কালো বেড়াল রাস্তা পেরলে, অনেকেই গাড়ি থামিয়ে দেন৷ স্রেফ মৃত্যুভয়৷ কালো বেড়াল নিয়ে নানাবিধ সংস্কার কিন্তু আজকের নয়৷ সেই মধ্যযুগ থেকেই কালো বেড়ালকে দুর্ভাগ্যের প্রতীক হিসেবে বিশ্বাস করা হয়৷ রইল কালো বেড়াল নিয়ে কিছু অজানা তথ্য৷
2/ 5
একসময় পোপ গ্রেগরি IX সিদ্ধান্ত নিয়েছিলেন, অশুভ আত্মাদের রুখতে কালো বেড়ালকে ব্যবহার করা হবে৷ কালো বেড়াল নাকি অশুভ আত্মাদের বন্ধু৷
3/ 5
মধ্যযুগে বিশ্বাস করা হত, কালো বেড়াল আসলে ডাইনি গোত্রের৷ ডাইনিরা সব সময় কালো বেড়াল পোষে, প্রতিবেশীদের উপর নজরদারি চালাতে৷
4/ 5
মধ্যযুগে বিশ্বাস করা হত, ব্যবসায়ী ও তাঁর পরিবারের প্রিয় বন্ধু হয় কালো বেড়াল৷
5/ 5
অনেকে কালো বেড়াল পুষতে চান না, স্রেফ আনলাকি বলে৷ একই সঙ্গে প্রচণ্ড চিত্কার করে এই বেড়াল৷ যা ভয়ার্ত৷
কালো বেড়াল রাস্তা পেরলে, অনেকেই গাড়ি থামিয়ে দেন৷ স্রেফ মৃত্যুভয়৷ কালো বেড়াল নিয়ে নানাবিধ সংস্কার কিন্তু আজকের নয়৷ সেই মধ্যযুগ থেকেই কালো বেড়ালকে দুর্ভাগ্যের প্রতীক হিসেবে বিশ্বাস করা হয়৷ রইল কালো বেড়াল নিয়ে কিছু অজানা তথ্য৷