আগামী শুক্রবার হনুমান জয়ন্তী, এ ভাবে পুজো করলে থাকবে না কোনও অভাব

Last Updated:
1/6
♦ আগামী ১৯ এপ্রিল অর্থাৎ আগামী শুক্রবার হনুমান জয়ন্তী ৷ সেই দিনটিতে ভক্তিভরে সঙ্কটমোচনের পুজো করলে জীবনে আর কোনও দুঃখ থাকে না ৷
♦ আগামী ১৯ এপ্রিল অর্থাৎ আগামী শুক্রবার হনুমান জয়ন্তী ৷ সেই দিনটিতে ভক্তিভরে সঙ্কটমোচনের পুজো করলে জীবনে আর কোনও দুঃখ থাকে না ৷
advertisement
2/6
 ♦ এ দিন হনুমানজীর আশীর্বাদ পেতে প্রচুর মানুষ মন্দিরে যান। হনুমানজী শক্তি, ক্ষমতার প্রতীক। রামায়ণে তাঁর সঞ্জীবনী বুটি আনার কাহিনী রয়েছে। কিভাবে উড়ে গিয়ে গন্ধমাদন পর্বত এনেছিলেন তিনি। জেনে নিন হনুমান জয়ন্তীর দিন ঠিক কীভাবে পুজো করবেন-
♦ এ দিন হনুমানজীর আশীর্বাদ পেতে প্রচুর মানুষ মন্দিরে যান। হনুমানজী শক্তি, ক্ষমতার প্রতীক। রামায়ণে তাঁর সঞ্জীবনী বুটি আনার কাহিনী রয়েছে। কিভাবে উড়ে গিয়ে গন্ধমাদন পর্বত এনেছিলেন তিনি। জেনে নিন হনুমান জয়ন্তীর দিন ঠিক কীভাবে পুজো করবেন-
advertisement
3/6
♦ এ দিন সকালে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। সুস্বাস্থ্য ও শক্তির জন্য প্রার্থনা করতে পারেন। বলা হয়, মানুষের ভিতর উদ্যম নিয়ে আসতে সব অশুভ শক্তিকে ধ্বংস করে দিতে পারেন তিনি।
♦ এ দিন সকালে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। সুস্বাস্থ্য ও শক্তির জন্য প্রার্থনা করতে পারেন। বলা হয়, মানুষের ভিতর উদ্যম নিয়ে আসতে সব অশুভ শক্তিকে ধ্বংস করে দিতে পারেন তিনি।
advertisement
4/6
♦ এ দিন হনুমান মন্দিরে গিয়ে প্রসাদ দিতে পারেন। লাড্ডু ও লাল সিঁদুর নিয়ে মন্দিরে যাওয়া হয় এদিন। হনুমানজী=কে বস্ত্রও দিতে পারেন, তবে সেটা হবে লাল বা কমলা রঙের।
♦ এ দিন হনুমান মন্দিরে গিয়ে প্রসাদ দিতে পারেন। লাড্ডু ও লাল সিঁদুর নিয়ে মন্দিরে যাওয়া হয় এদিন। হনুমানজী=কে বস্ত্রও দিতে পারেন, তবে সেটা হবে লাল বা কমলা রঙের।
advertisement
5/6
♦ পরিবারের সবার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা জানাতে পারেন।
♦ পরিবারের সবার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা জানাতে পারেন।
advertisement
6/6
♦ রামের যে কোনও মন্দিরেও এদিন প্রার্থনা করতে যেতে পারেন। কারণ ভগবান শ্রীরামের সঙ্গেই থাকেন হনুমানজী।
♦ রামের যে কোনও মন্দিরেও এদিন প্রার্থনা করতে যেতে পারেন। কারণ ভগবান শ্রীরামের সঙ্গেই থাকেন হনুমানজী।
advertisement
advertisement
advertisement