ভূপিন্দর সিংয়ের একটি বিশেষ পোলো দল ছিল। সেই দলে 8 জন শিখ ছিলেন। একবার তিনি আইরিশ দলকে খেলার জন্য আমন্ত্রণ জানান। খেলার আগে অ্যালকোহল দেওয়া হয়েছিল আইরিশ খেলোয়াড়দের। তাঁরাও বিদেশী দল হিসেবে ক্ষমতা প্রদর্শন করতে বেশি করে মদ্যপান শুরু করেন। বেশি মদ্যপানের কারণে বিদেশি দলের কেউই ভাল খেলতে পারেনি। বিদেশিরা অভিযোগ করে, পেগ বড় দেওয়া হয়েছিল। রাজা ভূপিন্দর সিং জবাবে বলেছিলেন, পাতিয়ালায় পেগ বড়ই হয়।