় শেষ ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ২ মিলিমিটার। দিঘার শেষ ২৪ ঘণ্টায় আবহাওয়া ছিল, সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। এদিন অর্থাৎ ২ মে, মঙ্গলবার দিঘার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি। যা স্বাভাবিক থেকে ৪ ডিগ্রি কম। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। দিঘা ও তার সংলগ্ন এলাকায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৭ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় দিঘায় বৃষ্টিপাতের পরিমাণ ১.৫ সেন্টিমিটার। এদিন দুপুরের পর দিঘায় ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
পূর্ব মেদিনীপুর জেলার সদর শহরেও কমেছে তাপমাত্রা। তমলুকে শহরের এদিন তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৬ শতাংশ। পূর্ব মেদিনীপুর জেলার শিল্পাঞ্চল শহর হলদিয়ার এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস। হলদিয়ার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৩ ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৮ শতাংশ। এদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা।
advertisement
advertisement
পূর্ব মেদিনীপুর জেলায় এদিন কালবৈশাখীর ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের। হাওয়া অফিসের রিপোর্ট পূর্বাভাস অনুযায়ী মে মাসের ৪ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইবে। ৫ তারিখ থেকে আবহাওয়ার উন্নতি হবে এবং বাড়বে তাপমাত্রা। Input- Saikat Shee







