Alcohol : সপ্তাহে একদিন মদ খেলে শরীরে কী হয়? অনেকেরই এই অভ্যেস রয়েছে, শুনে নিন ডাক্তার কী বলছেন এই ব্যাপারে...
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Alcohol Habit : সপ্তাহান্তে কিংবা উৎসবে অল্প অ্যালকোহল পান করে থাকেন অনেকে। চিকিৎসকরা বলছেন, এই ধারণা সম্পূর্ণ ভুল। অল্প মদ্যপানের অভ্যেসেও লিভারের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
advertisement
advertisement
advertisement
লিভার বিশেষজ্ঞ ডাঃ সিরিয়াক এবি ফিলিপস সোশ্যাল মিডিয়ায় একটি সচেতনতা মূলক ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি ৩২ বছর বয়সী পুরুষের লিভার ও তাঁর স্ত্রীর লিভারের তুলনামূলক ছবি তুলে ধরেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, স্বামীর লিভার কালো, তাতে দাগ রয়েছে। স্বামী সপ্তাহে এক-দুবার মদ্যপান করতেন। ওদিকে, স্ত্রীর লিভার গোলাপি রঙের।তিনি কখনও মদ্যপান করেননি।
advertisement