Vrindavan: এই পুকুরে স্নান করে জীবন আলোয় ভরেছে কত নিঃসন্তান দম্পতির! আছে বিশ্বাস আর 'ভগবানের' নাম, কোথায় আছে জানেন এই পুকুর?
- Published by:Suman Biswas
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Vrindavan: গোবর্ধনের কাছে এক গ্রামে এমনই এক পুকুর রয়েছে, যা রাধারানি নিজের কাঁকন দিয়ে তৈরি করেছিলেন। এটি রাধা কুণ্ড নামে পরিচিত।
advertisement
advertisement
রাধা কুণ্ডের সেবাইত পুরোহিত মুকেশ পণ্ডিত লোকাল 18-কে জানিয়েছেন যে, ভগবান শ্রীকৃষ্ণের শহরে গোবর্ধন গিরি প্রদক্ষিণের পথে একটি অলৌকিক পুকুর রয়েছে যা রাধা কুণ্ড নামে পরিচিত। এই পুকুর সম্পর্কে একটি বিশ্বাস আছে যে, কার্তিক কৃষ্ণপক্ষের অষ্টমীর মধ্যরাতে এখানে নিঃসন্তান দম্পতি একসঙ্গে স্নান করলে তাঁদের সন্তান লাভ হয়।
advertisement
তিনি জানিয়েছেন যে, নারদের পরামর্শে শ্রীকৃষ্ণ তাঁর বাঁশি দিয়ে এই পুকুরটি খনন করেছিলেন এবং সমস্ত তীর্থযাত্রীদের সেই পুকুরে আসার আহ্বান জানিয়েছিলেন। তীর্থযাত্রীরা সেই পুকুর দর্শনে এবং সেখানে স্নানে এসেছিলেন। তা দেখে রাধারানিও নিজের কাঁকন দিয়ে একটি পুকুর খনন করেন। শ্রীকৃষ্ণ যখন সেই পুকুরটি দেখেন, তখন তিনি তাঁকে এটি পুণ্যস্নাত হওয়ার বর দিতে বলেন, এও চান তা যেন বিখ্যাত হয়। এর পর এই পুকুরটি রাধা কুণ্ড নামে প্রসিদ্ধ হয়।
advertisement
advertisement
advertisement
advertisement