advertisement
advertisement
♦ শাস্ত্র মতে ভগবান শিবের মূর্তি বাড়িতে রাখা যেতেই পারে কিন্তু ভুলেও শিবলিঙ্গ নয়। কারণ শিবলিঙ্গের পুজোয় এমন কিছু নিয়ম থাকে যেগুলো না মেনে চললে প্রভূত ক্ষতি হতে পারে, আপনার এবং আপনার পরিবারের। তাই বাড়িতে শিবের মূর্তি রাখুন কিন্তু ভুলেও শিবলিঙ্গ নয়। বেশ কিছু নিয়ম আছে শিবলিঙ্গ পুজো করার সেগুলো না মেনে চললে সমুহ বিপদের আশঙ্কা থেকে যায়।
advertisement
♦ তাই প্রতিবার ঠিক ঠিক নিয়ম মেনে শিবলিঙ্গ পুজো হচ্ছে কিনা সেটা দেখা দরকার। নয়তো বাড়িতে শিবলিঙ্গ রাখা-ই উচিত নয়। সেক্ষেত্রে পরিবারের মধ্যে রোগ ব্যাধির প্রকোপ বৃদ্ধি পেতে পারে, অর্থনৈতিক সমস্যা ও দেখা যেতে পারে। তো বাড়িতে আপনি শিব ঠাকুরের মূর্তি বা ছবি রাখতে পারেন, সেক্ষেত্রে এত নিয়ম মানতে হয় না, তবে সেক্ষেত্রেও কিছু নিয়ম তো অবশ্যই মানতে হয়। তাই একান্তই যদি শিবের পুজো করতে হয় তাহলে কী কী বিষয় মেনে চলতে হবে সে বিষয়ে জেনে নেওয়া জরুরি।
advertisement
♦ কোথায় রাখবেন শিবের ছবি বা মূর্তি: শাস্ত্র মতে শিব ঠাকুরের মূর্তি সবসময় বাড়ির উত্তর পূর্ব দিকে মুখ করে রাখতে হয়। এতে পরিবারের উপর দেবাদিদেব এর করুণা বিকশিত হয়। ফলে খারাপ কিছুর আশঙ্কা থেকে মুক্তি পেতে পারেন এবং অর্থনৈতিক উন্নতি হওয়ার সুযোগ থাকে। আর ঠাকুরের ছবি বা মূর্তি কখনও মাটিতে রাখা চলবে না। যদি একান্তই রাখতে হয়, তাহলে ভাল করে পরিষ্কার করে সেখানে কোনও সাদা কাপড় বিছিয়ে রাখতে হবে।
advertisement
♦ ধ্যানমগ্ন শিব: শাস্ত্রানুযায়ী বাড়িতে শিবের ধ্যানমগ্ন মূর্তি বা ছবি রাখলে গৃহস্থের প্রভুত উপকার হয়। পরিবারের প্রতিটি সদস্যের মন শান্ত হয়, রাগ দূরে থাকে এবং পরিবারের সবাই মিলেমিশে থাকে। প্রসঙ্গত ভুলেও বাড়িতে নটরাজের মূর্তি রাখবেন না যেন। কারণ শাস্ত্র মতে মহাদেবের এমন মূর্তি রাখলে খারাপ কিছু ঘটে যাওয়ার আশঙ্কা থেকে যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement