ANT: সত্যিই কি সারাজীবন না ঘুমিয়ে থাকে পিঁপড়েরা? ২৪ ঘণ্টাই কি জাগে তারা?

Last Updated:
ANT: পিঁপড়েদের জীবন নিয়ে অনেক প্রশ্ন। তারা নাকি ঘুমোয় না একদম! সত্যি নাকি?
1/6
ওদের চোখে ঘুম নেই। মানুষ সহ প্রকৃতির যে কোনও প্রাণী যেভাবে ঘুমোয়, পিঁপড়েরা সেভাবে ঘুমোয় না। তবুও এরা ২৪ ঘণ্টা সক্রিয়।
ওদের চোখে ঘুম নেই। মানুষ সহ প্রকৃতির যে কোনও প্রাণী যেভাবে ঘুমোয়, পিঁপড়েরা সেভাবে ঘুমোয় না। তবুও এরা ২৪ ঘণ্টা সক্রিয়।
advertisement
2/6
অনেকে বলেন, পিঁপড়েরা একেবারেই ঘুমোয় না। আসলে সেটা সত্যি নয়। পিঁপড়ে সাধারণত দিনে ২৫০ বার পাওয়ার ন্যাপ নেয়। তবে একবারও তন্দ্রা এক মিনিটের বেশি হয় না। সেই হিসেব করলে পিঁপড়েরা দিনে ৪ ঘণ্টা ৪৮ মিনিট মতো বিশ্রাম নিয়ে নেয়।
অনেকে বলেন, পিঁপড়েরা একেবারেই ঘুমোয় না। আসলে সেটা সত্যি নয়। পিঁপড়ে সাধারণত দিনে ২৫০ বার পাওয়ার ন্যাপ নেয়। তবে একবারও তন্দ্রা এক মিনিটের বেশি হয় না। সেই হিসেব করলে পিঁপড়েরা দিনে ৪ ঘণ্টা ৪৮ মিনিট মতো বিশ্রাম নিয়ে নেয়।
advertisement
3/6
পিঁপড়েরা কীভাবে শ্বাস-প্রশ্বাস নেয়, তা নিয়েও অনেক প্রশ্ন। আসলে পিঁপড়েদের শ্বাস নেওয়ার প্রক্রিয়া বেশ জটিল। পিঁপড়েদের শরীরে অসংখ্য ছিদ্র থাকে। সেগুলির সঙ্গে টিউবস জুড়ে থাকে। ওই টিউবস-এর মাধ্যমেও পিঁপড়েরা শ্বাস-প্রশ্বাস নেয়।
পিঁপড়েরা কীভাবে শ্বাস-প্রশ্বাস নেয়, তা নিয়েও অনেক প্রশ্ন। আসলে পিঁপড়েদের শ্বাস নেওয়ার প্রক্রিয়া বেশ জটিল। পিঁপড়েদের শরীরে অসংখ্য ছিদ্র থাকে। সেগুলির সঙ্গে টিউবস জুড়ে থাকে। ওই টিউবস-এর মাধ্যমেও পিঁপড়েরা শ্বাস-প্রশ্বাস নেয়।
advertisement
4/6
পিঁপড়ের কান নেই। শোনা বা আন্দাজ করার কাজটা পায়ের নিচে কম্পনের মাধ্যমে করে পিঁপড়েরা। বিপদ বুঝলে সরে পড়ে চট করে। এই জন্য পিঁপড়েরা দল বেঁধে চলে। যাতে একজন বিপদ টের পেলে বাকিদের জানিয়ে দিতে পারে।
পিঁপড়ের কান নেই। শোনা বা আন্দাজ করার কাজটা পায়ের নিচে কম্পনের মাধ্যমে করে পিঁপড়েরা। বিপদ বুঝলে সরে পড়ে চট করে। এই জন্য পিঁপড়েরা দল বেঁধে চলে। যাতে একজন বিপদ টের পেলে বাকিদের জানিয়ে দিতে পারে।
advertisement
5/6
যে কোনও পিঁপড়ের পাখা গজানোর ক্ষমতা থাকে। তবে বাড়িতে যে পিঁপড়েরা থাকে তারা প্রয়োজন নেই বলে পাখা গজাতে উদ্যত হয় না। শ্রমিক পিঁপড়েরা সাধারণত পাখা ছাড়াই থাকে।
যে কোনও পিঁপড়ের পাখা গজানোর ক্ষমতা থাকে। তবে বাড়িতে যে পিঁপড়েরা থাকে তারা প্রয়োজন নেই বলে পাখা গজাতে উদ্যত হয় না। শ্রমিক পিঁপড়েরা সাধারণত পাখা ছাড়াই থাকে।
advertisement
6/6
শীতকালে পিঁপড়েদের দেখা যায় না। বরফের দেশে পিঁপড়েদের দেখা মেলে না সাধারণত।
শীতকালে পিঁপড়েদের দেখা যায় না। বরফের দেশে পিঁপড়েদের দেখা মেলে না সাধারণত।
advertisement
advertisement
advertisement