সারা বছর কিলবিল করে! শীত এলেই কোথায় 'ভ্যানিশ' হয়ে যায় বাংলার সাপেরা? চমকপ্রদ তথ্য
- Published by:Tias Banerjee
- local18
Last Updated:
Snake: হাজারিবাগের সর্পবন্ধু মুরারি সিং বলেন, শীতে সাপ চলে যায় এমন নয়। আসলে, তাদের কম দেখা যায়। সাধারণত, বেশিরভাগ সাপ শুধুমাত্র গ্রীষ্ম এবং বর্ষার মরশুমে সক্রিয় থাকে। এই কারণে, তাদের বনের পাশাপাশি বসতি এলাকায় দেখা যায়।
সারা বছর যে সাপগুলো নাস্তানাবুদ করে, শীতের শুরু হলে সেগুলো যায় কোথায়? প্রশ্ন জাগতেই পারে। সাপ বনে বসবাস করলেও খাদ্যের সন্ধানে তারা প্রায়ই বসতি, গ্রাম বা পাড়ার দিকে চলে যায়। সাপ বেশিরভাগ ইঁদুর এবং ব্যাঙের সন্ধানে বাড়িতে প্রবেশ করে। বিশেষ করে বর্ষাকালে সাপের আধিক্য দেখা যায়। কিন্তু শীত আসলেই সাপেরা যে কোথায় লুকোয়! কেন দেখা মেলে না তাদের? জানালেন সর্প বিশারদ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement