XXL, XL, XS.., জামার সাইজের এই 'X' শব্দের মানে কী বলুন তো? 'সঠিক' উত্তর জানেন না অনেকেই! আপনি জানেন তো?

Last Updated:
What is Meaning of X in Clothes: আমরা যখনই জামা-কাপড় কিনতে যাই, কয়েকটা সংখ্যা বা শব্দ বা অক্ষর আমাদের প্রায়সই চোখে পরে। সংখ্যাগুলিতে লেখা থাকে ৪০, ৪২ বা ৪৪, কিন্তু অনেক পোশাকের গায়ে XL বা XXL লেখা থাকে। এমতাবস্থায় প্রশ্ন জাগে এর মানে কী? দেখা যায়, ৯৯ শতাংশ মানুষই কিন্তু জানেন না আসল উত্তরটি।
1/10
প্রায়ই সোশ্যাল মিডিয়ায় আমরা এমন কিছু প্রশ্নের মুখোমুখি হই যার উত্তর জানা থাকলেও তৎক্ষণাৎ মনে পরে না। আবার এই সব প্রশ্ন ও তার সঠিক উত্তরই অনেক সময় চায়ের আসরে ঝড় তোলে। কারণ আসল কথা হল, উত্তর তো অনেকেই জানেন কিন্তু সঠিক উত্তর জানেন ক'জন?
প্রায়ই সোশ্যাল মিডিয়ায় আমরা এমন কিছু প্রশ্নের মুখোমুখি হই যার উত্তর জানা থাকলেও তৎক্ষণাৎ মনে পরে না। আবার এই সব প্রশ্ন ও তার সঠিক উত্তরই অনেক সময় চায়ের আসরে ঝড় তোলে। কারণ আসল কথা হল, উত্তর তো অনেকেই জানেন কিন্তু সঠিক উত্তর জানেন ক'জন?
advertisement
2/10
জিকে বা সাধারণ জ্ঞানের চর্চায় বর্তমান স্মার্ট যুগে আমরা মোবাইলের মাধ্যমে অনেক সময় অজানা নানা প্রশ্নের মুখোমুখি হয়ে তার উত্তর খোঁজা শুরু করি। কিন্তু কিছু খুব সাধারণ বিষয় আছে যেগুলি সম্পর্কে আমরা খুব একটা জানতে চাই না।
জিকে বা সাধারণ জ্ঞানের চর্চায় বর্তমান স্মার্ট যুগে আমরা মোবাইলের মাধ্যমে অনেক সময় অজানা নানা প্রশ্নের মুখোমুখি হয়ে তার উত্তর খোঁজা শুরু করি। কিন্তু কিছু খুব সাধারণ বিষয় আছে যেগুলি সম্পর্কে আমরা খুব একটা জানতে চাই না।
advertisement
3/10
এমনই একটি প্রশ্ন নিয়ে আজ এই প্রতিবেদনে মাথা ঘামানো যাক। আজ আমরা আপনাকে আপনার পোশাক নিয়েই এমন একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চলেছি যার উত্তর চট করে দিতে গেলে মাথা চুলকাবেন অনেকেই। আবার সঠিক উত্তরে অনেকেই অবাক হবেন। কারণ এখনও অনেকেই হয়তো এর অর্থ জানেন না।
এমনই একটি প্রশ্ন নিয়ে আজ এই প্রতিবেদনে মাথা ঘামানো যাক। আজ আমরা আপনাকে আপনার পোশাক নিয়েই এমন একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চলেছি যার উত্তর চট করে দিতে গেলে মাথা চুলকাবেন অনেকেই। আবার সঠিক উত্তরে অনেকেই অবাক হবেন। কারণ এখনও অনেকেই হয়তো এর অর্থ জানেন না।
advertisement
4/10
আমরা যখনই জামা-কাপড় কিনতে যাই, কয়েকটা সংখ্যা বা শব্দ বা অক্ষর আমাদের প্রায়সই চোখে পরে। সংখ্যাগুলিতে লেখা থাকে ৪০, ৪২ বা ৪৪, কিন্তু অনেক পোশাকের গায়ে XL বা XXL লেখা থাকে। এমতাবস্থায় প্রশ্ন জাগে এর মানে কী? দেখা যায়, ৯৯ শতাংশ মানুষই কিন্তু জানেন না আসল উত্তরটি।
আমরা যখনই জামা-কাপড় কিনতে যাই, কয়েকটা সংখ্যা বা শব্দ বা অক্ষর আমাদের প্রায়সই চোখে পরে। সংখ্যাগুলিতে লেখা থাকে ৪০, ৪২ বা ৪৪, কিন্তু অনেক পোশাকের গায়ে XL বা XXL লেখা থাকে। এমতাবস্থায় প্রশ্ন জাগে এর মানে কী? দেখা যায়, ৯৯ শতাংশ মানুষই কিন্তু জানেন না আসল উত্তরটি।
advertisement
5/10
আসলে সবসময় চোখে পড়লেও আমরা কখনই এর অর্থ জানতে তেমন আগ্রহী হই না। শুধু জামাকাপড়ই কিন্তু নয়, এমন নানা কোড শব্দ কিন্তু খাদ্য সামগ্রীতেও লেখা থাকে। যার অধিকাংশেরই মানে আমাদের অজানা। এমতাবস্থায় আজ চলুন জেনে নেওয়া যাক জামার গায়ে লেখা এই X এর আসল অর্থ কী?
আসলে সবসময় চোখে পড়লেও আমরা কখনই এর অর্থ জানতে তেমন আগ্রহী হই না। শুধু জামাকাপড়ই কিন্তু নয়, এমন নানা কোড শব্দ কিন্তু খাদ্য সামগ্রীতেও লেখা থাকে। যার অধিকাংশেরই মানে আমাদের অজানা। এমতাবস্থায় আজ চলুন জেনে নেওয়া যাক জামার গায়ে লেখা এই X এর আসল অর্থ কী?
advertisement
6/10
আসলে, XL, XXL সাইজের জামা-কাপড়ে, 'X' মানে অতিরিক্ত এবং 'L' মানে বড়। আমরা যদি এই ভাবে দুই অর্থ এক করে দেখি তবে, XL মানে হয় অতিরিক্ত বড়। যেখানে, XXL মানে অতিরিক্ত অতিরিক্ত বড়। তার মানে এক্স মানে অতিরিক্ত।
আসলে, XL, XXL সাইজের জামা-কাপড়ে, 'X' মানে অতিরিক্ত এবং 'L' মানে বড়। আমরা যদি এই ভাবে দুই অর্থ এক করে দেখি তবে, XL মানে হয় অতিরিক্ত বড়। যেখানে, XXL মানে অতিরিক্ত অতিরিক্ত বড়। তার মানে এক্স মানে অতিরিক্ত।
advertisement
7/10
সাধারণত, XL সাইজের শার্টের মাপ ৪২ ইঞ্চি এবং XXL শার্ট বা জামাকাপড়ের আকার ৪৪ ইঞ্চি হয়ে থাকে। যেখানে, XXXL আকার ৪৬ ইঞ্চি হয়। এমতাবস্থায়, আপনি যদি আপনার শার্টের আকার জানেন তবে XL, XXL দেখেই আপনি বুঝতে পারবেন কোন শার্টটি আপনাকে মানাবে বা কোনটি আসলে আপনার সাইজের।
সাধারণত, XL সাইজের শার্টের মাপ ৪২ ইঞ্চি এবং XXL শার্ট বা জামাকাপড়ের আকার ৪৪ ইঞ্চি হয়ে থাকে। যেখানে, XXXL আকার ৪৬ ইঞ্চি হয়। এমতাবস্থায়, আপনি যদি আপনার শার্টের আকার জানেন তবে XL, XXL দেখেই আপনি বুঝতে পারবেন কোন শার্টটি আপনাকে মানাবে বা কোনটি আসলে আপনার সাইজের।
advertisement
8/10
একইভাবে, XS, S, M এবং L আকার বা সাইজও রয়েছে। যার অর্থ খুব ছোট, ছোট, মাঝারি এবং বড়। তার মানে একটা ছোট, একটা একটু বড় আর একটা শার্ট তার থেকে আরও একটু বেশি বড়।
একইভাবে, XS, S, M এবং L আকার বা সাইজও রয়েছে। যার অর্থ খুব ছোট, ছোট, মাঝারি এবং বড়। তার মানে একটা ছোট, একটা একটু বড় আর একটা শার্ট তার থেকে আরও একটু বেশি বড়।
advertisement
9/10
তবে এর পরেও কোনও কোনও কোম্পানি শার্টের আকার বাড়াতে বা কমাতে পারে। এমতাবস্থায় এই পার্থক্যটিকে খুবই গৌণ বলে মনে করা হয়। কিন্তু শার্ট বা শার্টের আকৃতি বা সাইজ সহজে বোঝার জন্য এই এক্স অক্ষর ব্যবহার করা হয় প্রায় সব পোশাকেই।
তবে এর পরেও কোনও কোনও কোম্পানি শার্টের আকার বাড়াতে বা কমাতে পারে। এমতাবস্থায় এই পার্থক্যটিকে খুবই গৌণ বলে মনে করা হয়। কিন্তু শার্ট বা শার্টের আকৃতি বা সাইজ সহজে বোঝার জন্য এই এক্স অক্ষর ব্যবহার করা হয় প্রায় সব পোশাকেই।
advertisement
10/10
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।
advertisement
advertisement
advertisement