কোন দেবতা কোন গাছে থাকেন, এই উদ্ভিদগুলির আরাধনায় হয় আর্থিক সমৃদ্ধি সংসারে থাকে শান্তি

Last Updated:
Hindu Mythology: ধর্মীয় শাস্ত্র অনুসারে, আমলকি, তুলসি এবং কলা গাছে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর বাসস্থান বলে বিশ্বাস করা হয়।
1/5
#কলকাতা: ধর্মীয় শাস্ত্র অনুসারে, আমলকি, তুলসি এবং কলা গাছে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর বাসস্থান বলে বিশ্বাস করা হয়। এই কারণেই নিয়মিত তাদের জল দিলে সংসারে সুখ ও সমৃদ্ধি আসে। এছাড়াও, ভগবান বিষ্ণুকে প্রসন্ন করার জন্য একাদশীতে আমলকি গাছে জল দেওয়া হয়। প্রতি বৃহস্পতিবার কলা গাছে হলুদ মিশ্রিত জল নিবেদন করলে বৈষয়িক সুখ বৃদ্ধি হয়৷
#কলকাতা: ধর্মীয় শাস্ত্র অনুসারে, আমলকি, তুলসি এবং কলা গাছে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর বাসস্থান বলে বিশ্বাস করা হয়। এই কারণেই নিয়মিত তাদের জল দিলে সংসারে সুখ ও সমৃদ্ধি আসে। এছাড়াও, ভগবান বিষ্ণুকে প্রসন্ন করার জন্য একাদশীতে আমলকি গাছে জল দেওয়া হয়। প্রতি বৃহস্পতিবার কলা গাছে হলুদ মিশ্রিত জল নিবেদন করলে বৈষয়িক সুখ বৃদ্ধি হয়৷
advertisement
2/5
ধর্মীয় বিশ্বাস অনুসারে, মা লক্ষ্মী কদম্ব বা কদম গাছে বাস করেন বলে বিশ্বাস করা হয়। দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে হলে কদম গাছের নিচে বসে যজ্ঞ করতে হবে। এতেই মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘরে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে৷
ধর্মীয় বিশ্বাস অনুসারে, মা লক্ষ্মী কদম্ব বা কদম গাছে বাস করেন বলে বিশ্বাস করা হয়। দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে হলে কদম গাছের নিচে বসে যজ্ঞ করতে হবে। এতেই মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘরে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে৷
advertisement
3/5
দেবাদিদেব মহাদেব বেল গাছ  ও বটবৃক্ষে বাস করেন বলে বিশ্বাস করা হয়। নিয়মিতভাবে ভগবান শিবকে বেল পাতা নিবেদন করলে সব ইচ্ছা পূরণ হয়। অন্যদিকে, ত্রয়োদশীর দিন বটবৃক্ষের পুজো করে মহাদেব খুশি হন এবং সংসারে শান্তি বজায় থাকে৷
দেবাদিদেব মহাদেব বেল গাছ  ও বটবৃক্ষে বাস করেন বলে বিশ্বাস করা হয়। নিয়মিতভাবে ভগবান শিবকে বেল পাতা নিবেদন করলে সব ইচ্ছা পূরণ হয়। অন্যদিকে, ত্রয়োদশীর দিন বটবৃক্ষের পুজো করে মহাদেব খুশি হন এবং সংসারে শান্তি বজায় থাকে৷
advertisement
4/5
ভগবান শিবকে লজ্জাবতী পাতা নিবেদন করলে তিনি  খুব খুশি হন এছাড়াও প্রতি শনিবার লজ্জাবতী গাছের কাছে সরিষার তেলের প্রদীপ জ্বালালে ঘরে আসা সমস্ত ঝামেলা দূর হয়। নেতিবাচক শক্তির প্রভাব আপনার ঘর  থেকে বিতাড়িত হয়৷
ভগবান শিবকে লজ্জাবতী পাতা নিবেদন করলে তিনি  খুব খুশি হন এছাড়াও প্রতি শনিবার লজ্জাবতী গাছের কাছে সরিষার তেলের প্রদীপ জ্বালালে ঘরে আসা সমস্ত ঝামেলা দূর হয়। নেতিবাচক শক্তির প্রভাব আপনার ঘর  থেকে বিতাড়িত হয়৷
advertisement
5/5
ধর্মীয় বিশ্বাস অনুসারে, প্রতি বুধবার নিয়মিতভাবে হলুদের সঙ্গে  দুর্বা গণেশকে অর্পণ করলে সব ধরণের ঝামেলা দূর হয়। Disclaimer- এই প্রতিবেদন News 18 Bangla-র নিজস্ব মত নয় এটা প্রচলিত মতের ভিত্তিতে লেখা একটি প্রতিবেদন৷  
ধর্মীয় বিশ্বাস অনুসারে, প্রতি বুধবার নিয়মিতভাবে হলুদের সঙ্গে  দুর্বা গণেশকে অর্পণ করলে সব ধরণের ঝামেলা দূর হয়। Disclaimer- এই প্রতিবেদন News 18 Bangla-র নিজস্ব মত নয় এটা প্রচলিত মতের ভিত্তিতে লেখা একটি প্রতিবেদন৷  
advertisement
advertisement
advertisement