Weight Loss: মাথার উপর চাঁদ থাকলেই মানুষের দেহে ঘটে যায় বিরাট এক পরিবর্তন! আপনার ওজন...শুনে কিন্তু চমকে উঠবেন ১০০% নিশ্চিত

Last Updated:
Weight Loss: মাথার ওপর যেমন দুপুরে সূর্য থাকে, তেমন রাতে এক সময় চাঁদও মাথার ওপর অবস্থান করতে পারে।
1/7
ওজন কমানোর (Weight Loss) জন্য মানুষ কত কীই না করে। গুচ্ছের ব্যায়াম, ডায়েট- তবু অনেকেই নিজের ওজন নিয়ে প্রায় কেউই খুশি হতে পারেন না। একচুল ওজনও যদি কোনওভাবে কমানো যায়, তাহলেই যেন মনের আরাম, প্রাণের তৃপ্তি। কিন্তু প্রাকৃতিক উপায়েই প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে আপনার ওজন বেশ খানিকটা কমে যায়, জানেন কখন এমন হয়?
ওজন কমানোর (Weight Loss) জন্য মানুষ কত কীই না করে। গুচ্ছের ব্যায়াম, ডায়েট- তবু অনেকেই নিজের ওজন নিয়ে প্রায় কেউই খুশি হতে পারেন না। একচুল ওজনও যদি কোনওভাবে কমানো যায়, তাহলেই যেন মনের আরাম, প্রাণের তৃপ্তি। কিন্তু প্রাকৃতিক উপায়েই প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে আপনার ওজন বেশ খানিকটা কমে যায়, জানেন কখন এমন হয়?
advertisement
2/7
মাথার ওপর যেমন দুপুরে সূর্য থাকে, তেমন রাতে এক সময় চাঁদও মাথার ওপর অবস্থান করতে পারে। চাঁদ যখন মানুষের মাথার ওপর অবস্থান করে তখন কিন্তু মানুষের দেহে ঘটে যায় একটি বিশেষ পরিবর্তন।
মাথার ওপর যেমন দুপুরে সূর্য থাকে, তেমন রাতে এক সময় চাঁদও মাথার ওপর অবস্থান করতে পারে। চাঁদ যখন মানুষের মাথার ওপর অবস্থান করে তখন কিন্তু মানুষের দেহে ঘটে যায় একটি বিশেষ পরিবর্তন।
advertisement
3/7
আকাশের চাঁদের সঙ্গে জোয়ার-ভাঁটার সম্পর্ক সকলেরই জানা। তবে অনেকেই হয়ত জানেন না চাঁদের সঙ্গে পৃথিবীর মানুষ, পশু, পাখি যাবতীয় প্রাণীর ওজনের সম্পর্ক আছে।
আকাশের চাঁদের সঙ্গে জোয়ার-ভাঁটার সম্পর্ক সকলেরই জানা। তবে অনেকেই হয়ত জানেন না চাঁদের সঙ্গে পৃথিবীর মানুষ, পশু, পাখি যাবতীয় প্রাণীর ওজনের সম্পর্ক আছে।
advertisement
4/7
চাঁদ যখন কোনও মানুষের মাথার ওপর অবস্থান করে তখন সেই মানুষটির ওজন কমে যায়। তিনি অবশ্য তা অনুভব করেননা। ওজন কিন্তু কমে। কতটা ওজন কমে যায়?
চাঁদ যখন কোনও মানুষের মাথার ওপর অবস্থান করে তখন সেই মানুষটির ওজন কমে যায়। তিনি অবশ্য তা অনুভব করেননা। ওজন কিন্তু কমে। কতটা ওজন কমে যায়?
advertisement
5/7
বিজ্ঞানীরা তা বোঝানোর জন্য ১০০ কেজি একজন মানুষের ওজন ধরে বিষয়টি পরিস্কার করার চেষ্টা করেছেন। একজন ১০০ কেজির মানুষের দেহের ওজন ০.৪৮ গ্রাম কমিয়ে দেয় মাথার ওপর থাকা চাঁদ।
বিজ্ঞানীরা তা বোঝানোর জন্য ১০০ কেজি একজন মানুষের ওজন ধরে বিষয়টি পরিস্কার করার চেষ্টা করেছেন। একজন ১০০ কেজির মানুষের দেহের ওজন ০.৪৮ গ্রাম কমিয়ে দেয় মাথার ওপর থাকা চাঁদ।
advertisement
6/7
পৃথিবী তাঁর নিজস্ব মাধ্যাকর্ষণ শক্তির বলে প্রত্যেক প্রাণীকে নিজের দিকে টানে, তাতেই বোঝা যায় কার কত ওজন। একই মাধ্যাকর্ষণ রয়েছে পৃথিবীর উপগ্রহ চাঁদেরও।
পৃথিবী তাঁর নিজস্ব মাধ্যাকর্ষণ শক্তির বলে প্রত্যেক প্রাণীকে নিজের দিকে টানে, তাতেই বোঝা যায় কার কত ওজন। একই মাধ্যাকর্ষণ রয়েছে পৃথিবীর উপগ্রহ চাঁদেরও।
advertisement
7/7
চাঁদের সেই বলের প্রভাব পড়ে পৃথিবীর উপর, অর্থাৎ পৃথিবীর উপর থাকা সমস্ত প্রাণীর উপর। কিন্তু তাবলে ওজন কমে যাওয়া, হ্যাঁ, সেটাও সম্ভব হয় মাথার উপরে চাঁদ থাকলে।
চাঁদের সেই বলের প্রভাব পড়ে পৃথিবীর উপর, অর্থাৎ পৃথিবীর উপর থাকা সমস্ত প্রাণীর উপর। কিন্তু তাবলে ওজন কমে যাওয়া, হ্যাঁ, সেটাও সম্ভব হয় মাথার উপরে চাঁদ থাকলে।
advertisement
advertisement
advertisement