Richest Family: বিশ্বের সবচেয়ে ধনী পরিবার কারা জানেন? ৪০০০ কোটির শুধু বাড়ি, ৮ প্রাইভেট জেট, ৭০০ গাড়ি! মোট সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
World's Richest Family: বিশ্বজুড়ে আলোচিত এই পরিবারের বিলাসবহুল জীবন। বিশ্বের সবচেয়ে ধনী পরিবারের রয়েছে প্রাসাদোপ্রম বাড়ি। গাড়ির সংখ্যা এত বেশি যে সবচেয়ে বড় শোরুমকেও হার মানায়। পরিবারের সদস্যদের তুলনায় পরিবারে বেশি গাড়ি পার্ক করা আছে। সবগাড়িই নামজাদা। সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে।
বিশ্বের ধনী ব্যক্তিদের নাম বলতে বসলে মাথায় আসবে এলন মাস্ক, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস বা বিল গেটস্-এর মতো ধনী ব্যক্তিদের নাম। কিন্তু বিশ্বের সবচেয়ে ধনী পরিবারের নাম জানেন কি?
advertisement
এই মুহূর্তে বিশ্বজুড়ে আলোচিত এই পরিবারের বিলাসবহুল জীবন। বিশ্বের সবচেয়ে ধনী পরিবারের রয়েছে প্রাসাদোপ্রম বাড়ি। গাড়ির সংখ্যা এত বেশি যে সবচেয়ে বড় শোরুমকেও হার মানায়। পরিবারের সদস্যদের তুলনায় পরিবারে বেশি গাড়ি পার্ক করা আছে। সবগাড়িই নামজাদা। সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে।
advertisement
ব্লুমবার্গের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে যে, বিশ্বের সবচেয়ে ধনী এই পরিবারের ৮টি ব্যক্তিগত জেট রয়েছে। এই পরিবারের প্রায় ৭০০ টি বিলাসবহুল গাড়ি এবং একটি ইয়ট রয়েছে যেখানে এমনকি গল্ফও খেলা যায়।
advertisement
বিলাসবহুল সম্পত্তির মালিক বিশ্বের সবচেয়ে ধনী পরিবার হল আবু ধাবির রাজ পরিবার। অল-নয়ন পরিবার নামেও পরিচিত এই বিশ্ববিখ্যাত ধনী পরিবার।
advertisement
ইউএই-এর প্রেসিডেন্ট এবং রাষ্ট্রপ্রধান শেখ মোহাম্মদ বিন জায়েদ অল নয়নের পরিবারের খ্যাতি বিশ্বজোড়া। এই পরিবারের প্রাসাদোপ্রম বাড়িটির দামই নাকি ৪ হাজার কোটি টাকা। ৯৪ বর্গফুট জুড়ে বিস্তৃত। এছাড়াও এই পরিবারের রয়েছে ৭০০ বিলাসবহুল গাড়ির বহর।
advertisement
সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ অল নয়ন হলেন এই পরিবারের প্রধান। তাঁর ১৮ জন ভাই, বোন রয়েছে। নয়টি সন্তান এবং 18 জন নাতি-নাতনি রয়েছে।
advertisement