Viral Video: ডাব বিক্রি করে ১ দিনে আয় ১ লক্ষ ছাড়িয়ে...তাহলে মাসে কত? মুহূর্তে ভাইরাল ভিডিও, টাকার অঙ্ক শুনলে লজ্জা পাবে বড় বড় চাকরিওয়ালারাও

Last Updated:
Viral Video: করাশ ডাব নিয়ে বিক্রি করতে বসেন বিক্রেতারা। কিন্তু কখনও ভেবে দেখেছেন কী, ডাবের বিক্রেতাদের আয় কত? প্রতিদিন মোটামুটি কত টাকা রোজগার করেন ডাব বিক্রেতারা?
1/10
গরমে স্বস্তির পানীয় হল ডাবের জল। রাস্তায় বেরোলে তেষ্টা মেটাতে এই ডাবের জলের জুড়ি মেলা ভার। নির্ভেজাল এই পানীয় কেবল তেষ্টা মেটায় তাই নয়, পুষ্টিগুণেও ঠাসা।
গরমে স্বস্তির পানীয় হল ডাবের জল। রাস্তায় বেরোলে তেষ্টা মেটাতে এই ডাবের জলের জুড়ি মেলা ভার। নির্ভেজাল এই পানীয় কেবল তেষ্টা মেটায় তাই নয়, পুষ্টিগুণেও ঠাসা।
advertisement
2/10
ডাবের জলের উপকারিতা অশেষ। তাই গরমে রোদে বেরোলেই প্রথমেই বেশিরভাগ সকলের চোখ চলে ডাবের দোকানের দিকে।
ডাবের জলের উপকারিতা অশেষ। তাই গরমে রোদে বেরোলেই প্রথমেই বেশিরভাগ সকলের চোখ চলে ডাবের দোকানের দিকে।
advertisement
3/10
একরাশ ডাব নিয়ে বিক্রি করতে বসেন বিক্রেতারা। কিন্তু কখনও ভেবে দেখেছেন কী, ডাবের বিক্রেতাদের আয় কত? প্রতিদিন মোটামুটি কত টাকা রোজগার করেন ডাব বিক্রেতারা?
একরাশ ডাব নিয়ে বিক্রি করতে বসেন বিক্রেতারা। কিন্তু কখনও ভেবে দেখেছেন কী, ডাবের বিক্রেতাদের আয় কত? প্রতিদিন মোটামুটি কত টাকা রোজগার করেন ডাব বিক্রেতারা?
advertisement
4/10
একথা বলার অপেক্ষা রাখে না, যে প্রত‍্যেক বিক্রেতার আয় আলাদা হবে। পাশাপাশি ওই এলাকায় ডাবের দামের উপরেও নির্ভর করবে বিক্রেতার আয়। তবে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।
একথা বলার অপেক্ষা রাখে না, যে প্রত‍্যেক বিক্রেতার আয় আলাদা হবে। পাশাপাশি ওই এলাকায় ডাবের দামের উপরেও নির্ভর করবে বিক্রেতার আয়। তবে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।
advertisement
5/10
বেঙ্গালুরুর কন্টেন্ট ক্রিয়েটর কেসি পেরেরার নতুন একটি রিল বানিয়েছেন এক ডাব বিক্রেতার সঙ্গে। তার প্রশ্ন ছিল, ‘‘একজন ডাব বিক্রেতা বি.কম গ্র্যাজুয়েটের চেয়ে বেশি আয় করেন?’’
বেঙ্গালুরুর কন্টেন্ট ক্রিয়েটর কেসি পেরেরার নতুন একটি রিল বানিয়েছেন এক ডাব বিক্রেতার সঙ্গে। তার প্রশ্ন ছিল, ‘‘একজন ডাব বিক্রেতা বি.কম গ্র্যাজুয়েটের চেয়ে বেশি আয় করেন?’’
advertisement
6/10
কেসি পেরেরা বেঙ্গালুরুর রাস্তায় এক ডাব দোকানদারের সঙ্গে সাক্ষাত্‍ করেন। তিনি ওই বিক্রেতার সঙ্গেই দোকানে একদিনের জন‍্য কাজ করেছেন। তার সঙ্গেই ডাব বিক্রি করেছেন।
কেসি পেরেরা বেঙ্গালুরুর রাস্তায় এক ডাব দোকানদারের সঙ্গে সাক্ষাত্‍ করেন। তিনি ওই বিক্রেতার সঙ্গেই দোকানে একদিনের জন‍্য কাজ করেছেন। তার সঙ্গেই ডাব বিক্রি করেছেন।
advertisement
7/10
ডাব বিক্রেতা হওয়াও কিন্তু মোটেই সহজ নয়। ডাব কাটতে গিয়েই বার বার ব‍্যর্থ হন কেসি পেরারা। শেষমেশ তাকে বলতে শোনা যায়, ‘‘আমি ডাব ভালভাবে কাটতে পারিনি। দোকানের মালিক আমার উপর বিশ্বাস হারিয়ে ফেললেন।’’ শেষমেশ বিক্রেতাকে ডাবের মার্কেটিংয়ে সাহায‍্যের সিদ্ধান্ত নেন।
ডাব বিক্রেতা হওয়াও কিন্তু মোটেই সহজ নয়। ডাব কাটতে গিয়েই বার বার ব‍্যর্থ হন কেসি পেরারা। শেষমেশ তাকে বলতে শোনা যায়, ‘‘আমি ডাব ভালভাবে কাটতে পারিনি। দোকানের মালিক আমার উপর বিশ্বাস হারিয়ে ফেললেন।’’ শেষমেশ বিক্রেতাকে ডাবের মার্কেটিংয়ে সাহায‍্যের সিদ্ধান্ত নেন।
advertisement
8/10
ভিডিওর শেষে কেসি নারকেল বিক্রির ব্যবসার হিসাব দেন। তিনি বলেন যে এক একটি নারকেল ৭০ টাকায় বিক্রি হয় এবং দোকানদার একদিনে প্রায় ২,০০০ নারকেল বিক্রি করেন।
ভিডিওর শেষে কেসি নারকেল বিক্রির ব্যবসার হিসাব দেন। তিনি বলেন যে এক একটি নারকেল ৭০ টাকায় বিক্রি হয় এবং দোকানদার একদিনে প্রায় ২,০০০ নারকেল বিক্রি করেন।
advertisement
9/10
এর মানে দৈনিক আয় ১.৪২ লাখ টাকা। মাসের হিসাব করলে এটি প্রায় ৪২ লাখ টাকা হয়। কেসি মজার ছলে বলেন, "এটি তোমাদের বি.কম বন্ধুদের সঙ্গে শেয়ার কর। এখন সময় ডাবের দোকান শুরু করার!"
এর মানে দৈনিক আয় ১.৪২ লাখ টাকা। মাসের হিসাব করলে এটি প্রায় ৪২ লাখ টাকা হয়। কেসি মজার ছলে বলেন, "এটি তোমাদের বি.কম বন্ধুদের সঙ্গে শেয়ার কর। এখন সময় ডাবের দোকান শুরু করার!"
এর মানে দৈনিক আয় ১.৪২ লাখ টাকা। মাসের হিসাব করলে এটি প্রায় ৪২ লাখ টাকা হয়। কেসি মজার ছলে বলেন, "এটি তোমাদের বি.কম বন্ধুদের সঙ্গে শেয়ার কর। এখন সময় ডাবের দোকান শুরু করার!"
advertisement
10/10
তবে ভিডিওটি বেঙ্গালুরুর। সেখানের একটি ডাব দোকানের। ডাব বিক্রেতারদের আয় জায়গা বিশেষে বদলে যায়। কতগুলি ডাব বিক্রি হল, তারউপরেও নির্ভর করবে। সুতরাং এই ভাইরাল ভিডিও বিক্রেতাদের বিক্রিবাটা সম্পর্কে মোটামুটি একটা আন্দাজ দেয়। ভিডিওটি সোশ‍্যাল মিডিয়া থেকে সংগৃহীত, News 18 বাংলা এর সত‍্যতা বিচার করেনি।
তবে ভিডিওটি বেঙ্গালুরুর। সেখানের একটি ডাব দোকানের। ডাব বিক্রেতারদের আয় জায়গা বিশেষে বদলে যায়। কতগুলি ডাব বিক্রি হল, তারউপরেও নির্ভর করবে। সুতরাং এই ভাইরাল ভিডিও বিক্রেতাদের বিক্রিবাটা সম্পর্কে মোটামুটি একটা আন্দাজ দেয়। ( Disclaimer: ভিডিওটি সোশ‍্যাল মিডিয়া থেকে সংগৃহীত, News 18 বাংলা এর সত‍্যতা যাচাই করেনি। )
advertisement
advertisement
advertisement