স্কুল বাসের রঙ কেন হলুদ হয়? অনেকেরই অজানা এই প্রশ্নের উত্তর, জেনে নিন

Last Updated:
School bus: স্কুল বাসের রঙ কেন সব সময় হলুদ হয়? আশ্চর্য এক কারণ রয়েছে এর পিছনে, জেনে নিন।
1/6
রঙ জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। রঙে সজ্জিত যে কোনও জড় বস্তু জীবন্ত হয়ে ওঠে। কিন্তু এই রঙের গুরুত্ব অনেক।
রঙ জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। রঙে সজ্জিত যে কোনও জড় বস্তু জীবন্ত হয়ে ওঠে। কিন্তু এই রঙের গুরুত্ব অনেক।
advertisement
2/6
শুধু ভারতে নয় পৃথিবীর প্রায় সব জায়গাতেই স্কুল বাস হলুদ রঙের হয়। এর পিছনে রয়েছে  নিরাপত্তাজনিত বৈজ্ঞানিক কারণ। এই হলুদ রঙকে বলা হয় ‘হাইওয়ে ইয়েলো’।
শুধু ভারতে নয় পৃথিবীর প্রায় সব জায়গাতেই স্কুল বাস হলুদ রঙের হয়। এর পিছনে রয়েছে নিরাপত্তাজনিত বৈজ্ঞানিক কারণ। এই হলুদ রঙকে বলা হয় ‘হাইওয়ে ইয়েলো’।
advertisement
3/6
রাস্তায় চলাচলকারী যানবাহনে শুধু স্কুল বাসই হলুদ নয়, বেশিরভাগ ট্যাক্সি এবং অটোও হলুদ রঙের হয়ে থাকে।
রাস্তায় চলাচলকারী যানবাহনে শুধু স্কুল বাসই হলুদ নয়, বেশিরভাগ ট্যাক্সি এবং অটোও হলুদ রঙের হয়ে থাকে।
advertisement
4/6
লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। তাই লাল রঙ সবচেয়ে দূর থেকে দেখা যায়। এই রঙ বিপদ সংকেত বা ট্র্যাফিক লাইটের জন্য ব্যবহৃত হয়। এর পর হলুদ রঙ। যার তরঙ্গদৈর্ঘ্য লালের চেয়ে কম। তবে নীলের চেয়ে বেশি। এই রঙ তাই স্কুল বাসে ব্যবহার করা হয়, যাতে রাস্তায় সেটি দূর থেকে দেখা যায়। বৃষ্টি বা কুয়াশাতেও হলুদ রঙ শনাক্ত করা যায়। হলুদের পেরিফেরাল দৃষ্টি লাল রঙের চেয়ে দেড় গুণ বেশি।
লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। তাই লাল রঙ সবচেয়ে দূর থেকে দেখা যায়। এই রঙ বিপদ সংকেত বা ট্র্যাফিক লাইটের জন্য ব্যবহৃত হয়। এর পর হলুদ রঙ। যার তরঙ্গদৈর্ঘ্য লালের চেয়ে কম। তবে নীলের চেয়ে বেশি। এই রঙ তাই স্কুল বাসে ব্যবহার করা হয়, যাতে রাস্তায় সেটি দূর থেকে দেখা যায়। বৃষ্টি বা কুয়াশাতেও হলুদ রঙ শনাক্ত করা যায়। হলুদের পেরিফেরাল দৃষ্টি লাল রঙের চেয়ে দেড় গুণ বেশি।
advertisement
5/6
স্রেফ সোজাসুজি নয়, কোনাকুনি অবস্থান থেকেও হলুদ রঙ দেখতে আমাদের কোনও অসুবিধা হয় না।  হলুদ রঙের পার্শ্বীয় পেরিফেরাল ভিউ লাল রঙের থেকে ১.২৪ গুণ বেশী।
স্রেফ সোজাসুজি নয়, কোনাকুনি অবস্থান থেকেও হলুদ রঙ দেখতে আমাদের কোনও অসুবিধা হয় না। হলুদ রঙের পার্শ্বীয় পেরিফেরাল ভিউ লাল রঙের থেকে ১.২৪ গুণ বেশী।
advertisement
6/6
সড়ক বা বাড়ি নির্মানের জন্য ব্যবহৃত বড় বড় ক্রেন বা বুলডোজার গাড়িগুলিতেও একই কারণে হলুদ রঙ করা হয়। পথ দুর্ঘটনা ঘটে চলমান বস্তু দেরিতে দেখার কারণে। তাই বিপদের হাত থেকে বাঁচতে এবং দুর্ঘটনার প্রবণতা কমাতে স্কুল বাসে হলুদ রঙ করা হয়।
সড়ক বা বাড়ি নির্মানের জন্য ব্যবহৃত বড় বড় ক্রেন বা বুলডোজার গাড়িগুলিতেও একই কারণে হলুদ রঙ করা হয়। পথ দুর্ঘটনা ঘটে চলমান বস্তু দেরিতে দেখার কারণে। তাই বিপদের হাত থেকে বাঁচতে এবং দুর্ঘটনার প্রবণতা কমাতে স্কুল বাসে হলুদ রঙ করা হয়।
advertisement
advertisement
advertisement