Viral News: বিয়ের দিন নতুন বউয়ের মোচড়! স্বামী পারলেন না লড়তে, সেই রাতেই তুলকালাম কাণ্ড...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
বিয়ের এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া।
advertisement
তবে বিয়েতে সবথেকে বেশি বোধহয় বড় কনে ব্যস্ত থাকেন ছবির পোজ দিতে। কারণ ইতিমধ্যেই ওয়েডিং ফটোগ্রাফি এক বিশেষ জায়গায় পৌঁছে গিয়েছে। ভাবুন তো, অত শখ করে নিয়োগ করা ফটোগ্রাফার (Photographer) আপনার চোখের সামনেই যদি ডিলিট করে দেয় বিয়ের সমস্ত সুন্দর মুহূর্তের ছবি! এমনই এক বিস্ময়কর ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়।
advertisement
আজকের দিনে বিয়ের অনুষ্ঠানে তো বটেই, তার আগে থেকেই শুরু হয়ে যায় ছবি তোলা। জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তকে ধরে রাখাতে ছবি ও ভিডিওর জুড়ি নেই। আর সেইজন্যই বিয়েতে পেশাদার ফটোগ্রাফার নিয়োগের প্ৰচলন চলে আসছে। যাতে ফটোগ্রাফার নিজের সেরাটুকু দিয়ে আরও সুন্দর করে তোলেন বিশেষ সেই মুহূর্তগুলো। কিন্তু এই বিয়েবাড়িতে ঘটলো এক উলোট পুরান। নিজেরই তোলা সব ছবি মুছে দিলেন সেই ছবি তুলিয়ে।
advertisement
advertisement
সকাল ১১টা থেকে শুরু হয়েছিল ছবি তোলা। চুক্তি ছিল সন্ধে সাড়ে ৭টা পর্যন্ত ছবি তোলা হবে। কিন্তু গোল বাঁধে বিকেলে। ফটোগ্রাফারের কথায়, ”বিকেল ৫টা নাগাদ যখন খাবার পরিবেশন করা হচ্ছিল আমি ওদের জানাই আমার খুব খিদে পেয়েছে। না খেয়ে আমি থাকতে পারব না। কিন্তু ওরা রাজি হয়নি। এদিকে আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘরটায় এসি ছিল না। গরম পড়েছিল খুবই।”
advertisement
ফটোগ্রাফারের দাবি, তিনি এসে বরবেশী যুবককে বলেন, ২০ মিনিটের একটা ব্রেক দিতে। কিছু খাদ্য ও পানীয় না পেলে তাঁর পক্ষে আর কাজ করা সম্ভব নয়। সেকথা শুনে রীতিমতো তিরিক্ষি মেজাজে বর উত্তর দেন, ”ওসব হবে না। হয় ছবি তোলো। নয়তো খালি হাতে ফিরে যাও।” স্বাভাবিক ভাবেই এরপর মেজাজ হারান ওই ফটোগ্রাফার। একদিকে গরম, অন্যদিকে খিদেয় কাতর যুবক এরপর বরের চোখের সামনে সব ছবি ডিলিট করে দেন।
advertisement
advertisement