Voter Card : ভোটার কার্ড হারিয়ে গেলে কী করতে হয়? EPIC নম্বর যদি না থাকে! জেনে নিন নিয়ম

Last Updated:
Voter Id Card- EPIC নম্বর হল ১০টি ক্যারাকটারের একটি অ্যালফানিউমেরিক কোড। নির্বাচন কমিশন এই নম্বর প্রতিটি ভোটারকে দেয়। ভোটার কার্ড হারিয়ে ফেলার পর নতুন কার্ডের জন্য আবেদন করতেও EPIC নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
1/6
ভোটার কার্ড। ভারতীয় নাগরিকদের কাছে অত্যন্ত জরুরি একটি নথি। এই নথি থাকলে তবেই মেলে ভোটাধিকার। ভারতীয় নাগরিকরা ১৮ বছর বয়স হলেই ভোটার কার্ড ইস্যু করার অধিকার পান।
ভোটার কার্ড। ভারতীয় নাগরিকদের কাছে অত্যন্ত জরুরি একটি নথি। এই নথি থাকলে তবেই মেলে ভোটাধিকার। ভারতীয় নাগরিকরা ১৮ বছর বয়স হলেই ভোটার কার্ড ইস্যু করার অধিকার পান।
advertisement
2/6
ভোটার কার্ডে একটি জরুরি নম্বর থাকে। সেটি হল ইলেকটর্স ফটো আডেনটিটি কার্ড (EPIC)। এই নম্বর খেয়াল করেছেন অনেকেই। তবে এই নম্বরের গুরুত্ব জানেন না। ডুপ্লিকেট ভোটার আটকাতে এবং সঠিক ভোটার চিহ্নিত করতে এই নম্বর খুবই গুরুত্বপূর্ণ।
ভোটার কার্ডে একটি জরুরি নম্বর থাকে। সেটি হল ইলেকটর্স ফটো আডেনটিটি কার্ড (EPIC)। এই নম্বর খেয়াল করেছেন অনেকেই। তবে এই নম্বরের গুরুত্ব জানেন না। ডুপ্লিকেট ভোটার আটকাতে এবং সঠিক ভোটার চিহ্নিত করতে এই নম্বর খুবই গুরুত্বপূর্ণ।
advertisement
3/6
EPIC নম্বর হল ১০টি ক্যারাকটারের একটি অ্যালফানিউমেরিক কোড। নির্বাচন কমিশন এই নম্বর প্রতিটি ভোটারকে দেয়। ভোটার কার্ড হারিয়ে ফেলার পর নতুন কার্ডের জন্য আবেদন করতেও  EPIC নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
EPIC নম্বর হল ১০টি ক্যারাকটারের একটি অ্যালফানিউমেরিক কোড। নির্বাচন কমিশন এই নম্বর প্রতিটি ভোটারকে দেয়। ভোটার কার্ড হারিয়ে ফেলার পর নতুন কার্ডের জন্য আবেদন করতেও EPIC নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
advertisement
4/6
কখনওই দুই ভোটারের এক EPIC নম্বর হয় না। এই নম্বর থাকলে দেশের যে কোনও স্থানে বাসিন্দা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কোনওরকম সরকারি পরিষেবা, সরকারি প্রকল্প এবং অফিশিয়াল রেকর্ডের ক্ষেত্রে এই EPIC নম্বর চাওয়া হতে পারে। ভোটার আইডি কার্ডের সামনের দিকে থাকে এই নম্বর।
কখনওই দুই ভোটারের এক EPIC নম্বর হয় না। এই নম্বর থাকলে দেশের যে কোনও স্থানে বাসিন্দা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কোনওরকম সরকারি পরিষেবা, সরকারি প্রকল্প এবং অফিশিয়াল রেকর্ডের ক্ষেত্রে এই EPIC নম্বর চাওয়া হতে পারে। ভোটার আইডি কার্ডের সামনের দিকে থাকে এই নম্বর।
advertisement
5/6
কোনওভাবে ভোটার কার্ড হারিয়ে ফেললে ন্যাশনাল ভোটার্স সার্ভিস পোর্টাল কিংবা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ক্লিক করুন। সেখানে 'Search Your Name in Electoral Roll' অপশন খুঁজে নিন। তার পর নাম, বয়স, জেলা,রাজ্য লিখতে হবে। তার পর ডিসপ্লে হবে আপনার EPIC নম্বর।  > তারপরই ডিসপ্লে হবে আপনার EPIC নম্বর।
তারপরই ডিসপ্লে হবে আপনার EPIC নম্বর। " width="1600" height="900" /> কোনওভাবে ভোটার কার্ড হারিয়ে ফেললে ন্যাশনাল ভোটার্স সার্ভিস পোর্টাল কিংবা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ক্লিক করুন। সেখানে 'Search Your Name in Electoral Roll' অপশন খুঁজে নিন। তার পর নাম, বয়স, জেলা,রাজ্য লিখতে হবে। তার পর ডিসপ্লে হবে আপনার EPIC নম্বর। তারপরই ডিসপ্লে হবে আপনার EPIC নম্বর।
advertisement
6/6
-EPIC ডাউনলোড করতে পারবেন ন্যাশনাল ভোটার্স সার্ভিস পোর্টাল থেকে। স্থানীয় ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার কিংবা ভোটার হেল্প সেন্টারে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে সরকার প্রদত্ত কোনও পরিচয়পত্র নিয়ে যেতে হবে।
-EPIC ডাউনলোড করতে পারবেন ন্যাশনাল ভোটার্স সার্ভিস পোর্টাল থেকে। স্থানীয় ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার কিংবা ভোটার হেল্প সেন্টারে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে সরকার প্রদত্ত কোনও পরিচয়পত্র নিয়ে যেতে হবে।
advertisement
advertisement
advertisement