Digha: দিঘার পা রাখলেই অবাক হবেন এবার! সমুদ্রে অপেক্ষা করছে সবথেকে বড় চমক, জেনে নিন

Last Updated:
Digha: দিঘাকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে একাধিক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই উদ্যোগে এবার গোয়ার মত বিলাসবহুল লাক্সারি ক্রুজ সমুদ্রবক্ষে পাড়ি দেবে দিঘায়
1/12
গোয়ার স্বাদ দিঘায়! আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। দিঘাকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে একাধিক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই উদ্যোগে এবার গোয়ার মত বিলাসবহুল লাক্সারি ক্রুজ সমুদ্রবক্ষে পাড়ি দেবে দিঘায়।
গোয়ার স্বাদ দিঘায়! আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। দিঘাকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে একাধিক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই উদ্যোগে এবার গোয়ার মত বিলাসবহুল লাক্সারি ক্রুজ সমুদ্রবক্ষে পাড়ি দেবে দিঘায়।
advertisement
2/12
শুধু সমুদ্র সৈকতে সমুদ্র স্নানেই সীমাবদ্ধ থাকছে না দিঘা। এবার সমুদ্রবক্ষেও ঘুরে বেড়ানোর আনন্দ উপভোগ করতে পারবেন দিঘায় আসা পর্যটকেরা।আর মাত্র কয়েক দিনের অপেক্ষা।
শুধু সমুদ্র সৈকতে সমুদ্র স্নানেই সীমাবদ্ধ থাকছে না দিঘা। এবার সমুদ্রবক্ষেও ঘুরে বেড়ানোর আনন্দ উপভোগ করতে পারবেন দিঘায় আসা পর্যটকেরা।আর মাত্র কয়েক দিনের অপেক্ষা।
advertisement
3/12
রবিবার প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে সমুদ্রবক্ষে প্রমোদতরীর ট্রায়াল রান হয়ে গেল। আর এখন থেকেই পর্যটকদের উচ্ছ্বাস এই প্রমোদতরী নিয়ে।
রবিবার প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে সমুদ্রবক্ষে প্রমোদতরীর ট্রায়াল রান হয়ে গেল। আর এখন থেকেই পর্যটকদের উচ্ছ্বাস এই প্রমোদতরী নিয়ে।
advertisement
4/12
বছরের এমন কোনও দিন নেই যেদিন দিঘায় পর্যটকদের ভিড় জমে না। প্রতিদিনই দূর দূরান্ত থেকে হাজার হাজার পর্যটক দিঘার সমুদ্র সৈকতে এসে ভিড় জমান। মূলত কলকাতা থেকে কাছে এবং যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হওয়ার কারণে পর্যটকদের এই সমুদ্র সৈকতে যাতায়াতের অনেক সুবিধা রয়েছে।
বছরের এমন কোনও দিন নেই যেদিন দিঘায় পর্যটকদের ভিড় জমে না। প্রতিদিনই দূর দূরান্ত থেকে হাজার হাজার পর্যটক দিঘার সমুদ্র সৈকতে এসে ভিড় জমান। মূলত কলকাতা থেকে কাছে এবং যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হওয়ার কারণে পর্যটকদের এই সমুদ্র সৈকতে যাতায়াতের অনেক সুবিধা রয়েছে।
advertisement
5/12
সেই সুবিধার কারণেই এত সংখ্যক পর্যটকদের ভিড় দেখা যায় দিঘায়। আগে দিঘায় আসা মানে সমুদ্রের স্নান করা এবং ফুর্তি করে বাড়ি ফেরা এটাই ছিল রুটিন।
সেই সুবিধার কারণেই এত সংখ্যক পর্যটকদের ভিড় দেখা যায় দিঘায়। আগে দিঘায় আসা মানে সমুদ্রের স্নান করা এবং ফুর্তি করে বাড়ি ফেরা এটাই ছিল রুটিন।
advertisement
6/12
তবে পরবর্তীতে সেই রুটিনে আমূল পরিবর্তন এসেছে প্রশাসনিক উদ্যোগে।এখন দিঘায় সমুদ্রে স্নানের পাশাপাশি বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য তৈরি হয়েছে পার্ক, মিউজিয়াম, কফি হাউস সহ আরও কত-কী। তবে এসবের মধ্যেই আবার বড় এক উপহার হিসেবে প্রমোদতরী পেতে চলেছে দিঘা।
তবে পরবর্তীতে সেই রুটিনে আমূল পরিবর্তন এসেছে প্রশাসনিক উদ্যোগে।এখন দিঘায় সমুদ্রে স্নানের পাশাপাশি বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য তৈরি হয়েছে পার্ক, মিউজিয়াম, কফি হাউস সহ আরও কত-কী। তবে এসবের মধ্যেই আবার বড় এক উপহার হিসেবে প্রমোদতরী পেতে চলেছে দিঘা।
advertisement
7/12
এই প্রমোদতরী দিঘায় প্রথম চালু হতে চলেছে। দিঘায় এমন রাজকীয় একটি প্রমোদতরী চালু করার বিষয়ে গত কয়েক মাস ধরেই নানান পরিকল্পনা গ্রহণ করা হচ্ছিল। এমনকি দুর্গাপুজোর সময় এই প্রমোদতরী চালু হওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল।
এই প্রমোদতরী দিঘায় প্রথম চালু হতে চলেছে। দিঘায় এমন রাজকীয় একটি প্রমোদতরী চালু করার বিষয়ে গত কয়েক মাস ধরেই নানান পরিকল্পনা গ্রহণ করা হচ্ছিল। এমনকি দুর্গাপুজোর সময় এই প্রমোদতরী চালু হওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল।
advertisement
8/12
তবে কিছু সমস্যা থাকার কারণে তা চালু করা সম্ভব হয়নি। অবশেষে এই প্রমোদতরী চালুর দিনক্ষণ ধার্য হল।বাণিজ্যিকভাবে এই প্রমোদতরী চালু করার জন্য রবিবার একটি ট্রায়াল রান করা হয়েছে প্রশাসনিকভাবে। ট্রায়াল রান লাইন সফল হওয়ার পর পহেলাজানুয়ারি থেকে বাণিজ্যিকভাবে এই পরিষেবা শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে।
তবে কিছু সমস্যা থাকার কারণে তা চালু করা সম্ভব হয়নি। অবশেষে এই প্রমোদতরী চালুর দিনক্ষণ ধার্য হল।বাণিজ্যিকভাবে এই প্রমোদতরী চালু করার জন্য রবিবার একটি ট্রায়াল রান করা হয়েছে প্রশাসনিকভাবে। ট্রায়াল রান লাইন সফল হওয়ার পর পহেলাজানুয়ারি থেকে বাণিজ্যিকভাবে এই পরিষেবা শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে।
advertisement
9/12
দিঘায় যে প্রমোদতরী পরিষেবা দেবে সেই প্রমোদতরীর নাম হল এমভি নিবেদিতা। হলদিয়া উন্নয়ন সংস্থার তরফ থেকে এই প্রমোদতরী দিঘা ও শঙ্করপুর উন্নয়ন পর্ষদের হাতে তুলে দেওয়া হয়েছে।
দিঘায় যে প্রমোদতরী পরিষেবা দেবে সেই প্রমোদতরীর নাম হল এমভি নিবেদিতা। হলদিয়া উন্নয়ন সংস্থার তরফ থেকে এই প্রমোদতরী দিঘা ও শঙ্করপুর উন্নয়ন পর্ষদের হাতে তুলে দেওয়া হয়েছে।
advertisement
10/12
এই প্রমোদতরীতে চড়ে পর্যটকরা সমুদ্র বক্ষে গিয়ে সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি মৎস্যজীবীদের জীবন, জীবিকা ইত্যাদি সরাসরি দেখার সুযোগ পাবেন।
এই প্রমোদতরীতে চড়ে পর্যটকরা সমুদ্র বক্ষে গিয়ে সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি মৎস্যজীবীদের জীবন, জীবিকা ইত্যাদি সরাসরি দেখার সুযোগ পাবেন।
advertisement
11/12
জানা যাচ্ছে তাতে এমন প্রমোদতরীতে পর্যটকরা এক ঘন্টা ভ্রমণ করতে পারবেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মিলবে পরিষেবা। প্রমোদতরীটি বাতানুকূল হওয়ার পাশাপাশি সেখানে বিনোদনের জন্য নানান ব্যবস্থা থাকবে, থাকবে রেস্তোরাঁ।
জানা যাচ্ছে তাতে এমন প্রমোদতরীতে পর্যটকরা এক ঘন্টা ভ্রমণ করতে পারবেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মিলবে পরিষেবা। প্রমোদতরীটি বাতানুকূল হওয়ার পাশাপাশি সেখানে বিনোদনের জন্য নানান ব্যবস্থা থাকবে, থাকবে রেস্তোরাঁ।
advertisement
12/12
এই প্রমোদতরীতে থাকবে দুটি ডেক এবং ৮০ জন পর্যটক ভ্রমণ করতে পারবেন। ভ্রমণের জন্য পর্যটকদের খুব বেশি টাকা খরচ করতে হবে এমনও নয়। খরচ করতে হবে এক হাজার টাকা বা তার সামান্য এদিক-ওদিক।সৈকত শী
এই প্রমোদতরীতে থাকবে দুটি ডেক এবং ৮০ জন পর্যটক ভ্রমণ করতে পারবেন। ভ্রমণের জন্য পর্যটকদের খুব বেশি টাকা খরচ করতে হবে এমনও নয়। খরচ করতে হবে এক হাজার টাকা বা তার সামান্য এদিক-ওদিক।সৈকত শী
advertisement
advertisement
advertisement