কোন দেবতা কোন গাছে থাকেন, এই উদ্ভিদগুলির আরাধনায় হয় আর্থিক সমৃদ্ধি সংসারে থাকে শান্তি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Hindu Mythology: ধর্মীয় শাস্ত্র অনুসারে, আমলকি, তুলসি এবং কলা গাছে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর বাসস্থান বলে বিশ্বাস করা হয়।
#কলকাতা: ধর্মীয় শাস্ত্র অনুসারে, আমলকি, তুলসি এবং কলা গাছে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর বাসস্থান বলে বিশ্বাস করা হয়। এই কারণেই নিয়মিত তাদের জল দিলে সংসারে সুখ ও সমৃদ্ধি আসে। এছাড়াও, ভগবান বিষ্ণুকে প্রসন্ন করার জন্য একাদশীতে আমলকি গাছে জল দেওয়া হয়। প্রতি বৃহস্পতিবার কলা গাছে হলুদ মিশ্রিত জল নিবেদন করলে বৈষয়িক সুখ বৃদ্ধি হয়৷
advertisement
advertisement
advertisement
advertisement