Snake Rescue Tips : বর্ষাকাল, ঘরে সাপ ঢুকলে যে কাজটা একদম করতে নেই...! জেনে রাখলে পালাবে 'বিষধর'

Last Updated:
Snake At Home- সাপ দেখামাত্রই বাড়ির শান্তি বজায় রাখার চেষ্টা করুন৷ কেউ যেন চেঁচামেচি বা দৌড়াদৌড়ি না করে৷ আপনার পরিবারে পোষ্য থাকলে তাকে কোনও ঘরে বন্ধ করে দিন। নিজে থেকে সাপ ধরার চেষ্টা করবেন না।
1/7
ঘরে সাপ! কথাটা শুনলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে, তাই তো! তবে বর্ষার এই সময় গ্রামেগঞ্জে, মফঃস্বলে অনেকের বাড়িতে ঢুকে পড়ে সাপ। বেশিরভাগ সময়ই তারা খাবারের খোঁজে ঢুকে পড়ে বাড়িতে।
ঘরে সাপ! কথাটা শুনলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে, তাই তো! তবে বর্ষার এই সময় গ্রামেগঞ্জে, মফঃস্বলে অনেকের বাড়িতে ঢুকে পড়ে সাপ। বেশিরভাগ সময়ই তারা খাবারের খোঁজে ঢুকে পড়ে বাড়িতে।
advertisement
2/7
বর্ষার শুরুতেই সাপের প্রকট বাড়ে বাংলর বিস্তীর্ণ এলাকা জুড়ে। বর্ষার সময় মাঠ ঘাট জলে পরিপূর্ণ হয়ে থাকে। এই সময় বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে। তবে সাপ বাড়িতে ঢুকে পড়লে একেবারে ভয় পাবেন না।  সাপ না মেরে কীভাবে বিষধরের কামড় থেকে রক্ষা পাবেন সেটাই আজ আমরা এই প্রতিবেদনে জানাব।
বর্ষার শুরুতেই সাপের প্রকট বাড়ে বাংলর বিস্তীর্ণ এলাকা জুড়ে। বর্ষার সময় মাঠ ঘাট জলে পরিপূর্ণ হয়ে থাকে। এই সময় বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে। তবে সাপ বাড়িতে ঢুকে পড়লে একেবারে ভয় পাবেন না। সাপ না মেরে কীভাবে বিষধরের কামড় থেকে রক্ষা পাবেন সেটাই আজ আমরা এই প্রতিবেদনে জানাব।
advertisement
3/7
বাড়িতে বেশিরভাগ মানুষই হঠাৎ সাপ দেখতে পেয়ে খুবই ভয় পেয়ে যান। অযথা ভয় পাবেন না, সাহস বজায় রাখতে হবে। কিছু নিয়ম মেনে চললেই সম্ভাব্য বিপদ থেকে রক্ষা পেতে পারেন৷ তবে সবার আগে মনে রাখবেন, কোনওভাবেই সাপের গায়ে আঘাত করা যাবে না। এতে পরিস্থিতি ভয়াবহ হয়ে যেতে পারে।
বাড়িতে বেশিরভাগ মানুষই হঠাৎ সাপ দেখতে পেয়ে খুবই ভয় পেয়ে যান। অযথা ভয় পাবেন না, সাহস বজায় রাখতে হবে। কিছু নিয়ম মেনে চললেই সম্ভাব্য বিপদ থেকে রক্ষা পেতে পারেন৷ তবে সবার আগে মনে রাখবেন, কোনওভাবেই সাপের গায়ে আঘাত করা যাবে না। এতে পরিস্থিতি ভয়াবহ হয়ে যেতে পারে।
advertisement
4/7
তা হলে প্রশ্ন হল, পরিস্থিতি কীভাবে সামলাবেন? সাপ যেদিকে আছে, সেদিকে হঠাৎ কোনও নড়াচড়া করবেন না। সাপকে ভয় দেখিয়ে বা কোনও কিছু দিয়ে খোঁচা দিয়ে, আক্রমণ করে তাকে সরানোর চেষ্টা করবেন না। তাতে হিতে বিপরীত হতে পারে৷ পরিবর্তে, যদি দেখেন সাপটি কোথাও কোনও দিকে যাচ্ছে, তাহলে তাকে নির্বিঘ্নে যেতে দিন।
তা হলে প্রশ্ন হল, পরিস্থিতি কীভাবে সামলাবেন? সাপ যেদিকে আছে, সেদিকে হঠাৎ কোনও নড়াচড়া করবেন না। সাপকে ভয় দেখিয়ে বা কোনও কিছু দিয়ে খোঁচা দিয়ে, আক্রমণ করে তাকে সরানোর চেষ্টা করবেন না। তাতে হিতে বিপরীত হতে পারে৷ পরিবর্তে, যদি দেখেন সাপটি কোথাও কোনও দিকে যাচ্ছে, তাহলে তাকে নির্বিঘ্নে যেতে দিন।
advertisement
5/7
সাপ দেখামাত্রই বাড়ির শান্তি বজায় রাখার চেষ্টা করুন৷ কেউ যেন চেঁচামেচি বা দৌড়াদৌড়ি না করে৷ আপনার পরিবারে পোষ্য থাকলে তাকে কোনও ঘরে বন্ধ করে দিন। নিজে থেকে সাপ ধরার চেষ্টা করবেন না। শুধু আস্তে আস্তে সাপ যেদিকে আছে, তার বিপরীত দিকে পিছিয়ে আসতে থাকুন। এর পর সাপের উপর লক্ষ্য রাখুন।
সাপ দেখামাত্রই বাড়ির শান্তি বজায় রাখার চেষ্টা করুন৷ কেউ যেন চেঁচামেচি বা দৌড়াদৌড়ি না করে৷ আপনার পরিবারে পোষ্য থাকলে তাকে কোনও ঘরে বন্ধ করে দিন। নিজে থেকে সাপ ধরার চেষ্টা করবেন না। শুধু আস্তে আস্তে সাপ যেদিকে আছে, তার বিপরীত দিকে পিছিয়ে আসতে থাকুন। এর পর সাপের উপর লক্ষ্য রাখুন।
advertisement
6/7
ঘর থেকে বেরিয়ে আসতে পারলে দরজা ধীরে বন্ধ করে দিন ও জানলা খোলা রাখুন৷ চেনা-জানা কোনও সর্প বিশারদ থাকলে ফোন করে ডাকতে পারেন। না হলে সরকারি অ্যানিমাল রেসকিউ টিম-এ ফোন করতে পারেন।
ঘর থেকে বেরিয়ে আসতে পারলে দরজা ধীরে বন্ধ করে দিন ও জানলা খোলা রাখুন৷ চেনা-জানা কোনও সর্প বিশারদ থাকলে ফোন করে ডাকতে পারেন। না হলে সরকারি অ্যানিমাল রেসকিউ টিম-এ ফোন করতে পারেন।
advertisement
7/7
সাপকে কোনওভাবেই উত্যক্ত করবেন না, সাপের গায়ে কোনও কিছু দিয়ে আঘাত করবেন না। এতে সে ভয় পেয়ে যে কোনওদিকে ছুটে আসতে পারে। বাড়িতে বাচ্চা থাকলে সবার আগে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিন। কোনও বদ্ধ জায়গায় সাপ ঢুকে আটকে গেলে আপনার কাছে রেসকিউ টিমের সদস্যদের ফোন করা ছাড়া উপায় থাকবে না।
সাপকে কোনওভাবেই উত্যক্ত করবেন না, সাপের গায়ে কোনও কিছু দিয়ে আঘাত করবেন না। এতে সে ভয় পেয়ে যে কোনওদিকে ছুটে আসতে পারে। বাড়িতে বাচ্চা থাকলে সবার আগে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিন। কোনও বদ্ধ জায়গায় সাপ ঢুকে আটকে গেলে আপনার কাছে রেসকিউ টিমের সদস্যদের ফোন করা ছাড়া উপায় থাকবে না।
advertisement
advertisement
advertisement