Digha: দিঘায় শব্দ দানবের তাণ্ডব রুখতে জারি সতর্কবার্তা! বিশেষ পদক্ষেপ পুলিশের

Last Updated:
Digha: বর্ষবরণের উচ্ছ্বাসে দিঘায় এসে ভুলেও এই কাজ করবেন না, তাহলেই হতে পারে বড়সড় বিপদ! আগে থেকেই নিষেধাজ্ঞা জারি করল পুলিশ। 
1/6
বর্ষ বিদায় এবং বর্ষবরণের উচ্ছ্বাসে দিঘায় ডিজে না। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও দিঘা থানার কড়া বার্তা
বর্ষ বিদায় এবং বর্ষবরণের উচ্ছ্বাসে দিঘায় ডিজে না। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও দিঘা থানার কড়া বার্তা
advertisement
2/6
দিঘায় বর্ষ বিদায় এবং বর্ষবরণেসেজে উঠছে দিঘা। দিঘায় উপচে পড়া ভিড়। দিঘার প্রত্যেকটি স্নান ঘাট গুলোতে সমুদ্র স্নানে মেতেছে পর্যটকরা। নতুন বছর সেলিব্রেট করার জন্য সাজো সাজো রব। বছরের শেষ দিন ও নতুন বছর সেলিব্রেট করার জন্য আনন্দে মেতেছেন পর্যটকরা। জেলা ছাড়িয়ে শহর এমনকি দেশ বিদেশের বহু পর্যটক এসেছে দিঘায়। দিঘা সেজে উঠেছে নতুন রূপে নতুন সাজে।
দিঘায় বর্ষ বিদায় এবং বর্ষবরণেসেজে উঠছে দিঘা। দিঘায় উপচে পড়া ভিড়। দিঘার প্রত্যেকটি স্নান ঘাট গুলোতে সমুদ্র স্নানে মেতেছে পর্যটকরা। নতুন বছর সেলিব্রেট করার জন্য সাজো সাজো রব। বছরের শেষ দিন ও নতুন বছর সেলিব্রেট করার জন্য আনন্দে মেতেছেন পর্যটকরা। জেলা ছাড়িয়ে শহর এমনকি দেশ বিদেশের বহু পর্যটক এসেছে দিঘায়। দিঘা সেজে উঠেছে নতুন রূপে নতুন সাজে।
advertisement
3/6
প্রচুর পরিমান পর্যটক আসার জন্য দিঘা থানার তরফ থেকে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। ওল্ড দিঘা, নিউ দিঘা সহ সমস্ত সমুদ্র ঘাট গুলোতে নুলিয়াদের মোতায়েন করা হয়েছে। দিঘার প্রত্যেকটি পার্ক সহ সায়েন্স সিটি, অ্যাকোরিয়াম গুলোতে ভিড় চোখে পড়ার মত।
প্রচুর পরিমান পর্যটক আসার জন্য দিঘা থানার তরফ থেকে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। ওল্ড দিঘা, নিউ দিঘা সহ সমস্ত সমুদ্র ঘাট গুলোতে নুলিয়াদের মোতায়েন করা হয়েছে। দিঘার প্রত্যেকটি পার্ক সহ সায়েন্স সিটি, অ্যাকোরিয়াম গুলোতে ভিড় চোখে পড়ার মত।
advertisement
4/6
পিকনিক স্পটগুলোতে রান্নার আয়োজন সঙ্গে সঙ্গে দেদার সেল্ফি ও আনন্দ হুল্লোড়ে মেতে উঠেছে পর্যটকরা। সেই আনন্দে বর্তমান সময়ে বাড়তি যোগ হয়েছে ডিজে সাউন্ড সিস্টেম।
পিকনিক স্পটগুলোতে রান্নার আয়োজন সঙ্গে সঙ্গে দেদার সেল্ফি ও আনন্দ হুল্লোড়ে মেতে উঠেছে পর্যটকরা। সেই আনন্দে বর্তমান সময়ে বাড়তি যোগ হয়েছে ডিজে সাউন্ড সিস্টেম।
advertisement
5/6
পিকনিক স্পটগুলির পাশাপাশি দিঘায় বিভিন্ন হোটেল এবং রিসোর্টগুলিতে বর্ষবরণ ও বর্ষ বিদায়ের উচ্ছ্বাসের দেদার পার্টির আয়োজন করা হয়। আর পার্টিগুলোতে ডিজে সাউন্ড সিস্টেম অপরিহার্য। কিন্তু শব্দ দানবের তাণ্ডবে অতিষ্ট হয় অন্যান্য পর্যটকেরা।
পিকনিক স্পটগুলির পাশাপাশি দিঘায় বিভিন্ন হোটেল এবং রিসোর্টগুলিতে বর্ষবরণ ও বর্ষ বিদায়ের উচ্ছ্বাসের দেদার পার্টির আয়োজন করা হয়। আর পার্টিগুলোতে ডিজে সাউন্ড সিস্টেম অপরিহার্য। কিন্তু শব্দ দানবের তাণ্ডবে অতিষ্ট হয় অন্যান্য পর্যটকেরা।
advertisement
6/6
দিঘায় শব্দের তাণ্ডব রুখতে কড়া পদক্ষেপ পুলিশের। দিঘা সমুদ্র সৈকতের পাশাপাশি দিঘা জুড়ে ডিজে সাউন্ড রুখতে নিষেধাজ্ঞা জারি করল পুলিশ। বিশেষ করে বার্তা দেওয়া হল হোটেল ব্যবসায়ীদের।
দিঘায় শব্দের তাণ্ডব রুখতে কড়া পদক্ষেপ পুলিশের। দিঘা সমুদ্র সৈকতের পাশাপাশি দিঘা জুড়ে ডিজে সাউন্ড রুখতে নিষেধাজ্ঞা জারি করল পুলিশ। বিশেষ করে বার্তা দেওয়া হল হোটেল ব্যবসায়ীদের।
advertisement
advertisement
advertisement