World's Happiest Country : অনেক তো কুইজ দেখেন, বিশ্বের সবথেকে সুখী দেশ কোনটা বলুন তো? কেন এত সুখ সে দেশে?
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Happiest Country in the World: সব পেয়েছি-র দেশ, সকলের মুখে আনন্দের হাসি! জানেন কোন দেশে সুখের শেষ নেই
মুদ্রাস্ফীতি, বেকারত্বসহ সব ধরনের সমস্যা সারা বিশ্বে মানুষকে কষ্ট দিচ্ছে। সকলের কপালেই চিন্তার ভাঁজ৷ একটা পরিবারও মেলা মুশকিল যেখানে কোনও সমস্যা নেই৷ তবে এর মধ্যেও রয়েছে এমন এক দেশ যেখানে সুখের অন্তঃ নেই৷ বিশ্বের একমাত্র দেশ যেটি গত ৬ বছর ধরে সবচেয়ে সুখী দেশ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। কীসের ভিত্তিতে এই সুখ, জানিয়েছেন মনোবিজ্ঞানী ফ্রাঙ্ক মার্টেলা৷
advertisement
নিউইয়র্ক পোস্টের রিপোর্ট অনুযায়ী, মার্টেলা বলেছেন- তিনটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে এই তকমার পিছনে, যা এখানকার মানুষ তাদের দৈনন্দিন জীবনে অনুসরণ করে। যে কোনও দেশের মানুষ যদি এই নিয়মগুলো মেনে চলতে শুরু করেন তাহলে সুখী হতে বেশি সময় লাগবে না। এছাড়াও, সকলের মনে সংহতির অনুভূতি তৈরি হবে, যা খারাপ পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি দেবে।
advertisement
প্রথম নিয়ম হল সম্প্রদায়ের জন্য বেঁচে থাকার অনুভূতি। মার্টেলা বলেন, ফিনল্যান্ডের মানুষ তাদের আশেপাশের সকলের যত্ন নেন। এমন কিছু করার চেষ্টা করেন যাতে নিজেদের পাশাপাশি অন্যরাও সুখে থাকতে পারেন৷ নানা পরিস্থিতিতে অন্যদের পাশে দাঁড়ান৷ কাউকে সঙ্কটের পরিস্থিতিতে সাহায্য করেন তবে তিনি সবসময় আপনার কাছে ঋণী থাকবে। এবং আপনার সমস্যাও তারা উপকার করবেন৷
advertisement
advertisement
advertisement
advertisement
ফিনল্যান্ডে যারা বেশি আয় করেন এবং যারা কম উপার্জন করেন তাদের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। সরকারী স্বাস্থ্যসেবা দারুণ ব্যবস্থা রয়েছে। গণপরিবহণ বেশ সস্তা এবং নির্ভরযোগ্য। জনগণের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে৷ এই সব কারণে গত ৬ বছর ধরে ফিনল্যান্ড বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে উঠে এসে বিভিন্ন সমীক্ষায়৷