লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। তাই লাল রঙ সবচেয়ে দূর থেকে দেখা যায়। এই রঙ বিপদ সংকেত বা ট্র্যাফিক লাইটের জন্য ব্যবহৃত হয়। এর পর হলুদ রঙ। যার তরঙ্গদৈর্ঘ্য লালের চেয়ে কম। তবে নীলের চেয়ে বেশি। এই রঙ তাই স্কুল বাসে ব্যবহার করা হয়, যাতে রাস্তায় সেটি দূর থেকে দেখা যায়। বৃষ্টি বা কুয়াশাতেও হলুদ রঙ শনাক্ত করা যায়। হলুদের পেরিফেরাল দৃষ্টি লাল রঙের চেয়ে দেড় গুণ বেশি।