Snake Venom: একটি বিষধর সাপ যদি আর একটি বিষধর সাপকে কামড়ায়, তাহলে কী হয়? সব বিষই কি মৃত্যুর কারণ হয়?
- Published by:Tias Banerjee
Last Updated:
বিষধর সাপের কামড় মানেই নিশ্চিত মৃত্যু—এই ধারণা আমাদের মধ্যে গভীরভাবে গেঁথে আছে। কিন্তু প্রকৃতির বাস্তবতা অনেক বেশি জটিল।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তবে ছবির অন্য দিকটা অনেক বেশি ভয়ংকর। যখন একটি বিষধর সাপ অন্য প্রজাতির বিষধর সাপকে কামড়ায়, তখন পরিস্থিতি বদলে যায়। সব সাপের বিষ এক রকম নয়। কিছু বিষ স্নায়ুকে আঘাত করে (নিউরোটক্সিক), শ্বাসপ্রশ্বাস বন্ধ করে দিতে পারে। কিছু বিষ রক্ত ও অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত করে (হেমোটক্সিক)। আবার কিছু বিষ কোষ নষ্ট করে দেয় (সাইটোটক্সিক)।
advertisement
ধরা যাক, হেমোটক্সিক বিষযুক্ত একটি র‍্যাটলস্নেক যদি একটি কোবরাকে কামড়ায়। কোবরা নিজের নিউরোটক্সিক বিষ সামলাতে পারলেও, র‍্যাটলস্নেকের বিষের বিরুদ্ধে তার প্রতিরোধ ক্ষমতা নাও থাকতে পারে। এই ধরনের ক্ষেত্রে সাপটির অবস্থা গুরুতর হতে পারে, এমনকি প্রাণঘাতীও হতে পারে। তাই ভিন্ন প্রজাতির সাপের মধ্যে কামড় অনেক বেশি বিপজ্জনক বলে ধরা হয়।
advertisement
advertisement
advertisement








