অবাক কাণ্ড! এই গ্রামে সবাই ইউ টিউবার, কেউ চাকরি বা ব্যবসা করে না!
- Published by:Suman Majumder
Last Updated:
You tube village: বাংলার পাশের রাজ্যের এই গ্রামে ঘরে ঘরে ইউ টিউবার। কেউ আর চাকরি, ব্যবসা করে না।
প্রতি বছর লক্ষ লক্ষ ভারতীয় যুবক-যুবতী সরকারি চাকরির স্বপ্ন দেখেন।। ব্যাঙ্ক, UPSC, রাজ্য সিভিল সার্ভিস ইত্যাদিতে চাকরি পাওয়া তাদের জন্য মাইলফলকের চেয়ে কম নয়। কিন্তু আজকাল মানুষের মনোযোগ সরকারি চাকরি থেকে অফবিট কেরিয়ার বিকল্পের দিকে সরে যাচ্ছে। তার মধ্যে ইউটিউব ভিডিও সবচেয়ে বড় আয়ের উৎস হিসেবে বিবেচিত হচ্ছে।
advertisement
ছত্তিশগড়ের রায়পুরে অবস্থিত তুলসী গ্রামকে ইউটিউবারদের গ্রাম বলা হয়। এই গ্রামে প্রায় ৪৩২টি পরিবার বাস করে। মোট জনসংখ্যা তিন থেকে চার হাজারের মধ্যে। তার মধ্যে অন্তত এক হাজার জন ইউটিউবের মাধ্যমে আয় করছেন। এই গ্রামে বসবাসকারী পাঁচ বছরের শিশু থেকে ৮৫ বছর বয়সী মহিলা, সবাই ইউটিউবে সক্রিয়। গ্রামে ইউটিউব নিয়ে মাতামাতি শুরু হয়েছিল দুই বন্ধুর ভিডিও দেখে।
advertisement
advertisement
রায়পুরের তুলসী গ্রামে সৃজনশীল মানুষের অভাব নেই। গ্রামবাসীরা এই দুই বন্ধুকে অনেক সহযোগিতা করেছেন। তাঁদের ভিডিওগুলিতে কমেডির বাতাবরণ তৈরি করে দিতেন গ্রামবাসীরাই। এখন গ্রামের মানুষ ৪০-৫০টি চ্যানেল করেছে। আগে গ্রামের লোকজন মোবাইল ফোনে শুটিং করতেন। কিন্তু এখন তাঁদের কাছে ক্যামেরা এবং শুটিংয়ের অন্যান্য সরঞ্জাম রয়েছে।
advertisement