বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মোকা তৈরি হওয়ার ফলে দক্ষিণবঙ্গের মূলত উপকূলীয় অঞ্চলের জলীয় বাষ্পের পরিমাণ অনেকটা কমে যাচ্ছে।১১ তারিখ পর্যন্ত প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে। দিঘা সহ তার সংলগ্ন এলাকার শেষ ২৪ ঘন্টার আবহাওয়া ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের এদিনের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৯.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা থেকে থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৪ শতাংশ। জেলার এগরা শহরে এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮.৩ ডিগ্রিসেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রিসেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৫২ শতাংশ। আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই।