Eyebrow Shape Personality: সহজেই বিরক্ত হয়ে যান নাকি সারাক্ষণ উদ্বেগ চলে মনে? ভ্রুর গড়নই বলে দেবে আপনার মনের গোপন দিক!

Last Updated:
Eyebrow Shape Personality: আপনার দুই ভ্রুর মাঝে কি ফাঁক আছে? নাকি আপনার জোড়া ভ্রু? আপনার ব্যক্তিত্ব প্রকাশ পাবে এই দুই ভিন্ন ভ্রুর ভিত্তিতে। জেনে নিন নিজের সম্পর্কে খুঁটিনাটি। অথবা মিলিয়ে নিন নিজের ভ্রুর দিকে তাকিয়ে।
1/6
কপালে ভ্রু যেমন মুখমণ্ডলের সৌন্দর্য বাড়ায়, তেমনই আপনার ভ্রু আপনার ব্যক্তিত্বের কিছু দিক প্রকাশ করে। ভ্রুগুলিকে মনের প্রবেশদ্বার বলেন অনেকে। চিন্তা, আবেগ এবং সামগ্রিক মানসিকতা ফুটে ওঠে ভুরুতেই।
কপালে ভ্রু যেমন মুখমণ্ডলের সৌন্দর্য বাড়ায়, তেমনই আপনার ভ্রু আপনার ব্যক্তিত্বের কিছু দিক প্রকাশ করে। ভ্রুগুলিকে মনের প্রবেশদ্বার বলেন অনেকে। চিন্তা, আবেগ এবং সামগ্রিক মানসিকতা ফুটে ওঠে ভুরুতেই।
advertisement
2/6
আপনার দুই ভ্রুর মাঝে কি ফাঁক আছে? নাকি আপনার জোড়া ভ্রু? আপনার ব্যক্তিত্ব প্রকাশ পাবে এই দুই ভিন্ন ভ্রুর ভিত্তিতে। জেনে নিন নিজের সম্পর্কে খুঁটিনাটি। অথবা মিলিয়ে নিজের ভ্রুর দিকে তাকিয়ে।
আপনার দুই ভ্রুর মাঝে কি ফাঁক আছে? নাকি আপনার জোড়া ভ্রু? আপনার ব্যক্তিত্ব প্রকাশ পাবে এই দুই ভিন্ন ভ্রুর ভিত্তিতে। জেনে নিন নিজের সম্পর্কে খুঁটিনাটি। অথবা মিলিয়ে নিজের ভ্রুর দিকে তাকিয়ে।
advertisement
3/6
দুই ভ্রুর মাঝে ফাঁক- প্রেমময় এবং সহানুভূতিশীল প্রকৃতির মানুষ আপনি। আপনার গভীর সহানুভূতি যদিও প্রশংসনীয়, কিন্তু অন্যদের সম্পর্কে অতিরিক্ত চিন্তা আপনার উদ্বেগের কারণ হতে পারে। এবং তারা হয়তো আপনাকে নিয়ে মোটেই অত চিন্তা করে না।
দুই ভ্রুর মাঝে ফাঁক- প্রেমময় এবং সহানুভূতিশীল প্রকৃতির মানুষ আপনি। আপনার গভীর সহানুভূতি যদিও প্রশংসনীয়, কিন্তু অন্যদের সম্পর্কে অতিরিক্ত চিন্তা আপনার উদ্বেগের কারণ হতে পারে। এবং তারা হয়তো আপনাকে নিয়ে মোটেই অত চিন্তা করে না।
advertisement
4/6
আপনি সরাসরি কথা বলতে পারেন। নাটক বা ভণ্ডামিতে আপনি নেই। মাঝে মাঝে আবেগের উপর ভিত্তি করে আবেগপূর্ণ সিদ্ধান্ত নেন, যা খুব ফলপ্রসূ নাও হতে পারে। আপনি একজন চমৎকার শ্রোতা এবং আস্থাভাজন মানুষ।
আপনি সরাসরি কথা বলতে পারেন। নাটক বা ভণ্ডামিতে আপনি নেই। মাঝে মাঝে আবেগের উপর ভিত্তি করে আবেগপূর্ণ সিদ্ধান্ত নেন, যা খুব ফলপ্রসূ নাও হতে পারে। আপনি একজন চমৎকার শ্রোতা এবং আস্থাভাজন মানুষ।
advertisement
5/6
জোড়া ভ্রু- সমাজ আপনার থেকে কী চায় না চায়, সেসব নিয়ে আপনি চিন্তিত নন। আপনার ব্যক্তিত্ব খুবই অনন্য। আকর্ষণীয় মনের অধিকারী আপনি। প্রাণবন্ত কল্পনার অধিকারী। আপনি নিজেকে একদম খাঁটি রূপে প্রকাশ করতে পছন্দ করেন, তা সে পোশাকে হোক, ঘর সাজানোয় হোক অথবা পেশা বেছে নেওয়ার মধ্যে দিয়েই হোক।
জোড়া ভ্রু- সমাজ আপনার থেকে কী চায় না চায়, সেসব নিয়ে আপনি চিন্তিত নন। আপনার ব্যক্তিত্ব খুবই অনন্য। আকর্ষণীয় মনের অধিকারী আপনি। প্রাণবন্ত কল্পনার অধিকারী। আপনি নিজেকে একদম খাঁটি রূপে প্রকাশ করতে পছন্দ করেন, তা সে পোশাকে হোক, ঘর সাজানোয় হোক অথবা পেশা বেছে নেওয়ার মধ্যে দিয়েই হোক।
advertisement
6/6
অন্যদের প্রতি উদার আপনি। আপনার বিশ্লেষণাত্মক প্রকৃতি প্রায়ই আপনাকে অস্থির করে তুলতে পারে। আপনার পছন্দের না হলেই আপনি তাড়াতাড়ি এবং সহজে বিরক্তিবোধ করতে পারেন।
অন্যদের প্রতি উদার আপনি। আপনার বিশ্লেষণাত্মক প্রকৃতি প্রায়ই আপনাকে অস্থির করে তুলতে পারে। আপনার পছন্দের না হলেই আপনি তাড়াতাড়ি এবং সহজে বিরক্তিবোধ করতে পারেন।
advertisement
advertisement
advertisement