GK on Jean pocket: কখনও ভেবে দেখেছেন জিনসে ছোট পকেট কেন থাকে? এই প্রথা অনেক পুরনো, কারণ জানলে অবাক লাগবে

Last Updated:
GK on Jean pocket: সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েথে একজন প্রশ্ন করেছেন, কেন একটি জিন্সের ডান পকেটের উপরে একটি ছোট পকেট থাকে?
1/5
সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েথে একজন প্রশ্ন করেছেন, কেন একটি জিন্সের ডান পকেটের উপরে একটি ছোট পকেট থাকে?
সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েথে একজন প্রশ্ন করেছেন, কেন একটি জিন্সের ডান পকেটের উপরে একটি ছোট পকেট থাকে?
advertisement
2/5
ছোট পকেটের জন্য ঐতিহাসিক ব্যাখ্যাডেনিম নির্মাতাদের কাছ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি না পাওয়া গেলেও কেন ওই ছোট পকেট থাকে, তা নিয়ে একটি মত প্রচলিত রয়েছে। বিশ্বাস করা হয়, এই ছোট পকেটটি মূলত একটি পকেট ঘড়ি রাখার জন্য ডিজাইন করা হয়েছিল।
ছোট পকেটের জন্য ঐতিহাসিক ব্যাখ্যাডেনিম নির্মাতাদের কাছ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি না পাওয়া গেলেও কেন ওই ছোট পকেট থাকে, তা নিয়ে একটি মত প্রচলিত রয়েছে। বিশ্বাস করা হয়, এই ছোট পকেটটি মূলত একটি পকেট ঘড়ি রাখার জন্য ডিজাইন করা হয়েছিল।
advertisement
3/5
১৯ শতকে, যখন জিন্স প্রথমিক ভাবে ডিজাইন করা শুরু হয়েছিল, তখনও হাতঘড়ির ব্যবহার সেভাবে প্রচলিত ছিল না। (Photo Courtesy-Shazkeepingitsimple/Instagram)
১৯ শতকে, যখন জিন্স প্রথমিক ভাবে ডিজাইন করা শুরু হয়েছিল, তখনও হাতঘড়ির ব্যবহার সেভাবে প্রচলিত ছিল না। (Photo Courtesy-Shazkeepingitsimple/Instagram)
advertisement
4/5
আজ, পকেট ঘড়ির ব্যবহার আর নেই, মোবাইলেই চলে এসেছে ঘড়ি, সেই সঙ্গে বেড়েছে স্মার্টওয়াচের ব্যবহার। তবুও ঐতিহ্যের কথা ভেবে টিকে আছে জিনসের ছোট পকেটটি।
আজ, পকেট ঘড়ির ব্যবহার আর নেই, মোবাইলেই চলে এসেছে ঘড়ি, সেই সঙ্গে বেড়েছে স্মার্টওয়াচের ব্যবহার। তবুও ঐতিহ্যের কথা ভেবে টিকে আছে জিনসের ছোট পকেটটি।
advertisement
5/5
তখন সময় জানার জন্য ছোট পকেট ঘড়ির ব্যবহার করতেন সাধারণ মানুষ। সেই ঘড়িটিকে নিরাপদে রাখার জন্যই জিনসের ছোট পকেট ডিজাইন করা হয়।
তখন সময় জানার জন্য ছোট পকেট ঘড়ির ব্যবহার করতেন সাধারণ মানুষ। সেই ঘড়িটিকে নিরাপদে রাখার জন্যই জিনসের ছোট পকেট ডিজাইন করা হয়।
advertisement
advertisement
advertisement