এর মাঝেই পর্যটন নগরীতে এসে খানিক হতাশ সমুদ্র প্রেমীরা। মোকা ঝড়ের সতর্কতায় দীঘায় সমুদ্র স্নানে নেমে যাওয়া পর্যটকদের বাধা দিচ্ছে নুলিয়া ও ডিএমজি কর্মীরা। দিঘায় উত্তাল হয়ে উঠছে সমুদ্র, মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টি। সমুদ্রস্নানে বাধা পেয়ে হতাশ পর্যটকরা।
(প্রতীকী ছবি) Saikat Shee