Becoming Mother at 74: সঙ্গী নতুন প্রেমিক, ৭৪ বছর বয়সে সন্তানের মা হচ্ছে ‘জ্ঞানবতী’! এই নিয়ে ৩০ বার!

Last Updated:
Becoming Mother at 74: তার বয়স ৭৪ বছর। সত্তরোর্ধ্ব বয়সে আবার মা হচ্ছে সে।
1/7
তার নাম উইজডম। এই মুহূর্তে বিশ্বের প্রবীণতম জীবিত বন্য পাখি সে। তার বয়স ৭৪ বছর।
তার নাম উইজডম। এই মুহূর্তে বিশ্বের প্রবীণতম জীবিত বন্য পাখি সে। তার বয়স ৭৪ বছর।
advertisement
2/7
লেজঁ অ্যালব্যাট্রস প্রজাতির এই পাখি বিস্ময়ের ভান্ডার। সত্তরোর্ধ্ব বয়সে আবার মা হচ্ছে সে। আগামী কিছু মাসেই ডিম ফুটে জন্ম নেবে তার ছানা।
লেজঁ অ্যালব্যাট্রস প্রজাতির এই পাখি বিস্ময়ের ভান্ডার। সত্তরোর্ধ্ব বয়সে আবার মা হচ্ছে সে। আগামী কিছু মাসেই ডিম ফুটে জন্ম নেবে তার ছানা।
advertisement
3/7
বিজ্ঞানীদের কাছে অপার বিস্ময় প্রবীণা জ্ঞানবতী। গত ২৭ নভেম্বর সে ডিম পেড়েছে প্রশান্ত মহাসাগরের কোলে মার্কিন যুক্তরাষ্ট্রের ছোট্ট দ্বীপ মিডওয়ে অ্যাটল-এর অভয়ারণ্যে।
বিজ্ঞানীদের কাছে অপার বিস্ময় প্রবীণা জ্ঞানবতী। গত ২৭ নভেম্বর সে ডিম পেড়েছে প্রশান্ত মহাসাগরের কোলে মার্কিন যুক্তরাষ্ট্রের ছোট্ট দ্বীপ মিডওয়ে অ্যাটল-এর অভয়ারণ্যে।
advertisement
4/7
আমেরিকার ম‍‍‍‍ৎস্য ও বন্যপ্রাণ দফতরের গবেষকদের আশা আগামী ২ মাসে ডিম ফুটে বেরিয়ে আসবে জ্ঞানবতীর ছানারা৷
আমেরিকার ম‍‍‍‍ৎস্য ও বন্যপ্রাণ দফতরের গবেষকদের আশা আগামী ২ মাসে ডিম ফুটে বেরিয়ে আসবে জ্ঞানবতীর ছানারা৷
advertisement
5/7
এই নিয়ে ৩০ বার মা হল এই প্রবীণা পাখি৷ এর আগে ২০২১ সালে শেষ বার সন্তানের জন্ম দিয়েছিল সে৷
এই নিয়ে ৩০ বার মা হল এই প্রবীণা পাখি৷ এর আগে ২০২১ সালে শেষ বার সন্তানের জন্ম দিয়েছিল সে৷
advertisement
6/7
আপাতত নতুন প্রেমিককে নিয়ে দিব্যি আছে ৭৪ বছর বয়সি প্রবীণা পক্ষী৷
আপাতত নতুন প্রেমিককে নিয়ে দিব্যি আছে ৭৪ বছর বয়সি প্রবীণা পক্ষী৷
advertisement
7/7
গবেষকদের বক্তব্য, এই বয়স পর্যন্ত কোনও পাখির জীবিত থাকা এবং ডিম পাড়ার মতো ঘটনা অত্যন্ত বিরল৷
গবেষকদের বক্তব্য, এই বয়স পর্যন্ত কোনও পাখির জীবিত থাকা এবং ডিম পাড়ার মতো ঘটনা অত্যন্ত বিরল৷
advertisement
advertisement
advertisement