আপনার প্রিয় রঙ কী? সাদা, কালো, লাল...! তাতেই 'লুকিয়ে' নিজের সম্পর্কে অনেক কিছু

Last Updated:
Color can say about personality: সামনেই দোল। বসন্তের এই সময় প্রকৃতির মতো মানুষের মনও থাকে চনমনে। দোল মানে রঙের উৎসব। এই রঙ কিন্তু মানুষের জীবনেও গভীর প্রভাব ফেলে! রঙ থেকেই একজন ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে জানা যায়।
1/11
সামনেই দোল। বসন্তের এই সময় প্রকৃতির মতো মানুষের মনও থাকে চনমনে। দোল মানে রঙের উৎসব। এই রঙ কিন্তু মানুষের জীবনেও গভীর প্রভাব ফেলে!
সামনেই দোল। বসন্তের এই সময় প্রকৃতির মতো মানুষের মনও থাকে চনমনে। দোল মানে রঙের উৎসব। এই রঙ কিন্তু মানুষের জীবনেও গভীর প্রভাব ফেলে!
advertisement
2/11
পঞ্জিকা অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল উৎসব উদযাপিত হয়। এবারও তাই দোলের আগে আমরা রঙের মাহাত্ম্য নিয়ে কথা বলব।
পঞ্জিকা অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল উৎসব উদযাপিত হয়। এবারও তাই দোলের আগে আমরা রঙের মাহাত্ম্য নিয়ে কথা বলব।
advertisement
3/11
২৫ মার্চ সোমবার পালিত হবে এবারের দোল উত্‍সব। তার আগে নিজের প্রিয় রঙ কোনটা বলুন তো! তাতেই লুকিয়ে আছে আপনার সম্পর্কে অনেক কথা।
২৫ মার্চ সোমবার পালিত হবে এবারের দোল উত্‍সব। তার আগে নিজের প্রিয় রঙ কোনটা বলুন তো! তাতেই লুকিয়ে আছে আপনার সম্পর্কে অনেক কথা।
advertisement
4/11
নীল রঙ ভাল লাগে যাঁদের তাঁরা সাধারণত শান্তি পছন্দ করেন। তাঁরা সব কাজ নিখুঁত ভাবে করতে চান। মানসিকভাবে দৃঢ় হন।
নীল রঙ ভাল লাগে যাঁদের তাঁরা সাধারণত শান্তি পছন্দ করেন। তাঁরা সব কাজ নিখুঁত ভাবে করতে চান। মানসিকভাবে দৃঢ় হন।
advertisement
5/11
লাল রঙ যাঁদের পছন্দ তাঁরা ধার্মিক। লাল রঙ শুভ। এই রঙ যাঁদের পছন্দ তাঁরা সব সময় হাসিখুশি থাকতে ভালবাসেন।
লাল রঙ যাঁদের পছন্দ তাঁরা ধার্মিক। লাল রঙ শুভ। এই রঙ যাঁদের পছন্দ তাঁরা সব সময় হাসিখুশি থাকতে ভালবাসেন।
advertisement
6/11
কালো রঙ যাঁদের পছন্দ তাঁরা খুব বাস্তববাদী। রোম্যান্টিক প্রকৃতির মানুষ হন তাঁরা। মনের ভাব সহজে প্রকাশ করতে পারেন না। নিজের মতো করে কাজ করতে পছন্দ করেন।
কালো রঙ যাঁদের পছন্দ তাঁরা খুব বাস্তববাদী। রোম্যান্টিক প্রকৃতির মানুষ হন তাঁরা। মনের ভাব সহজে প্রকাশ করতে পারেন না। নিজের মতো করে কাজ করতে পছন্দ করেন।
advertisement
7/11
সাদা রঙ যাঁদের পছন্দ তাঁরা পরিবারকে সময় দিতে ভালবাসেন। যে কোনও ব্যাপারে তাঁরা অ্যাডজাস্ট করতে পারেন। তাঁরা দূরদর্শী হন। ঝগড়া একেবারেই পছন্দ করেন না।
সাদা রঙ যাঁদের পছন্দ তাঁরা পরিবারকে সময় দিতে ভালবাসেন। যে কোনও ব্যাপারে তাঁরা অ্যাডজাস্ট করতে পারেন। তাঁরা দূরদর্শী হন। ঝগড়া একেবারেই পছন্দ করেন না।
advertisement
8/11
হলুদ যাঁদের পছন্দ তাঁরা আশাবাদী ও ইতিবাচক হন। যে কোনও মানুষকে তাঁরা চটজলদি সাহায্য করতে পারেন। আগে-পরে খুব একটা ভাবেন না, ফলে অনেক সময় সমস্যায় পড়তে হয়।
হলুদ যাঁদের পছন্দ তাঁরা আশাবাদী ও ইতিবাচক হন। যে কোনও মানুষকে তাঁরা চটজলদি সাহায্য করতে পারেন। আগে-পরে খুব একটা ভাবেন না, ফলে অনেক সময় সমস্যায় পড়তে হয়।
advertisement
9/11
গোলাপী যাঁদের পছন্দ তাঁরা রোম্যান্টিক। সরল ও কোমল স্বভাবের মানুষ হন তাঁরা। অর্থবান হন তাঁরা। তবে ব্যয় বেশি করায় অনেক সময় সমস্যায় পড়তে হয়।
গোলাপী যাঁদের পছন্দ তাঁরা রোম্যান্টিক। সরল ও কোমল স্বভাবের মানুষ হন তাঁরা। অর্থবান হন তাঁরা। তবে ব্যয় বেশি করায় অনেক সময় সমস্যায় পড়তে হয়।
advertisement
10/11
সবুজ রঙ যাঁরা ভালবাসেন তাঁরা শান্তিপ্রিয় হন। আকর্ষক স্বভাবের হন। সাতে পাঁচে থাকেন না। নিজেকে নিয়েই তাঁরা সব সময় ব্যস্ত।
সবুজ রঙ যাঁরা ভালবাসেন তাঁরা শান্তিপ্রিয় হন। আকর্ষক স্বভাবের হন। সাতে পাঁচে থাকেন না। নিজেকে নিয়েই তাঁরা সব সময় ব্যস্ত।
advertisement
11/11
কমলা রঙ যাঁদের পছন্দ তাঁরা আত্মবিশ্বাসী হন। ভুলকে ভুল বলতে দ্বিধা করেন না। অর্থাৎ যে কোনও কথা মুখের উপর বলেন। সাহসী হন। ঝুঁকি নিতে ভয় পান না।
কমলা রঙ যাঁদের পছন্দ তাঁরা আত্মবিশ্বাসী হন। ভুলকে ভুল বলতে দ্বিধা করেন না। অর্থাৎ যে কোনও কথা মুখের উপর বলেন। সাহসী হন। ঝুঁকি নিতে ভয় পান না।
advertisement
advertisement
advertisement