Longest Train Route: ৭ দিন ধরে থাকতে হয় ট্রেনে! বিশ্বের সবচেয়ে লম্বা ট্রেন রুট দেখলে চমকে যেতে হয়

Last Updated:
Longest Train Route: এ ক্ষেত্রে পার করতে হয় ৯ হাজার ২৮৮ কিলোমিটার রাস্তা৷
1/5
বিশ্বের সবচেয়ে লম্বা ট্রেন রুটে যাত্রাপথ দেখলে চমকে যেতে হবে আপনাকে৷ কারণ, এই ট্রেন রুটে যে বিপুল যাত্রাপথ অতিক্রম করতে হয়, তা কার্যত অসম্ভব এক যাত্রা পথের দিকে ইঙ্গিত করে৷ পর্বত, হ্রদ, জঙ্গল পেরিয়ে যায় এই ট্রেনের যাত্রাপথ৷
বিশ্বের সবচেয়ে লম্বা ট্রেন রুটে যাত্রাপথ দেখলে চমকে যেতে হবে আপনাকে৷ কারণ, এই ট্রেন রুটে যে বিপুল যাত্রাপথ অতিক্রম করতে হয়, তা কার্যত অসম্ভব এক যাত্রা পথের দিকে ইঙ্গিত করে৷ পর্বত, হ্রদ, জঙ্গল পেরিয়ে যায় এই ট্রেনের যাত্রাপথ৷
advertisement
2/5
মোট ৮ বার টাইম জোন পরিবর্তন করতে হয় এই ট্রেনে যাওয়ার সময়৷ অর্থাৎ, মোট আট-বার সময় পাল্টাতে হয় ঘড়ির৷ একটি টাইম জোন থেক বার বার অন্য টাইম জোনে প্রবেশ করতে হয়৷
মোট ৮ বার টাইম জোন পরিবর্তন করতে হয় এই ট্রেনে যাওয়ার সময়৷ অর্থাৎ, মোট আট-বার সময় পাল্টাতে হয় ঘড়ির৷ একটি টাইম জোন থেক বার বার অন্য টাইম জোনে প্রবেশ করতে হয়৷
advertisement
3/5
এ ক্ষেত্রে পার করতে হয় ৯ হাজার ২৮৮ কিলোমিটার রাস্তা৷ সাত দিন অর্থে, মোট ছ’টি রাত ও সাতটি দিন এই ট্রেনে কাটাতে পারলে তবে গন্তব্যে পৌঁছে যাওয়া যায়৷
এ ক্ষেত্রে পার করতে হয় ৯ হাজার ২৮৮ কিলোমিটার রাস্তা৷ সাত দিন অর্থে, মোট ছ’টি রাত ও সাতটি দিন এই ট্রেনে কাটাতে পারলে তবে গন্তব্যে পৌঁছে যাওয়া যায়৷
advertisement
4/5
এটি পৃথিবীর খ্যাতনামা গন্তব্যস্থলগুলির মধ্যে একটি৷ এটিকে ট্রান্স-সাইবেরিয়ান রেলওয়ে বলে চিহ্নিত করা হয়৷ এটি চলে রাশিয়ায়৷ রাশিয়ার রাজধানী মস্কো থেকে ভ্লাদিভস্তক পর্যন্ত এই ট্রেন চলে৷ সাইবেরিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে৷
এটি পৃথিবীর খ্যাতনামা গন্তব্যস্থলগুলির মধ্যে একটি৷ এটিকে ট্রান্স-সাইবেরিয়ান রেলওয়ে বলে চিহ্নিত করা হয়৷ এটি চলে রাশিয়ায়৷ রাশিয়ার রাজধানী মস্কো থেকে ভ্লাদিভস্তক পর্যন্ত এই ট্রেন চলে৷ সাইবেরিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে৷
advertisement
5/5
এই যাত্রা পথে থাকে পর্বতমালা, হ্রদ, পাইনের জঙ্গল থেকে শুরু করে বরফে মোড়া বিপুল উপত্যকা৷ এই যাত্রাপথে নজরে পরে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের দিকটিও৷
এই যাত্রা পথে থাকে পর্বতমালা, হ্রদ, পাইনের জঙ্গল থেকে শুরু করে বরফে মোড়া বিপুল উপত্যকা৷ এই যাত্রাপথে নজরে পরে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের দিকটিও৷
advertisement
advertisement
advertisement