Viral News: 'ডাক্তারবাবু, আমার পেটে কিছু নড়ছে!' যমজ সন্তানের জন্ম দেওয়ার পরও মহিলার আকুতি, সেলাই খুলে ডাক্তার যা দেখলেন, সর্বনাশ!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Viral News: তখনও অপারেশন টেবিলে শুয়ে তিনি। সূচ-সুতো নিয়ে পেট সেলাই করতে এগিয়ে আসছিলেন চিকিৎসক। সেই সময় হঠাৎই চিৎকার করে ওঠেন ওই প্রসূতি।
সোশ্যাল মিডিয়ায় রোজ কত কিছুই না ভাইরাল হয়। তবে সম্প্রতি চিনের একটি ঘটনা শোরগোল ফেলে দিয়েছে গোটা বিশ্বজুড়ে।
advertisement
ফুটফুটে যমজ সন্তান প্রসব করেছিলেন এক মহিলা। পেট সেলাই হওয়া তখনও বাকি। আর সেই মুহূর্তেই বদলে গেল সব।
advertisement
কী হয়েছে জানেন? মহিলা হঠাৎ করে যা বলে বসলেন, তার জন্য প্রস্তুত ছিলেন না অপারেশন থিয়েটারে উপস্থিত কেউই।
advertisement
চিনের শাংহাইয়ের একটি হাসপাতালে এই ঘটনা ঘটেছে। বিষয়টি সামনে এনেছে চিনা ভাষায় প্রকাশিত মালয়েশিয়ার Sin Chew Daily সংবাদপত্র।
advertisement
জানা গিয়েছে, শাংহাইয়ের হাসপাতালে সম্প্রতি ভর্তি হন অন্তঃসত্ত্বা মহিলা। আগে থেকেই সব ঠিক ছিল, সেই মতো এক মেয়ে, এক ছেলে, যমজ সন্তান প্রসব করেন তিনি।
advertisement
তখনও অপারেশন টেবিলে শুয়ে তিনি। সূচ-সুতো নিয়ে পেট সেলাই করতে এগিয়ে আসছিলেন চিকিৎসক। সেই সময় হঠাৎই চিৎকার করে ওঠেন ওই প্রসূতি। পেটের মধ্যে কিছু নড়ছে বলে জানান তিনি। এতে সকলেই হতবাক হয়ে যান।
advertisement
প্রসূতিকে পরীক্ষা করে দেখে চমকে ওঠেন এক নার্স। সত্যিই মহিলার পেটে কিছু একটা নড়ছে বলে চিকিৎসককে জানান তিনি। যেটি নড়াচড়া করছে, সেটি ভ্রূণ হতে পারে বলে জানান ওই নার্স।
advertisement
প্রসূতিকে পরীক্ষা করে দেখে চমকে ওঠেন এক নার্স। সত্যিই মহিলার পেটে কিছু একটা নড়ছে বলে চিকিৎসককে জানান তিনি। যেটি নড়াচড়া করছে, সেটি ভ্রূণ হতে পারে বলে জানান ওই নার্স।
advertisement
শুরু হয় পরীক্ষা। তাতে সত্যি সত্যিই মহিলার পেটে আরও একটি শিশু রয়েছে বলে ধরা পড়ে। এমন পরিস্থিতিতে কেউ কিছু বুঝে উঠতে পারছিলেন না। কিন্তু পরিস্থিতির গুরুত্ব বুঝে সবার আগে নিরাপদে শিশুটিকে বের করে আনার সিদ্ধান্ত গৃহীত হয়। এর পর নিরাপদেই ওই শিশুটি ভূমিষ্ঠ হয়।
advertisement
কিন্তু মহিলার পেটে তিনটি শিশু, কিন্তু অপারেশনের পরেও কীভাবে টের পেলেন না চিকিৎসক? তা নিয়ে শুরু হয় শোরগোল।
advertisement